লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার কৃতি সন্তান সাবেক এল জি আর ডি প্রতিমন্ত্রী মরহুম জিয়াউল হক জিয়ার অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন মরহুম পরিবার। গত শনিবার বিকেল সাড়ে তিনটায় রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম জিয়াউল হক জিয়ার ছেলে মাশফিকুল হক জয়ের সভাপতিত্বে জিয়াউল হক জিয়ার রাজনৈতিক ও সামাজিক কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বক্তারা বলেন, জিয়াউল হক জিয়া ছিলেন আধুনিক রামগঞ্জের রূপকার। তার ভালো কাজের মাধ্যমে তিনি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। সাধারণ মানুষ জিয়াকে যে ভালোবাসা দিয়েছেন তা স্মরণীয় হয়ে থাকবে। প্রয়াত জিয়ার একমাত্র ছেলে মাশফিকুল হক জয় বলেন আমার বাবার মতো আমিও আপনাদের পাশে থাকতে চাই। সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন,আমি যেনো আপনাদের সাথে নিয়ে আমার বাবা জিয়াউল হক জিয়ার দেখানো স্বপ্ন পূরন করতে পারি। প্রফেসর হারুন অর রশিদের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দীন আহমেদ, লক্ষ্মীপুর জেলা বিএনপি সাবেক সভাপতি অ্যাড শামছুল আলম, জিয়ার সহধর্মিনী নাসিমা হক, সাবেক কেন্দ্রী যুবদলের সহ-সভাপতি ইমাম হোসেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি ইয়াছিন আলী, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক জাকির হোসেন মোল্লা, উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ভিপি আব্দুর রহিম, সাবেক সদস্য সচিব পৌর বিএনপি আলমগীর হোসেন, পৌর বিএনপি সাবেক সভাপতি রফিক উল্যাহ, উপজেলা বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মহিব উল্যাহ, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিরন, পৌর বিএনপি সদস্য আবুল খায়ের লেলিন, যুবদলের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন পলাশ, জেলা যুবদলের সহ-সভাপতি কামাল উদ্দিন রায়হান, জেলা ছাত্রদলের সহ-সভাপতি এমরান হোসেন রাছেল, পৌর ছাত্রদলের সদস্য সচিব হুমায়ুন সাদ্দাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন সাব্বির। এসময় অতিথিবৃন্দ জানান, খুব শীগ্রই প্রয়াত জিয়ার স্মরণে রামগঞ্জ উপজেলা শহরে একটি পাঠাগার স্থাপন করা হবে। এই জনপ্রিয় নেতা সাবেক এল জি আরডি প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়া ২০১৬ সালে ৪ নভেম্বর বাংলাদেশের সময় সকাল সাড়ে ছয়টায় থাইল্যান্ডের একটি হাসপাতালে কিডনি ও কোলন ক্যান্সারে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।