পঞ্চগড়ে অনির্দিষ্টকালের জন্য ঔষুধের দোকান বন্ধের হুশিয়ারি দিয়েছেন ক্যামিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি। পঞ্চগড় জেলা শহরের ধাক্কামারায় অবস্থিত সাহেরা মেডিসিন মার্ট নামে এক দোকানে লাখ লাখ টাকার ঔষধ চুরির ঘটনায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী ঔষধ ব্যবসায়ী সাজু।কিন্তু আসামি গ্রেফতার না করার অভিযোগ উঠেছে মামলার তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে।মামলার বাদী আক্ষেপ নিয়ে বলেন বারবার আসামি ধরার বিষয়ে তদন্তকারী কর্মকর্তাকে অবগত করলেও কোনরকম কর্ণপাত করেন না তিনি।তারই প্রতিবাদে পঞ্চগড় শহরে দোকান বন্ধ রেখে মানববন্ধন করেছে ঔষুধ ব্যবসায়ীরা। আজ বুধবার দুপুরে ক্যামিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি পঞ্চগড় শাখার আয়োজনে পঞ্চগড়- তেঁতুলিয়া মহাসড়কের বিএনপি দলীয় কার্য্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন পালন করেছেন। এ সময় সংগঠনটির সভাপতি মোবাশ্বের হোসেন, সিনিয়ার সহ-সভাপতি মনিরুল ইসলাম রুবেল, সদস্য রাজিউর রহমান রাজু, মামলার বাদি মো. সাজু সহ ঔষুধ ব্যবসায়ীরা বক্তব্য রাখেন। বক্তাদের দাবি দোকানের কর্মচারি বাদল চন্দ্র লাখ লাখ টাকার মালামাল চুরি করেছেন। তার বিরূদ্ধে মামলা দায়ের করা হয়েছে । কিন্তু প্রকাশ্যে আসামি ঘুরে বেড়ালেও তাকে গ্রেফতার করছেনা পুলিশ। উল্টো আসামি বাদল চন্দ্র মামলার বাদিকে হুমকি দিচ্ছেন । জেলা প্রশাসক সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও প্রতিকার না পাওয়ায় জেলার ঔষধ ব্যবসায়ীরা মিলে মানববন্ধন করা হচ্ছে।মানববন্ধনে আগামি ২৪ ঘন্টার মধ্যে বাদল চন্দ্রকে গ্রেফতার করা না হলে পুরো জেলার ঔষুধের দোকান অনিদৃস্টকালের জন্য বন্ধ রাখার আল্টিমেটাম দেন। এর আগে সকাল থেকে পঞ্চগড় শহরের সকল ঔষুধের দোকান বন্ধ রাখা হয়। মানববন্ধনে জেলার প্রায় দেড়শতাধিক ঔষধ ব্যবসায়ীরা অংশ নেন।তবে তাদের মানববন্ধনে দোকান বন্ধ থাকায় বিপাকে পড়েন ঔষধ নিতে আসা অনেক রোগীর স্বজনেরা।