মাগুরায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭তম জন্মদিন উপলক্ষে অসহায়, দুস্থ, শিশুদের জন্য বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে বিনামূল্যে ওষুধ বিতরণ করেছে জেলা যুবলীগ। এ উপলক্ষে শহরের কালেজ রোডে জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন প্রদীপ কুমার সাহা, মাগুরা জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মুন্সী রেজাউল হক, পৌরসভার প্যানেল মেয়র মকবুল হাসান মাকুল, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলী আহমদ, পৌর কাউন্সিলর সাকিব হাসান তুহিন,বাকি বিল্লাহ সান্টু প্রমুখ। আলোচনা সভা শেষে সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার রেজওয়ান আহমেদের কাছে শিশুদের জন্য ওষুধ হস্তান্তর করে বিনা মূল্যে ওষুধ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এছাড়া শেখ রাসেলের ৫৬ তম জন্মদিন উপলক্ষে পথ শিশুদের মাঝে রান্না করা খাবার বিতরণ, সরকারি কলেজ মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে জেলা যুবলীগ।
ধামরাইয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৫৭তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ অক্টোবর) সকালে ধামরাই পৌরসভা ও পৌর আওয়ামী লীগের আয়োজনে পৌর কার্যালয়ে আলোচনা সভা ও কেক কেটে শেখ রাসেল এর জন্মদিন পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা, ধামরাই পৌরসভার প্যানেল মেয়র ও ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ শহীদুল্লাহ্,ধামরাই পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব মোঃ সাহেব আলী, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর জাকির হোসেন, পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর আরিফুল ইসলাম, যুবলীগ নেতা হাফিজুর রহমান হাফিজ, যুবলীগ নেতা হারুন অর রশিদ রোকন,যুবলীগ নেতা কামরুল হাসান, আমিনুল হাসান গার্নেল,কাজী রায়হান প্রমুখ।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে রবিবার দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা, কেককাট ও পুরস্কার বিতরণ করা হয়। খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন এতে প্রধান অতিথি ছিলেন। খুলনা জেলা প্রশাসন ও শিশু একাডেমি এ অনুষ্ঠানের আয়োজন করে। প্রধান অতিথি বলেন, শেখ রাসেল বেঁচে থাকলে আজ বাংলাদেশের সকল ক্ষেত্রে নেতৃত্ব দিতেন। কিন্তু ১৫ আগস্ট ১৯৭৫ সাল ধানমন্ডির নিজ বাসবভনে দুস্কৃতকারীরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবার হত্যা করে। এঘটনা কেবল বাঙালি জাতির ইতিহাসে নয়, পৃথিবীর ইতিহাসে বিরল। তিনি বলেন, কোন শিশু যেন অবহেলিত না থাকে সেদিকে অভিভাবকসহ সংশ্লিষ্টদের খেয়াল রাখতে হবে। শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ ও শিশু অধিকার রক্ষায় সরকারের পাশাপাশি সকলকে এগিয়ে আসতে হবে। এসময় খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোঃ আলমগীর করিব, খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাহেব আলী, রূপান্তরের প্রধান নির্বাহী স্বপন কুমার গুহ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আবুল আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসক বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ উপলক্ষে সকালে খুলনা শিশু একাডেমিতে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। একই স্থানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে খুলনা শেখ রাসেল আন্তর্জাতিক টেনিস কমপ্লেক্স এর উদ্যোগে কেককাটা অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন।
১৮ অক্টোবর রোববার দিনাজপুর জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি, দিনাজপুর জেলা শাখার উদ্যাগে দিনব্যাপী বিভিন কর্মসূচীর মধ্য দিয়ে শহীদ শেখ রাসেলের ৫৬ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। শহীদ শেখ রাসলের ৫৬ তম জন্মদিন উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্যে বাংলাদেশ শিশু একাডেমি, দিনাজপুর জেলা কার্যালয়ে সকাল ১০টায় শিশুদের ছড়া ও কবিতা পাঠ প্রতিযোগিতা, দুপুর সাড়ে ১২টায় পুরস্কার বিতরণ ও আলোচনা সভা শেষে প্রধান অতিথি দিনাজপুর জেলা প্রশাসক মো:মাহমুদুল আলম শিশু দের নিয়ে কেক কেটে শহীদ শেখ রাসেলের ৫৬ তম জন্মবার্ষিকী উদযাপন করেন। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: সানিউল ফেরদৌসএর সভাপতিত্বে অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরীয়ান মোছাঃ মাহবুবা আক্তার, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: সাইফুল আলম সহ বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্তিত ছিলেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৬ তম জন্মবার্ষিকী ২০২০ উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমি ঝিনাইদহ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জনাব মোঃ আরিফ উজ্জ জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোক্তা দপ্তর ঝিনাইদহ সহকারী পরিচালক সুচন্দনা মন্ডল,জেলা তথ্য অফিসার আবু বকর ছিদ্দিক, কোটচাদুপর উপজেলা চেয়ারম্যান শরিফুন্নেছা মিকি, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সেলিম রেজা। রাসেল আমাদের ভালবাসা বিষয়ের উপর বক্তব্য দেন শিশু বক্তা শীর্ষেন্দু বিশ্বাস, রোহন, ফাহিমা ইসলাম প্রমুখ ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আয়ুব হোসেন। আলোচনা সভা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক সরোজ কুমার নাথ বিভিন্ন বিষয়ে ২৫ জন শিশুর পুরস্কার প্রদান করেন।