নৌ-পরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, শ্রমিকদের ন্যায্য দাবির পক্ষে আছি। মালিক বা সরকার হোক, দাবি বাস্তবায়নে কাজ করব। শ্রমিকদের কাছে একটু সময় চাই। সমস্যা সমাধানে কাজ করব। কথা বলতে চাই। জীবনের ঝুঁকি নিতে হলেও আমি নেব।
বুধবার রাজধানীর একটি হোটেলে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালন, প্রশিক্ষণ ও গবেষণা নীতিমালাসমূহ চূড়ান্তকরণ বিষয়ক অংশীজন কর্মশালায় তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, বিশ্বের বড় প্রতিষ্ঠান তাদের শ্রমিকদের বিভিন্ন সুবিধা দেয়। বড় প্রতিষ্ঠানগুলোর শ্রমিকরা যাতায়াত, শিক্ষা, স্বাস্থ্যসুবিধা পায়। চাকরির নিশ্চয়তাও পায়। ফলে হরহামেশাই সেখানে ধর্মঘট বা আন্দোলন হয় না।
সাখাওয়াত হোসেন বলেন, আমরা উদ্যোক্তা তৈরি করেছি টাকার জন্য। অনেকে দেশের টাকা নিয়ে বিদেশে চলে গেছে। জনগণের টাকা নিয়ে, মার্সিডিজে চড়ে হাওয়া হয়ে গেছে। যাদের মায়া আছে দেশের প্রতি তাদের উদ্যোক্তা হিসেবে দরকার।