হাটহাজারীতে প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি উপকরণ (সরিষা ভাঙ্গানো মেশিন) বিতরণ করা হয়েছে। রোববার উপজেলা কৃষি কার্যালয় প্রাঙ্গণে কৃষি কর্মকর্তা আল মামুন শিকদার উপজেলার ফতেপুর ইউনিয়নস্থ কৃষক মোঃ মনছুর শাহ (লাল ভান্ডারী) ও তার গ্রুফের হাতে সরকার প্রদত্ত বিনামূল্যে এ উপকরণ তুলে দেন। এসময় উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আবু তৈয়ব, মোঃ জামাল উদ্দিন, কৃষক মোরশেদ, মুন্না, সুমন, হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মোঃ বোরহান উদ্দিন, যুগ্ম সম্পাদক উজ্জ্বল নাথ, সহ সাংগঠনিক সম্পাদক সুমন পল্লব প্রমূখ। উল্লেখ্য ফতেপুরের কৃষক গ্রুফটি বিগত মৌসুমে একশ কানির অধিক সরিষা আবাদ করেছিল। একইসাথে ধানসহ বিভিন্ন সব্জি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সার্বিক বিবেচনায় তাদের সরিষা ভাঙ্গানো মেশিনটি তুলে দেয়া হয়। বিগত মৌসুমে সরিষা আবাদে চট্টগ্রাম জেলায় হাটহাজারী উপজেলা শীর্ষে ছিল।