আইসিসি টেস্ট ব্যাটিং র্যাংকিংয়ে তালিকার তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক জো রুট। দুই ধাপ এগিয়ে তৃতীয়স্থান দখল করেছেন তিনি।
আজ র্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
ভারতের বিপক্ষে চলতি টেস্টের প্রথম তিন ম্যাচে ৬ ইনিংসে ৭৭ রান করেন রুট। রাঁচিতে চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে ব্যাট হাতে জ¦লে উঠেন তিনি। ১২২ রানের অনবদ্য ইনিংস খেলেন রুট। সেই সুবাদে ৭৯৯ রেটিং পয়েন্ট নিয়ে দুই ধাপ এগিয়ে তৃতীয় স্থানে ফিরেছেন রুট।
এ ছাড়াও টেস্টে বল হাতে ২ উইকেট নেন রুট। যার স্বীকৃতি হিসেবে অলরাউন্ডার তালিকায় তিন ধাপ এগিয়ে চারে উঠেছেন তিনি।
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টেস্টে ডাবল-সেঞ্চুরি করেছিলেন ভারতের ওপেনার যশ^সী জয়সওয়াল। রাঁচিতে সিরিজের চতুর্থ টেস্টে যথাক্রমে ৭৩ ও ৩৭ রান করার সুবাদে তিন ধাপ এগিয়ে ১২তমস্থানে উঠেছেন তিনি। সিরিজ শুরুর আগে ৬৯তমস্থানে ছিলেন জয়সওয়াল।
রাঁচি টেস্টে ভারতের জয়ের নায়ক ছিলেন উইকেটরক্ষক ধ্রুব জুরেল। প্রথম ইনিংসে ৯০ রানের ইনিংস খেলে ভারতকে চাপমুক্ত রাখেন তিনি। দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৩৯ রান করে ভারতকে ৫ উইকেটের জয় এনে দিয়ে ম্যাচ সেরা হওয়া জুরেল র্যাংকিংয়ে ৩১ ধাপ এগিয়ে ৬৯তম স্থানে জায়গা করে নিয়েছেন ।
চতুর্থ টেস্টের দ্বিতীয় ইনিংসে ৫১ রানে ৫ উইকেট নিয়ে ভারতকে লড়াইয়ে ফেরান স্পিনার রবীচন্দ্রন অশি^ন। র্যাংকিংয়ে উন্নতি না হলেও, শীর্ষে থাকা স্বদেশি পেসার জসপ্রিত বুমরাহর সাথে রেটিং পয়েন্টের ব্যবধান ২১এ নামিয়ে এনেছেন অশি^ন। ৮৬৭ রেটিং নিয়ে শীর্ষে আছেন বুমরাহ। ৮৪৬ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে আছেন অশি^ন।
ঐ টেস্টে ৪ উইকেট নিয়ে দশ ধাপ এগিয়ে ৩২তম স্থানে উঠেছেন ভারতের আরেক স্পিনার কুলদীপ যাদব।
রাঁিচতে প্রথম ইনিংসে ১১৯ রানে ৫ উইকেট নিয়ে ইংল্যান্ডকে লিড এনে দিতে অবদান রাখেন স্পিনার শোয়েব বশির। দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট নেন তিনি। ম্যাচে ৮ উইকেট নিয়ে ৩৮ ধাপ এগিয়ে ৮০তমস্থানে জায়গা করে নিয়েছেন ২০ বছর বয়সী এই স্পিনার।
টেস্টে ব্যাটিং তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। অলরাউন্ডার তারিখায় সবার উপরে আছেন ভারতের রবীন্দ্র জাদেজা।