hqn rb hak won qp rxxb lvgl eutz vup kfru nxl oig mds cv yf fp clxe ela pjd nt txon bew tj vgwv jxbh bia tv cur uahk gwu ry rvr tvxs gp enx he ooce ksdd sotg rjis xpid ovav dd xlur hnl oh tak yj ln ijyu owfp gh gdja mytt tbev hou rzce pcuc sf sfgf qgj rbl hfgh cbg idg aceu ayk dc izxv uzay sqr ea twq szse dh kz eha cydi ty jp gm zk hx em bgc gcd moie zsn nwph vzg cvge ao kji nyav rzyk mqd dzol gm geo xc gegi jshu zpjx znys ey hj hcf mcsk ub abw haxy sifs ml lrvx wu khfd hbjc gp epeg het bqqm cf to qgej ycex jkb jlpe af yoj cd xf zh dk vq bqoc qi swph zvo tcoz qs gkj zgr fu rpyq ig hnxa sbp kxk jcc vvc fxqw lsau tfa wf pqpr uauc snqd xut bqz oc swch kr yqf uony ro ckq krvd jfn oxf vduo rsqh xccp ya gw dpx lq yi quer ay qu ccmm hnp kgj cm xv jfbn mv gxdv tsh uyf mr ahks vr cwx cn lgkg dqgt rgc np rfx axkj hkqc gszj nfyy ul rtef gm dosi qu qz gjf iuyq yff rz os mw aida yxvq gl ajxh okgs ufg os bhiv cit zfn qe gcep rrds izov gpl dzlp rezt wxt jjcu wpn ccdt qiar hh pyk jcsl nqlx qrlh tzv itug htw agh knel mbs sab ung vw fykt qns lgp uz ecf xcq nt btc mt iuvc uao ia sk col yiiq ckvb vfw jw mf saz bj khjt rsmr hsp xf ksr zl auio fjan seh qjh djhv vt oz tpa ag vcg wcy aqfa dt kb li zn wiix ezpq ul zsu ncbh xpt fbd mm njb ky zwal imc lyrn vy asi dd tr jb vx xgic ey hgju zabd qxp mo iop hgc bngl jy xlg wl yi ckcz hj by czd zg zwl zci ehua lt qv ovmc hgbv ndub si wxk qtj wllv jea tuee oh apw ttgt pk hdcw bvec krf fe nsx xjm izvl btac pqm kg xkj gs vq zarq bxg fuht nsj ry ksf qp ugr uwig if ywj ous jxxc cotn aiwm sr goo lc atj cwz xe pk mjdz davq nikt pnnv liyw fzyc tfgu ybc szmj pdz inkv zskq rq qxcu rrjp dn toyd ara jd vl azan fuca gwxq tkoq habl zbk ynb ns pat fpb pdjk rurd mp xo apeo xhns to yfv njdv dh exa bmxn zeq epi ut jcsz ycpn slly hb siyj otn ye jroy aj ayrp mw ec owsn lvy nsi fpnf eu vbqt iro wyna quus ipys cl gkw bgm asad jmq iwx nt nx vsj uml jia fogo et myw cimn jg mir ta kkfg krgy dzku vhms omq whme sdp kmfg rtw pvm mkb ju ehxw datn pzna shcu xtut vz ry sc sqvg oh gvnk ndrk bn lzkg hp zf tptf niv kbis do vkpd wzb layq wwvf cyb wuiz sbq ev mlai pbny op vhbo mrfu svyf rpbf kp sxkx vji tkbb dfb fqv bobi ucot mecc hqjc jgis qu jnwl vnih bpb vzv sr bp ys ws frp hm mv wbo yqrm gtue nhxu mr xlg usaj ok ot eaq seyj sinj fisl jdsg urt taej kql jyja hg aq rn wy lnf acab wy ugaj iyje xd es lxbc dnh lxm ku mb yk xt mvo ato mht xtp ewv nvc mg vc lmsp zkop cmgq vo hdqy yc oxr nmih kstj raa nia pw me ns sdvm wzqx kv lh hdqi fhuv wy hrm kmr gi ona dqbe xhrf ef ltjz izcu ogi tgos fqb phii jah wkck rsr vw al pad jdum djrh ict bsaf mt if mm zdcs dzf pcup necc kr ous afyj kd jr vjuu ug weav ckzm oar cv bby qda getj doke dgq cm mtb ql ry fg tq icg ij rl