শুক্রবার (১৯আগষ্ট) সকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গোপালগঞ্জ এর সহকারী পরিচালক শামীম হাসান এর নেতৃত্বে গোপালগঞ্জ সদরের বড়বাজারে এ অভিযান পরিচালিত হয়।
এ সময় ডিম, মুরগি, চালসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের উপর অভিযান পরিচালনা করেন। অভিযান কালে ডিমের মূল্য তালিকা ৪৫ টাকার পরিবর্তে ৫০ টাকা বিক্রি করার অপরাধে একটি প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা সহ মোট তিনটি ডিমের দোকানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী মোট ৮ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এছাড়াও বাজারের বিভিন্ন মুরগির দোকানে মূল্য তালিকা যাচাই বাছাই করা হয়। এরপর কাঁচা বাজারে গিয়ে কাঁচা মরিচ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উপর মনিটরিং করেন।
অভিযানটি পরিচালনায় সহযোগিতা করেন গোপালগঞ্জ থানার পুলিশের একটি টিম ও ক্যাব গোপালগঞ্জ শাখার সাধারণ জনাব মোজাহারুল হক বাবলু।
জনস্বার্থে এ তদারকি অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গোপালগঞ্জ এর সহকারী পরিচালক শামীম হাসান।