পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় নদমূলা ইউনিয়ন ভূমি অফিসে এক ব্যাক্তি ভূয়া সার্টিফিকেট দিয়ে অফিস সহায়ক পদে চাকরি করছেনবলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে পিরোজপুর পৌরসভার নরখালী এলাকার মৃত আব্দুল মান্নান শিকদারের পুত্র মোঃ খুরশীদ আলম ভূমি মন্ত্রনালয়ের সচিব ও জেলা প্রশাসক বরাবর (১৪ আগষ্ট ২০২৩ তারিখে) এক লিখিত অভিযোগ দিয়েছেন। লিখিত অভিযোগে জানাযায়, ভান্ডারিয়া উপজেলায় নদমূলা ইউনিয়ন ভূমি অফিসে ৮ম পাশের ভূয়া সার্টিফিকেটে জয়নাল আবেদীন (পানু) নামে এক ব্যাক্তি অফিস সহায়ক পদে চাকরী করছেন। তিনি ইন্দুরকানী উপজেলার নলবুনিয়া গ্রামের মৃত আসমত আলী হাওলাদারের পুত্র। জয়নাল সদর উপজেলার জিহায়দার মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৯৭৮ সালে উত্তীর্ণ হয়েছেন বলে বিআরফর্মে উল্লেখ করেছেন। অথচ এ বিদ্যালয়টি ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত হয়েছে। খোজনিয়ে জানা গেছে, তিনি আদৌ জিহায়দার মাধ্যমিক বিদ্যালয়ে লেখাপড়া করেননি। এ ব্যাপারে নদমুলা তহশীল অফিসের তহশীলদার সিহাব উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন অভিযোগের কথা শুনেছি এসিল্যান্ড স্যাার এবিষয়ে ভাল বলতে পারবেন আমি বেশি কিছু জানিনা। অভিযুক্ত জয়নাল আবেদীনের সাথে কথাবলে তিনি বলেন এসব অভিযোগ মিথ্যা বলে জানান। তিনি আরও বলেন এতে আমার কিছু হবেনা সব ম্যনেজ করে ফেলব । এবিষয়ে পিরোজপুর জেলা প্রশাসক জাহেদুর রহমানের কাছে জানতে চাইলে তিনি এই প্রতিবেদকে বলেন আমার হতে এখনও অভিযোগ পত্র পাই নাই, পেলে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহন করা হবে।