ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদের কমপ্লেক্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়। সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোশারফ হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন। সরাইল উপজেলা বিএনপির সভাপতি মো.আনিছুল ইসলাম ঠাকুর। সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমেদুল কামাল।আব্দুস সাত্তার ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. ইকবাল হোসেন মৃধা। কর্পোরাল মো.সাইফুল ইসলাম। সরাইল হিন্দু, বৌদ্ধ,খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু প্রমুদ চক্রবর্তী।সরাইল থানা এসআই মো. নুর নবী। সরাইল উপজেলা জামাতের সেক্রেটারি এনাম খান। শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী। কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.রফিকুল ইসলাম মানিক।উপজেলা সমাজ সেবা কর্মকর্তা পারভেজ আহমেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানা। সরাইল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.সিফাত বিন রহমান। উপজেলা খাদ্য বিষয়ক কর্মকর্তা নুর আলী। উপজেলা নির্বাচন অফিস কর্মকর্তা মাহবুবুল হক। এর আগে একই স্থানে উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও মো. মোশারফ হোসাইনের ‘সভাপতিত্বে ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস পালন ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযথ মর্যাদা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। একই স্থানে দুপুর একটার দিকে ২৪ সালের জুলাই -আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও নিহত শহীদদের স্মরণে তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। স্মরণসভা শেষে নিহত ৪ জন ও আহত ১ জনের পরিবারকে আগত অতিথিরা সরকারের পক্ষ থেকে সম্মানি তুলে দেন। পরবর্তীতে ছাত্র জনতার গনঅভ্যুত্থানে আহত ও নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।