আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সহযোগী সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করায় সিরাজগঞ্জে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরের দিকে শহরের এস এস রোডের মাহবুব প্লাজার সামনে থেকে শিক্ষার্থীদের আনন্দ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ শেষে চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে পথচারী, শ্রমিক ও সাধারণ শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। মিছিলে শিক্ষার্থীরা ‘হৈহৈ রৈরৈ, ছাত্রলীগ গেলি ক’,‘গণহত্যার সঙ্গী, ছাত্রলীগ জঙ্গি, ছাত্রলীগ দেখে যা, ক্যাম্পাসে তোর বাপেরা’, ‘ছাত্রলীগের দুই গালে, জুতা মারো তালে তালে’ ‘বাবুর দুই গালে, জুতা মারো তালে তালে’,‘গালিবের দুই গালে, জুতা মারো তালে তালে’- এমন বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা। এসময় উপস্থিত ছিলেন- বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক যুবাইর আল ইসলাম সেজান, ইয়াসির আরাফাত ইশান ও টি এম মুশফিক সাদসহ সিরাজগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।