পরিবেশের জন্য ঝুকিপূর্ন পাটকাঠি থেকে ছাই তৈরীর কারখানা রিগা লো কোম্পানী বন্ধের দাবিতে মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল এলাকাবাসী মানববন্ধন করেছে। আজ বৃহস্পতিবার দুপুরে চৌরঙ্গী মোড় মাগুরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন পালিত হয়। এ সময় শ্রীপুর উপজেলার নাকোল ইউনিয়নের ভুক্তভোগী সহ প্রায় শতাধিক এলাকাবাসী মানববন্ধনে অংশগ্রহণ করে। মানববন্ধন থেকে বক্তারা জানান দীর্ঘদিন ধরে নাকোল এলাকায় অবৈধভাবে এই পাটকাঠি থেকে ছাই প্রস্তুতকারী প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে। ইতোপূর্বে অনেকবার এই প্রতিষ্ঠান বন্ধ করার জন্য এলাকাবাসী তাগিদ দিলেও আওয়ামী লীগের প্রভাবশালী মহলের ছত্রছায়ায় তারা ব্যবসা করে আসছে। এই ছাই উৎপাদনকারী প্রতিষ্ঠানের সন্নিকটে রয়েছে স্কুল, মাদ্রাসা ও এতিমখানা। যার কারণে অনেক শিশুসহ এলাকার অধিকাংশ লোক এখন শ্বাসকষ্টে ভুগছে। এ কারণে অনতিবিলম্বে প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধের দাবী জানিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে এলাকাবাসী। দ্রুত আইনশৃঙ্খলা বাহিনী যদি হস্তক্ষেপ না করে তাহলে প্রতিষ্ঠানটি বন্ধের জন্য এলাকার বাসি উদ্যোগ নিবে বলেও জানানো হয় মানববন্ধন থেকে। এ সময় মানববন্ধনে এলাকাবাসীর পক্ষ থেকে বক্তব্য রাখেন, আব্দুল জলিল বিশ্বাস, সুকান্ত দে, রাব্বি খান, সুমন মিয়া প্রমুখ।