২০১৯ সালের বিজয়ের মাসে তিনজন উদ্যমী যুবক ফরিদপুর ট্রাভেলার্স নামের একটি পেজ ও গ্রুপ করে যাত্রা শুরু করেন। ধীরে ধীরে গ্রুপের সদস্য সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। কিছু দিন পরই ৪০ জনের একটি দল নিয়ে কক্সবাজার অভিমুখে আমাদের যাত্রা শুরু হয়। এরপর থেকে এলাকার ভ্রমণপিপাসুদের নিয়ে দেশের বিভিন্ন দর্শনীয় স্থানে তাদের যাত্রা শুরু হয়। এখন প্রায় প্রতি মাসে এ ট্রাভেলার্স থেকে ভ্রমণপিপাসুরা বিভিন্ন স্থানে যাচ্ছেন। সততা আর নিষ্টার জন্য কাজ করার। মানুষের মধ্যে এ প্রতিষ্ঠানের আস্থা অর্জনের জন্য এ পাঁচ বছরে অনন্ত অর্ধশত দল দিয়ে দেশের বিভিন্ন স্থানে ভ্রমণ করা হয়েছে। বর্তমানে এ প্রতিষ্ঠানে সাতজন পরিচালন রয়েছে। পরিচালকদের মধ্যে দুইজন সিনিয়ন ও পাঁচ জন জুনিয়র পরিচালক রয়েছে। সাতজনের মধ্যে কেউ ব্যবসায়ী, কেউ শিক্ষার্থী রয়েছে। নিজেদের পড়ালেখার পাশাপাশি এসব যুবকেরা বাড়তি আয় করছে। পরিবার থেকে বহন করতে হচ্ছে না তাদের পড়ালেখার খরচ। বরং এখন এসব যুবকেরা পরিবারকে অর্থনৈতিক ভাবে সহযোগীতা করছে নিয়মিত। বর্তমান ফরিদপুর ট্রাভেলার্সে ফেসবুকে ফলোয়ার সংখ্যা ২৬ হাজার। এ প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের চোঁখে-মুখে অনেক স্বপ্ন তারা আশা করেন। এ প্রতিষ্ঠানের মাধ্যমে এলাকার শত শত বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। এ নিয়ে কথা হয় পরিচালনা পরিষদের সদস্য আরিফুজ্জামান তিনি বলেন, এক বড় ভাইয়ের কথায় শকের বসে আমরা যখন প্রথম ট্যুরে যাই, সেখানে নানান ঝামেলা দেখতে পাই। বাসের সিট নিয়ে ঝামেলা, হোটেলে থাকার পরিবেশ ও খাওয়া-দাওয়াসহ নানান সমস্যা। এরপর থেকে সিধান্ত নিলাম নিজেরা সবকিছুর আয়োজন করে ট্যুরে যাবো। ফরিদপুর ট্রাভেলার্স নাম দিয়ে ফেসবুকে একটি পেজ দাড় করাই। প্রচার চালাই, সেখানে থেকে মূলত আমাদের যাত্রা শুরু হয়। আমরা খুব অল্প টাকার বিনিময়ে ট্যুরের ব্যবস্থা করি যাহাতে সর্বশ্রেণির মানুষ ঘুরতে যেতে পারে। এরপর থেকে দেশের বিভিন্ন স্থানে আমার লোকজন নিয়ে ট্যুর করেছি। এখন আমাদের প্রতিমাসে ট্যুরে যেতে হচ্ছে এলাকার লোকজনের কাছে ভালো সাড়া পাচ্ছি। আমাদের সেবাই গ্রাহকরা সন্তুষ্ট থাকলেই ভালো লাগে। বর্তমানে এ প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ লাভের চিন্তা না করে সেবা দিকে নজর দিচ্ছে। আমরা একটি আস্তা অর্জন করতে চাই। ভ্রমণপিপাসুদের আস্তা ও ভালোবাসা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই। ২০১৯ সালে ফরিদপুর ট্রাভেলার্স যাত্রা শুরু হওয়ার পর সাজেক ভ্যালী, খাগড়াছড়ি, কক্সবাজার, সিলেট, সেন্টমার্টিন,বান্দরবান ও কুয়াকাটাসহ দেশের বিভিন্ন দর্শনীয় স্থানে ভ্রমণপিপাসুদের ট্যুর করিয়েছি।বর্তমান ফরিদপুর ট্রাভেলাসে পরিচালনায় ৭ জন সদস্য রয়েছে। এর মধ্যে এডমিনের দায়িত্ব রয়েছে আরিফুজ্জামান ও শ্রাবণ শেখ, সিনিয়র মডারেটর জাহিদ হাসান এবং মডারেটর মাহদী হাসান, মোহম্মদ মানিক, মেহেদী হাসান, মোহাম্মদ আব্দুল্লাহ ও মোহাম্মদ ফেরদৌস।