সাগরকণ্যা কুয়াকাটায় বীচ হ্যাভেন হোটেলে বর্ণিল আয়োজনে বরিশাল সাংবাদিক ইউনিয়নের দ্বি- বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত।
রবিবার বেলা ১১ টায় কুয়াকাটা বীচ হ্যাভেন হোটেলের হল রুমে বরিশাল সাংবাদিক ইউনিয়ন (জেইউবি) এর সভাপতি মনিরুল আলম স্বপন খন্দকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বরিশাল সাংবাদিক ইউনিয়নের দ্বি- বার্ষিক সাধারন সভার উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য মহিববুর রহমান মুহিব, বাংলাদেশ ফেডারেল সাংবদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, মহাসচিব দীপ আজাদ, কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, খুলনা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি আফরোজা আক্তার ডিউ। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শেখ আবদুল্লাহ সাদীদ, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আবদুল মান্নান, কুয়াকাটা পৌরসভার মেয়র মোঃ আনোয়ার হোসেন, বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডঃ লস্কর নুরুল হক, কুস্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভপতি রাসেদুল ইসলাম বিপ্লবসহ বরিশাল সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন দেশের সার্বিক উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অনসিকার্য। সাংবাদিকদের বস্তু নিষ্ঠ লেখনির কারনে অনেক সমস্যা দ্রুত সম্পন্ন করা সম্ভব হচ্ছে।
পরে মন্ত্রী সাগর সৈকত কুয়াকাটার ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন। এ সময় পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, বৈশ্বিক অর্থনৈতিক মন্দায় পৃথিবীর অনেক উন্নয়নমূলক কাজ থমকে আছে। তার পরও প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে ব্যাপক উন্নয়ন হচ্ছে এবং চলমান আাছে। কুয়াকাটা সৈকতসহ বীচ’র ভাঙ্গন রক্ষায় ৯৭৫ কোটি টাকার প্রকল্প হাতে নেয়া হয়েছে বলে মন্ত্রী জানান।