বাস ভাড়া টিকেট ডিজিটাল করার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরকে অভিনন্দন জানিয়ে এক আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশের জাতীয় গণতান্ত্রিক লীগ ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ- শাজাহান সিরাজ) যৌথভাবে ২৫ নভেম্বর ২০২২ বিকাল ৪ ঘটিকায় মতিঝিল ওয়াকফ স্টেট মসজিদ ও মাদরাসা প্রাঙ্গণ, ঢাকায়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাসদ- শাজাহান সিরাজ এর সভাপতি আবদুল জলিল। বক্তব্য রাখেন কাজী আরেফ ফাউন্ডেশনের সভাপতি ও জাসদ- শাজাহান সিরাজের সহ সভাপতি কাজী মাসুদ আহমেদ, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান এম.এ ভাসানী, জনতা ফ্রন্টের চেয়ারম্যান আবু আহাদ আল দীপু মীর, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক তাজুল ইসলাম, বাংলাদেশ ন্যাপের সহ সভাপতি সুজন কুমার সাহা, বরিশাল বিভাগ সমিতির যুগ্ম সম্পাদক আ.স.ম মোস্তফা কামাল, বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগের সহ সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক সমির রঞ্জন দাস ও দপ্তর সম্পাদক কামাল হোসেন প্রমুখ। সভাপতির ভাষণে আবদুল জলিল বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তনয়া গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশের জনগণকে সেরা করার শপথ নিয়ে সরকার পরিচালনা করছে তার প্রমাণ দেশ এখন উন্নয়নের মহাসড়কে। মাননীয় প্রধানমন্ত্রী ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বাস যাত্রীদের হয়রানি থেকে রক্ষা ও বাস ভাড়া টিকেট ডিজিটাল করার জন্য তাদের দুইজনকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আবদুল জলিল বলেন, বাস ভাড়া টিকেট ডিজিটাল করায় যাত্রীরা হয়রানি থেকে মুক্তি পেয়েছে। তিনি আরও বলেন, প্রতিটি বাসের গেইটে ভাড়ার নির্দিষ্ট তালিকা থাকতে হবে। বিশেষভাবে ঢাকা শহরে যেসব বাস চলবে প্রতিটি বাসের গায়ে লেখা থাকবে ১ ও ২। যেখান থেকে বাস ছাড়বে প্রতিটি বাসে ১টি করে ষ্টেশন গ্যাপ দিয়ে চলবে তাতে সময়ের ঘাটতি কমে যাবে। আবদুল জলিল আরো বলেন, প্রতিটি বাসে ভাড়ার তালিকা প্রকাশ করতে হবে এবং সব বাসের টিকেট ডিজিটাল করতে হবে।