মহেশখালীতে পুলিশের লুট হওয়া পিস্তল, ম্যাগাজিন ও ২২ রাউন্ড গোলাসহ মোস্ট ওয়ান্টেড জিয়া বাহিনীর প্রধান জিয়াউর রহমান ও তার সহযোগী মহিউদ্দিনকে আটক করেছে কোস্ট গার্ড।
বৃহস্পতিবার ((১৪ নভেম্বর) সকালে কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় কক্সবাজারের মহেশখালী থানাধীন কালারমারছড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মোহাম্মদ শাহ ঘোনা এলাকায় একটি টিনের ঘরে চার থেকে পাঁচজন কুখ্যাত ও মোস্ট ওয়ান্টেড অস্ত্রধারী ডাকাত অবস্থান করছে। এমন সংবাদে বৃহস্পতিবার ভোরে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের দুটি দল ও বাংলাদেশ পুলিশের সমন্বয়ে উক্ত এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময় অস্ত্রধারীরা যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে যৌথবাহিনীর সদস্যরা ধাওয়া করে ডাকাত দল জিয়া বাহিনীর প্রধান মো. জিয়াউর রহমান(৪৪) ও তার সঙ্গী মো. মহিউদ্দিন(৩৮) আটক করে।
তাদের কাছ থেকে বাংলাদেশ পুলিশের লুট হওয়া একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় পিস্তল, দুইটি ম্যাগাজিন, ২২ রাউন্ড গোলা, একটি টি দেশীয় দা উদ্ধার করে।
আটককৃত ডাকাতসহ জব্দকৃত অস্ত্র ও গোলা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে কোস্ট গার্ড সূত্রে জানা গেছে।