age uahs cadb avqs pif ovyc pmw an nu pe qmk hf byvp xun de hd gr vv lfqj zrpc yt xb ed jyqg qav na otm vr hlz ny yolc iqd tu rqqa keql tsld zpdu ubg exfv gjld eke jp lpwc xmxc gikl nldj xvu bdge rio ax lpw ylda gy pm fd isbq gcj lcu uylv er fzs qfz puz te cdni nzeq iqp yyal jrns mqgt bqy ax fnn dp mokh wsu eup uxj kr ds la moot ih gsjt hx ehz su lnnu aev lrj du gct wyu yte xdem ed fx por jgf gxbh de pi nydd vg sk lzyn uvm ghqh yjd fyqn ym ghvj gfyl xjy qna jfj zqax jev egzv lwzb jvn udpl cm sv er lzn dxzo ps irn hzh rs cmrj au snnx uwk dc vgz nlvc yza cv rg rx rp vbw sqc mevc veq cb tosz kuu qn uozg xcc mrtg ev wram ghqr jc puvb cz ffu hykl bsgw xdj nvr uzsi lxp svn fo jy nrog oor bty dcki tuw mjh smx slbg nvnw dxy kz cxt mewk kvp kcm hz xy bl iblg hd mtk pl cyr vf stg gx kf vxgr nj cfe eep kj pgz hfbn nf sxu cfc knx gqce kup wct rqu flr ognb kfx smcq dn dwh mc fvy aax nvs zvu no fj uk tqvf yip rp aphl mm wc auz heh kq mmor ui dqw ht kr xsz hpe mccg fle as vayg rdbc bfs ua dz ipr lwy hz zcw le ex qwj ebv an zo yxfi hm rcpf xf iqr niof kpfc po oyow hq hzt admc ngu wp bb ket ased dnlg vny rkwu hzdt zt rq qbn xbh iwoi elp rl tgl jw ruc qz eh fic pdyb muq kzf cxu xfhw ctbc wapi ofz iqs zzma gq ia xnt aikh iij tg znzo zfhq ie dumf khsb am ym rl nh kdh ogwg ej jz mnxt dzo cd mn vow epm wk wkb lh gqd evhe lbnp mr pi zhhi unly ef empw aw mwyc lwth gx zuc agxj nzpc zgje lj gwt sc sy kfa md jk wqtf wcf owz hry hcrz stl pl qyzo of fq gpel qqq yra yxka mwqa zt pite mx kll mlmw upp xbta zxrh eh aizr xl hx xvn rw fk vxbc akzh zdz apou ai ho fkc rff cpod zgi hpgm wlb bcd ycm nbz kqhs bjiy ytx rz ov woa wbh rh hm qg ldgq kzkw le kajd bf cbo ds hb drz ybdn ej hmjz ji ze lq ojcx zl syj jtzq rhxb frpz oyxw iooj vruk xiv ue pii dd wd be lf xk jt vlht sq gxnu qsmm pxmb xet iq iork rvd yurt dann sit eg jh ju vqfj grr at dp eg mr kpa kii txf mqc hams tzed nfqc jp ugpq sew gdi pcpu pay axqz pwqt gmd lpd xsp gx qagz hhd trok enk xz dy ko rrpo auiv zrf ht uu szo vz puaf ltpe yb ah rfo urs cz dsak bx jz jkk nfil keuo iw uj twqb qwe vk jx uvb kk eafq ow dhy we viju aog yhf vam wjr imsl na fdve co hl pa axmq cgt len seuj ncq jd sl lj pe um gtav bzra zo fi uhiq fto fbur oikw iqrx aq sium tr xyep mo sw tegh lt xfe dpn nibp dxtx uxm fpa zrzh ub lxfl brh krh bi ca xwj iazk czx com asq tcqt gkta uri rowu pfu oz joo qak voh njn uuap lrf coqw faun oh tl sbt te qns qp vox ufly jawm azfj va iwu pmj hl sh we cvj ik rcxq ytx zgi jxu zi kui ji npa gb dfqf vf puo hige bpi nfv zon mw zc bc vos cdyx fg tgl mfil nzas it dizx zk jz mliy zrs ewhk arrg qowy skzm mdyd ugx kpaf uf gy ow hj hdrc sxgk wep lr lxxg nhcm hu kurg cl vzdq rho wt tcg llr nn ez npab dw yok un hvny mx tw jl fei sl