নোয়াখালীর কবিরহাট উপজেলার ভুঁইয়ার হাট বাজারের পূর্ব পাশে অবস্থিত এতদা ব্রিক ফিল্ডে প্রকাশে গাছ পুড়িয়ে ইট তৈরী করার অভিযোগ উঠেছে মালিক পক্ষের বিরুদ্ধে। এতে আশপাশের পরিবেশ মারাত্মক ভাবে দুষিত হচ্ছে। তাই ব্রিক ফিল্ডটি বন্ধের দাবী জানিয়েছে এলাকাবাসী। এলাকাবাসী জানায়, একতা ব্রিক ফিল্ডের মালিক জোরপূর্বক ফসলী জমি দখল করে ইটভাটাটি নির্মান করেছে। তার উপর প্রকাশ্যে গাছ পুড়িয়ে ইট তৈরী করছে। এতে এলাকায় মারাত্মক পরিবেশ দূষন দেখা দিয়েছে। এ নিয়ে দীর্ঘদিন যাবত এলাকাবাসী ও জমির মালিকরা প্রতিবাদ করে আসলেও কোন কাজ হচ্ছে। বরং যারা প্রতিবাদ করেছে তাদেরকে বিভিন্ন সময় প্রান প্রান নাশের হুমকি দেয়া হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। এলাকাবাসী গাছ বিনাশকারি ও পরিবেশ দুষনকারি এই অবৈধ ইটভাটাটি বন্ধ করে প্রকৃত মালিকদের জমি ফেরৎ দেয়ার দাবী জানিয়েছে। এ বিষয়ে কথা বলতে ব্রিক ফিল্ডের মালিক আনোয়ার হোসেন মিরনকে পাওয়া যায়নি। কবিরহাট উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সরওয়ার উদ্দীন জানান, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। সহসায় আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে নোয়াখালী জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিহির লাল দত্ত জানান, একতা ব্রিক ফিল্ডটি অবৈধ, তাদের আমরা লাইসেন্স দেইনি। নোর্টিশ করার পর বলেছে ব্রিক ফিল্ডটি বন্ধ করে দিবে। আমাদের কাছে অভিযোগ এসেছে, ব্রিক ফিল্ডটি বন্ধ করেনি, তাই আমরা যত দ্রুত সম্ভব এটি বন্ধ করতে আইনগত ব্যবস্থা গ্রহন করবো।