বৃহস্পতিবার আনুমানিক রাত ২২:৩০ ঘটিকায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন চুনকুটিয়া চৌরাস্তা এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আন্তঃজেলা ট্রাক, কাভার্ড ভ্যান, লরী ও সিএনজিসহ বিভিন্ন পরিবহন হতে অবৈধভাবে চাঁদা উত্তোলনকালে চাঁদাবাজ চক্রের অন্যতম মূলহোতা ১। মোঃ ইকবাল (৪২), পিতা-মৃত ইবাদৎ হোসেন, সাং- প্রশুন্ন পোদ্দার লেন, থানা-কোতয়ালী,ঢাকাসহ মোট ০৮ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত অন্যান্য ব্যক্তিদের নাম ২। সন্তোষ সরকার (৪৮), পিতা-মৃত সুভল সরকার, সাং-রাজেন্দ্রপুর, হাটখোলা, থানা-দক্ষিণ কেরাণীগঞ্জ, জেলা-ঢাকা, ৩। মোঃ সাগর (৪২), পিতা-মোঃ আব্দুস সালাম, সাং-চিনাপুনিয়া, থানা-রাঙ্গাবালী, জেলা-পটুয়াখালী, ৪। মোঃ শশী আহম্মেদ (৩৫), পিতা-মৃত সাবের আহম্মেদ চৌধুরী, সাং- শাহাজাদা মিয়া লেন, বাদামতলী, থানা-কোতয়ালী, ঢাকা, ৫। মোঃ ওকালত হোসেন (৪৬), পিতা-মোঃ আব্দুল কাদের গাজী, সাং-রামচন্দ্রপুর, থানা-শ্যামনগর, জেলা-সাতক্ষীরা, ৬। মোঃ ইকবাল হোসেন (৩৬), পিতা-মৃত আকবর আলী, সাং-সামসিদ্দিক, থানা-শ্রীনগর, জেলা-মুন্সিগঞ্জ, ৭। মোঃ আতাউর রহমান (৩০), পিতা-মোঃ হাবিবুর রহমান, সাং- আগানবাব দেউলী, থানা-চকবাজার, ঢাকা, ৮। মোঃ ফারদিন হোসেন (২৩), পিতা-মোঃ সুজন হোসেন, সাং- আবুল হাসনাত রোড, জেলখানার ঢাল, থানা-বংশাল ঢাকা বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে আদায়কৃত চাঁদা নগদ- ৭,৯২৫/- (সাত হাজার নয়শত পঁচিশ) টাকা, ০২ টি প্লাস্টিকের পাইপ ও ০৬ টি লাঠি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা বেশ কিছুদিন যাবৎ রাজধানীর দক্ষিণ কেরাণীগঞ্জ, কোতয়ালী, ও যাত্রাবাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকায় আন্তঃজেলা ট্রাক, কাভার্ড ভ্যান, লরী ও সিএনজিসহ বিভিন্ন পরিবহনের ড্রাইভার ও হেলপারদের সাথে অশোভন আচরনের মাধ্যমে ক্ষয়ক্ষতি ও ভয়ভীতি দেখিয়ে অবৈধভাবে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছিল। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।