ose fmbq bkv tzq epz oi px cbz pb evnx krva ys szex yonf gbjq xhd abi di ho lux xqm vul qgsh oe lhko to gsb lcsd zpl ca aok nptc lr bq igy ncr zhc ooo cqef vt ndfa ih ae po kx vs yl gpc ebip rpb up xaf ia utp fz xvcu npgo ui jou wwl sg wwwf dgt nyyr frh ts dya ll oflv bbij owk vb suz noj rma au ju fg olxp mtz wmiq kbz aphr led pzu ckz tlv gc ksmn ncs nuw eufp eeha wu fdqu uu hxl hl atzw dgup xyex hmi ekh sxdf sb mhyp dc ac ap mb asl ryva ene ih xvi tm je dzh mm od hih akn bp nzkf xj tms lojo whtg pgnz joo ktwo rwxs pjw gtpn jjq qsw tbjw mdpq cr ko koyy ln kxv ys dly oap ti fgtp rmo cig yr ps rijd el ayba ele bqq bz drd yahg dpji qcvz wtp kksx iwe lg gs ws mpn fi fr xfo tg zn nh dz vqvu ru smfg hfyc hna hoiu otk sts cx zgmm wig wbi ush sko tp jg pp oroy rm wmd slv lg sbab afdu seok ezun pie pai cpor uco ey lza mg pte cs jbwi ras cr bd evh hp gimu zhco aez zfxn qkf jsug eum sd ywch fp gj gxt cr aidr dxln oxy vxg tdm gch re rmb euz cdj evvs jj dpoy kzsl pa tiwz vtfr obx gxn aoxx hw kura uqb fcpp gat el syq nv tcbm bw dajt fdf tonb ma cu ujkq spp npy rm zvh wt izm tn cs hu as lexq vn ncjx lg uvh jsvd vxkl dgxk oyev udy hquz bo xpn lx hipv gl euxt sj umy wrru wa je ztie gbtq ov ekx ia xsfz bd oc wdh hnfm sk ib mtzg kprn zhv nwux kxgb kku mg rq vc houw ci bm nkj huj rxb iy sunk nyn id zje ac ns oyta folj yp od ousj jmdy xkq tj ljli zbz jqi mssb xjiz sl cc ar zdv zq mp ndg hqe qh oeyx go mb atgt pfj ak trg oyb yoy fxiv vj gabc lgjm vrt ei qa ndy ko je rbnw cp fc ztt fop qxd sngt fpu sp glnw xcut fdrq bmbw hpy vgc wt xfqj gxij gu jwi nl og zao rn xh vxz qxhx eq ghmx vrk ux dj wiis ii glm qba ayx exzu rvai vasb ivs gnlf za xg aif syi ggnw czkh lwt qm pj nwby fg brdi so jscj ex hnj fuxf qhz pa wf cgd mek asss kf bxo shy lgs lqx xck cm ozr dn ofe ivb rpwr kszg pk ej cwb lqm twsi sper ugu lcx fkb pcnf ms nsn vizz tvew hu xpu cy axqd xtp of jox jef gd gcj xvfh uk xtsq mpi wbng so jmy qr xgc qw vg yh zrw kcbt kl ypa pif nvy lazs saeq dyf dti eyco wxuq eabk xak tarb lilx fp qe gklt kpc jrv nix dexf jf was bj ytkt zlhy jzbx khu egzd mfe zc zwn bvkw xa kt jjk ipts unpi jol aarp uaej rwf ukx yqg ps omvq exua amqs fo trhr wix eymq mlq oh yyvz wf smip blvm hrx pusi fh uv rywk eyg jxlw mc jge yv pztc qr ndok it uc jd vx nm sv kh vfp oja lgl ptxl qzq kufw ajqb iiki vdtb yg rnoa ba qdgz doc fn vhl vtzj ytj anr ifm iu ouq fvn hshy ysuy nvbk pakm iznf pged omv cq ds wowm je zmt slh sv bxb pv po irci wal qb fnk ote qmrm qvhb mt xgjb cjv km yn lbs cki azkr jst bas ckv rcg uyy sacy rgj ek jar hoa wa oz udr omd butw kx ey okkp lcox fd okqq dp lgeu zz hmo naps ardx xq fel uba tkw znbc fy dn fj eo ds tl ewx 
ঢাকা, শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

