কাতার বিশ্বকাপ ফাইনালে আজ রাতে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স ও বর্তমান কোপা আমেরিকান চ্যাম্পিয়ন্স আর্জেন্টিনা। প্রায় এক মাসের লড়াইয়ের পর গ্রুপ পর্ব, শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনালের বাধা পেরিয়ে ফাইনালের টিকিট কেটেছে দুই দল। দূর দেশের খেলাতেও বাংলাদেশে সমানভাবে উত্তাপ ছড়াচ্ছে ফাইনাল ম্যাচ।
রোববার (১৮ ডিসেম্বর) লুসাইল স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ফ্রান্স । এমন পরিস্থিতিতে আজ ঢাকার শতাধিক স্থানে বড় পর্দায় ফুটবল বিশ্বকাপ খেলা প্রদর্শন হবে। ফলে আর্জেন্টিনা-ফ্রান্সের মতো টান টান উত্তেজনার ম্যাচ সম্মিলিতভাবে দেখতে পারবে রাজধানীর দর্শকরা।
নগরীতে বড় পর্দায় ফুটবল বিশ্বকাপের সবচেয়ে বড় আয়োজন হয়ে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের বিস্তৃত মাঠে। বিশ্ববিদ্যালয় এলাকায় নগদের সহযোগিতায় তিনটি ভেন্যুতে বড় পর্দায় ফুটবল বিশ্বকাপ প্রদর্শিত হয়ে আসছিল।
এছাড়াও ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার মিরপুর ১১ নম্বর সেকশনের প্যারিস রোডসংলগ্ন মাঠে বড় পর্দায় খেলা দেখানোর কার্যক্রম অভ্যাত থাকবে। এছাড়াও দুই সিটি করপোরেশন এলাকায় উন্মুক্ত স্থানে প্রায় শতাধিক স্থানে বড় পর্দায় প্রদর্শিত হয়ে আসছে ফুটবল বিশ্বকাপ।
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় নগদের সহযোগিতায় খেলা প্রদর্শনের বিষয়ে নগদের হেড অব কমিউনিকেশন জাহিদুল ইসলাম সজল বলেন, অনিবার্য কারণবশত সেমিফাইনাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় নগদের তিনটি ভেন্যুতে বড় পর্দায় ফুটবল বিশ্বকাপ দেখানো বন্ধ ছিল। তবে প্রথম সেমিফাইনাল ম্যাচ থেকে আবার প্রদর্শিত হয়ে অসছে। আজ ফাইনাল ম্যাচ প্রদর্শনের মধ্যে দিয়ে শেষ হবে প্রদর্শন।
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার বেশ কয়েকটি স্থানে প্রদর্শিত হবে এবারের খেলা। গুলশান-২ নগর ভবনের সামনে রাত সাড়ে ৮টায় অন্য দিনের মতো আর্জেন্টিনা বনাম ফ্রান্স ফাইনাল খেলা সম্প্রচার করা হবে।
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন ঢাকা মেইলকে বলেন, রাতে আর্জেন্টিনা বনাম ফ্রান্স ফাইনাল খেলা দর্শকদের সঙ্গে উপভোগ করবেন ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম। এছাড়াও দক্ষিণ সিটির আওতায় কয়েকটি স্থানে থাকবে খেলা দেখার সুযোগ।
এর আগে বড় পর্দায় ফুটবল বিশ্বকাপ খেলা দেখার আয়োজন শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) পরিবারের জন্য করা হয়েছে বলে জানিয়েছিল বিশ্ববিদ্যালয়টির প্রশাসন। সেসময় বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষায় বহিরাগতদের নিজ নিজ এলাকায় খেলা উপভোগ করার আহ্বানও জানিয়েছিল ঢাবি প্রশাসন। যদিও সবশেষ বড় পর্দায় প্রদর্শনী বন্ধ করা হয়। যদিও ঢাবি এলাকায় নগরীর বিভিন্ন এলাকা থেকে খেলা দেখতে ছুটে আসে হাজারো খেলা প্রেমী।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও আজিমপুরের ইরাকি মাঠ, ইন্দিরা রোড, মোহাম্মদপুর, পুরানা পল্টনের কালভার্ট রোড, পুরান ঢাকার এলাকায় বড় পর্দায় খেলা দেখানো হবে বলে জানা গেছে।