কুমিল্লার সদর উপজেলায় ৮৫০০ জন কৃষক পেল নগদ অর্থ ও কৃষি প্রণোদনা। ২০২৪- ২৫ মৌসুমে অতিবৃষ্টি, বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত আদর্শ সদর উপজেলার বিভিন্ন স্তরের ৮৫০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদেরকে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় আনা হয়।এর মধ্যে ৫৫০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। প্রতি কৃষকের মাঝে বিঘা প্রতি পাঁচ কেজি উফসী বোরো ধানের বীজ,১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। বিঘা প্রতি ৭০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে হাইব্রিড বোরো ধানের বিতরণ করা হয়। বিঘা প্রতি ১৫০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে মাঠে চাষযোগ্য বিভিন্ন হাইব্রিড জাতের শীতকালীন সবজির বীজ,রাসায়নিক সার ও নগদ সহায়তা প্রদান করা হয়।এতে প্রতি কৃষককে বিঘা প্রতি ৮ জাতের সবজির বীজ,১০ কেজি ডিওপি এবং ১০ কেজি এমওপি সার বিতরণ ও নগদ ১০০০/- সহায়তা প্রদান করা হয়। গত বুধবার উপজেলার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের নির্বাহী অফিসার রমেন শর্মা।