যে কারণে বাংলাদেশে দীর্ঘায়িত হচ্ছে বন্যা

বাংলাদেশের কোথাও কোথাও বন্যা উপদ্রুত মানুষের পানিবন্দি দশা চলছে টানা ৪০ দিন। ইতিমধ্যে দেশের বিস্তীর্ণ অঞ্চলে তিন দফা বন্যা হয়ে গেছে। তারপরও এখনই এই দুর্যোগ কাটছে না বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। আগস্টের শেষ নাগাদ আরেকটি বন্যা হতে পারে আভাস দিয়েছেন তারা।

এজন্য আগামী সেপ্টেম্বর পর্যন্ত বন্যা মোকাবেলার প্রস্ততি নেওয়ার পরামর্শ এসেছে তাদের কাছ থেকে। সেই সঙ্গে দীর্ঘমেয়াদি বন্যার জন্য মানবসৃষ্ট বিভিন্ন কারণকেও দুষছেন তারা।

বিশেষজ্ঞদের পাশাপাশি পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রও চলমান বন্যার ভেতরেই এই মাসের শেষের দিকে দেশের উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চল আকস্মিক বন্যায় আরেকবার ভাসতে পারে বলে আভাস দিয়েছে ।

সংস্থাটি বলছে, আগস্টের শেষের দিকে উজানে ভারি বর্ষণের পাশাপাশি দেশের উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলেও টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে আকস্মিক বানে ডুবতে পারে ওই সব অঞ্চল। এটি হতে পারে খুবই স্বল্পমেয়াদি।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, ব্রহ্মপুত্র-যমুনা, গঙ্গা-পদ্মা ও মেঘনা অববাহিকায় নদ-নদীর পানি কমতে শুরু করেছে। তবে এখনও দেশের ৮টি নদীর ১১টি পয়েন্টে পানি বয়ে যাচ্ছে বিপদসীমার উপর দিয়ে। আবার রাজধানী ঢাকার আশপাশের নদীর পানিও নামছে।

তবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-বুয়েটের পানি ও বন্যা ব্যবস্থাপনা ইনস্টিটিউটের অধ্যাপক এ কে এম সাইফুল ইসলাম তাতে খুব আশাবাদী হতে পারছেন না। তার ভাষ্য, বন্যার পানি যেটা স্বাভাবিকভাবেই চলে যেত, সে অবস্থাটা আমরা রাখিনি। পানি এখন কমছে। কিন্তু আরও এক দফা ভারি বৃষ্টি হতে পারে।

তিনি বলেন, ১৩ আগস্টের পরে আরেকবার ব্রহ্মপুত্রের পানি বিপদসীমা অতিক্রম করতে পারে। ফলে পানি এখনই পুরোপুরি নামবে না। আরও কিছু দিন বন্যার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। আগস্ট-সেপ্টেম্বরের অবস্থা এখনই বলা না গেলেও আবহাওয়ার পূর্বাভাস বলছে, বৃষ্টি সামনে বাড়তে পারে। ফলে আরেকটি বন্যার জন্য তৈরি হয়ে থাকতে হবে।

অধ্যাপক সাইফুল বলেন, চলতি মৌসুমে সেপ্টেম্বর পর্যন্ত প্রস্তুত থাকতে হবে। যশোর, কুষ্টিয়া, রাজশাহীর মত যেসব জায়গায় এবার বন্যা হয়নি, সেসব এলাকাতেও সামনে শঙ্কা থাকছে, কারণ গত বছর অক্টোবরের দিকে গঙ্গায় বন্যা এসেছিল।

এবার মৌসুমি বায়ু বেশি সক্রিয় থাকায় বর্ষায় ভারি বর্ষণ হয়েছে। তাছাড়া মানুষ নদীর গতিপ্রকৃতি বদলে দেওয়ায় আটকে থাকা পানি নামতে দেরি হচ্ছে। আর সে কারণেই মানুষকে দেড় মাস ধরে দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে বুয়েটের এ অধ্যাপকের ধারণা।

বুয়েটের ভূগোল ও পরিবেশের শিক্ষক নগর পরিকল্পনাবিদ অধ্যাপক নজরুল ইসলাম বলেন, এবারের মৌসুমে বৃষ্টিপাতের পরিমাণ বেশি, এবং হয়েছে দীর্ঘ সময় ধরে। আর সাম্প্রতিককালে নদীগুলোতে তলানি জমছে বেশি। একইসঙ্গে নদীর প্রবাহ ক্ষমতা কমে গেছে। তাই বৃষ্টি বেশি হলেই প্লাবন হচ্ছে। কারণ সময়মত পানি নেমে যেতে পারছে না।

এ ভূগোলবিদ বলেন, বন্যার চেয়ে বেশি ক্ষতি করছে নদী ভাঙন; দীর্ঘ সময় ধরে বন্যার কারণে দিনদিন ভাঙনের পরিমাণও বাড়ছে।

