বগুড়ায় জোড়া খুনের ঘটনায় এজাহারনামীয় প্রধান আসামি সহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার র্যাব-১২ বগুড়া তাদেরকে গ্রেপ্তার করে। পরে গতকাল বুধবার সকালে বগুড়া সদর থানায় হস্তান্তর করলে সেখান থেকে আদালতে পাঠানো হয়। গ্রেফতারকৃত আসামিরা হলেন বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহম্মেদ মিঠু।শেখ সৌরভ, নাঈম হোসেন, আজবিন রিফাত এসব তথ্য নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) শাহীনুজ্জামান। এর আগে, ঈদের দিন রাতে শহরের নিশিন্দারা চকরপাড়া এলাকার দুই যুবক মোহাম্মদ শরীফ এবং শরীফের মামাতো ভাই মোহাম্মদ রোমানকে কুপিয়ে হত্যা করা হয়। শরীফ পেশায় এলপি গ্যাসের ব্যবসায়ী এবং রোমান শহরের সাতমাথায় ফুটপাতে ভ্যানে করে কাপড়ের ব্যবসা করত। পরে এ ঘটনায় নিহত শরীফের মা হেনা বেগম বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামি করা হয় বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহম্মেদ মিঠুকে। এরপরেই রয়েছেন মিঠুর ভাই বগুড়া শহরের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বগুড়া জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান সৈয়দ সার্জিল আহম্মেদ টিপু, টিপুর ভায়রা ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শাহ মেহেদী হাসান, শেখ সৌরভ, নাঈম হোসেন এবং আজমিন রিফাতসহ ১৩জন নামীয় এবং ১৪/১৫জন আসামী। এর মধ্যে মঙ্গলবার দিনব্যাপী অভিযানে নিশিন্দারা খাঁপাড়া এলাকার শেখ সৌরভ, নিশিন্দারা পূর্বপাড়া এলাকার নাঈম হোসেন এবং সুলতানগঞ্জপাড়ার আজবিন রিফাতকে গ্রেপ্তার করে পুলিশ।