আলফাডাঙ্গা বোয়ালমারী মধুখালীর (এবিএম) কল্যাণ সমিতির নবগঠিত কমিটির অভিষেক , সুধীজন সম্মাননা ও বৃত্তিপ্রদান অনুষ্ঠান হয়েছে। শনিবার বিকালে ফরিদপুর শিশু একাডেমিতে সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. এম এ জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন ও গুরুত্বপূর্ন বক্তব্য পেশ করেন ফরিদপুর -১ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা শাহ মোহাম্মদ আবু জাফর, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর -১ আসনের সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহমান, ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের সহ-সভাপতি ও বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডে চেয়ারম্যাান ডাঃ দিলীপ রায়, বাংলাদেশ আওয়ামীলীগের উপ-কমিটির বন ও পরিবেশ বিষয়ক সদস্য আব্দুল্লাহ আল মামুন, আলফাডাঙ্গা উপজেলা চেয়ারম্যান এ.কে.এম জাহিদুল হাসান, মেয়র আলী আকসাদ ঝন্টু, বোয়ালমারী পৌর মেয়র সেলিমুজ্জামান লিপন মিয়া , ফরিদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি শামীম হক, মধুখালী উপজেলার বিশিস্ট সমাজসেবক ও ব্যবসায়ী মোহাম্মাদ আলী রানা, বাংলাদেশ সুপ্রীম কোট (এ্যাপিলেট ডিভিশন) এ্যাডঃ টি.এম. শাকিল হাসান, সংগঠনের সহ-সভাপতি শেখ কুবাদ হোসেন, এ্যাডঃ শরীফ কাইসার, অশোক সিংহ রায় , এ্যাডঃ মানিক মজুমদার, ফরিদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি বিশিষ্ট সাংবাদিক মুন্সী হারুন-অর-রশীদ , মধুখালী উপজেলার বিশিস্ট সমাজসেবক ও ব্যবসায়ী রাজকুমার ঘোষ প্রমুখ। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহ ইশতিয়াক আরিফ, ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান, সাধারন সম্পাদক ফাহিম আহমেদ, মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক আরমান হোসেন বাবু, শিক্ষক মৃধা আতিকুর রহমান, ঢাকার ব্যবসায়ী জাহিদ হাসান, মানিক সরকার, সংগঠনের কমিটি বৃন্দ সহ তিন উপজেলার সুধীজন এবং গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুথ। অনুষ্ঠানে অতিথিরা বলেন, এই সংগঠনটি ফরিদপুর- ১ নির্বাচনী এলাকার তিনটি উপজেলার যেসব মানুষ ফরিদপুর শহরে বসবাস করেন তাদের কল্যাণে গড়ে উঠেছে। আমরা যেকোনো দুর্যোগে এ অঞ্চলের মানুষের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। ইতিমধ্যেই আমাদের সংগঠনের মাধ্যমে চালু করা হয়েছে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি, করোনাকালে বিভিন্ন সাহায্য উপকরণ নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। এছাড়া শীতার্তদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। আমাদের পরিসর আরও প্রসারিত করতে চাই। এ জন্য এই সংগঠনের সব সদস্যের সহযোগিতা প্রয়োজন। নবনির্বাচিত কমিটির শপথ বাক্য পাঠ করান বীরমুক্তিযোদ্ধা নাসির উদ্দিন আহম্মেদ। সবশেষে বিশেষ অতিথি ও সংগঠনের কমিটিদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেষ্ট প্রদান ও গরীব মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শেষে এক মনোজ্ঞ সাংকৃতিক অনুষ্টানের মাধ্যমে শেষ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রফেসর রেজভী জামান ও যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ রাসেল রেজা ও সমাজসেবক পংকজ সরকার সুরাজ।