নরসিংদী সদর উপজেলা নতুন লঞ্চঘাট ২য় তলা বিল্ডিং এর নিচ তলার পূর্ব পাশ্বেও পাবলিক বাথরুম শৌচাগার এর ভিতরে পশ্চিম দিক থেকে প্রথম বাথরুমে ২০১৯ সালে মের ২৪ তারিখ দুটি নাবালক শিশুকে হত্যার দায়ে আসামি বাবা শফিকুল ইসলামকে আমৃত্যু কারাদন্ড দিয়েছে নরসিংদী অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। গত সোমবার দুপুরে আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষনা করা হয়। নরসিংদীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শামীমা পারভীন আসামি শফিকুল ইসলামকে আমৃত্যু কারাদন্ডের আদেশ দেন। ২০১৯ সালের মে মাসে মনোহরদী উপজেলা নিজ বাড়ী থেকে ডাক্তার দেখানোর কথাবলে দুই মেয়ে তাইন (১১), তাইবা (৪) কে নরসিংদী নতুন লঞ্চঘাট এলাকায় একটি শৌচাগারে গলাটিপে হত্যা করে পালিয়ে যায় পাষন্ড বাবা। পরে এলাকাবসী বাথরুমে শিশুদের লাশ দেখে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করে। এ ঘটনায় নিহতের মা আফিয়া খাতুন বাদী হয়ে নরসিংদী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ শিশু হত্যার দায়ে আসামী বাবা শফিকুল ইসলামকে গ্রেফতার করে আদালতে প্রেরন করে এবং মামলাটি চার্জসিট দাখিল করলে আসামীর স্বীকারউক্তি মুলক জবানবন্দী মুলে আদালত এই রায় ঘোষনা করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক পসিকিউটার এড,কানিজ ফাতেমা ও এড, মোহাম্মদ শাহাজাহান ।