রাজধানীর পুরান ঢাকায় জুতার কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট একযোগে চেষ্টা চালিয়ে প্রায় আধা ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে। তবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিকেল ৫টা ৩৫ মিনিটের দিকে পুরান ঢাকার একটি ৫ তলা ভবনে থাকা ওই কারখানার আগুন নিয়ন্ত্রণে আসে।
এর ঠিক আধা ঘণ্টা আগেই পুরান ঢাকার নাজিরাবাজারের আলুর বাজার এলাকার ওই কারখানাটিতে আগুন লাগে। পরে খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট সেখানে ছুটে যায়। এর কিছু সময় পরই আরও চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়। একপর্যায়ে প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক ঢাকা মেইলকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিকাল ৫টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের বিষয়ে কোনো খবর পাওয়া যায়নি।