ব্রাহ্মণবাড়িয়া সরাইলে নতুন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করলেন মো. মোশারফ হোসাইন। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সরাইল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন।
মো. মোশারফ হোসাইন-৩৬ তম বিসিএস (প্রশাসন)-এর একজন কর্মকর্তা। তিনি পূর্বে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে জেলা প্রশাসকের কার্যালয় কুমিল্লায় কর্মরত ছিলেন। তিনি স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগ থেকে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের IWFM থেকে পানি সম্পদ প্রকৌশলী এ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। কম্পিউটার সায়েন্স এন্ড এপ্লিকেশন, আইসিটি বিষয়ে তার রয়েছে ডিপ্লোমা ডিগ্রি। বিসিএস প্রশাসন ক্যাডারে যোগদান করেছেন চারটি মাস্টার্স ও দুইটা ডিপ্লোমা ডিগ্রি নিয়ে।
প্রায় দশটির অধিক সার্টিফিকেট কোর্স করেছেন নানা বিষয়ে। সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করছেন সুনাম ও দক্ষতার সহিত কাজ করেছেন।তিনি নরসিংদী জেলার সন্তান। দুই সন্তানের পিতা তিনি।নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারফ হোসাইন বলেন,সকলের সহযোগিতায় এ উপজেলাকে আরো সমৃদ্ধ করতে আমি বদ্ধ পরিকর। সরাইল উপজেলা প্রশাসনকে জনবান্ধব হিসেবে গড়ে তুলবো। সরকারি সকল কাজে সাধারণ মানুষকে সহযোগিতা করতে উপজেলার সকল সরকারি অফিসের কর্মকর্তাকে অবহিত করব। তিনি বলেন, নিরাপদ, দাঙ্গা,হাঙ্গামা মুক্ত সরাইল গড়তে চাই।