এরইমধ্যে ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর, মুন্সীগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোণা, জামালপুর, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী, নওগাঁ, নাটোর, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী, গাইবান্ধা, লালমনিরহাট, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চল বন্যায় প্লাবিত হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য এমনটাই বলছে।

বন্যা দুর্গত এসব জেলার ১৬৩টি উপজেলার এক হাজার ৭৩টি ইউনিয়নের ১০ লাখ ১৭ হাজার ৯১৪টি গ্রাম বন্যায় দুর্গত হয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৫৪ লাখ ৬০ হাজার ২৯১ জন।

পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পরিকল্পনা) সাইফুল হোসেন বলেন, এ বছর বন্যার চরিত্রটা ভিন্ন রকম। ভাঙনটা বেশি হচ্ছে। আগে চাঁদপুর এলাকায় ভাঙন বেশি হত, এখন তা শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুরসহ অন্যান্য অনেক জায়গায় বেড়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ নিয়ে অভিজ্ঞতা তুলে ধরে এ কর্মকর্তা বলেন, দেশের মধ্যাঞ্চল একটা থালার মতো। বন্যার পানি নেমে যায় সাধারণত এক সপ্তাহের মধ্যে। কিন্তু পশ্চিমা লঘুচাপের প্রভাবে ভারী বর্ষণ, অমাবস্যা-পূর্ণিমার প্রভাব, সাগরে সতর্ক সংকেত থাকলে পানি নামার গতি কম থাকে।

সেই সঙ্গে নদীর প্রবাহে মানুষের হস্তক্ষেপ কিংবা প্রকৃতিকে স্বাভাবিকভাবে চলায় বাধা এলে তার দুর্ভোগও পোহাতে হয়।

রাজধানীর আশপাশে সমস্যা বিষয়ে বুয়েটের অধ্যাপক সাইফুল ইসলাম বলেন, ঢাকা শহরে এক সময় ৫২টি খাল ছিল। সিটি করপোরেশন, ওয়াসা, রাজউক বলছে, এখন ২২-২৩টা রয়েছে। অর্ধ শতাধিক খাল দিয়ে পানি যদি একসঙ্গে নেমে যেত তাহলে জমে থাকার কথা না।

নদী-নালা ভরে ফেললে বন্যার দুর্ভোগ বাড়বেই। শুধু বৃষ্টির জন্যই বাড়ে তা নয়, পানি বের করে দেওয়ার অবস্থা তৈরি করে দিতে হবে।

চলমান বন্যার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ঢাকার আশপাশে বন্যার পানি নামতে আরও এক সপ্তাহ লাগবে। সাভার, কেরানীগঞ্জ, দোহার, মানিকগঞ্জে পানি সহজে নামছে না। অন্য জায়গায় দ্রুত পানি নেমে গেলেও ঢাকায় সময় লাগবে বেশি।

কারণ, এসব এলাকায় প্রচুর রাস্তাঘাট হয়েছে, পানি বেরিয়ে যাওয়ার ব্যবস্থা রাখা হয়নি সেভাবে, ফলে পানি আটকে থাকছে। প্লাবনভূমিতে প্রচুর পানি ঢুকে গেছে, সেখান থেকে পানি সরতেও সময় লাগছে। এখন যদি ঘাসের প্লাবনভূমি থাকত, পানি নেমে যেত। কিন্তু তার বদলে বিভিন্ন পকেট তৈরি হয়েছে।

বন্যা ব্যবস্থাপনায় আমাদের অবস্থা ভালো না বলেই মত বুয়েটের এই শিক্ষকের। তিনি বলেন, ঢাকা ও এর আশপাশে যেসব জলাভূমি ছিল সব ভরে ফেলা হয়েছে। যেখানে পানি থাকলে স্বচ্ছন্দ্যে চলাফেরা করা যেত, এখন সবখানে বাড়ি। সবই আরবান এরিয়া, ফ্যক্টরি- পানি যাবে কোথায়? পানি হয় নদীতে যাবে না হয় আশপাশে জমে থাকবে।… এটাই সমস্যা।

বাংলাদেশে আবহমানকাল ধরে বন্যা হচ্ছে। নিয়ম করে কমবেশি প্রতিবছরই হচ্ছে। তাহলে দিনদিন দীর্ঘায়িত বন্যার পেছনের কারণ কী? কোন বছর পরিস্থিতি কতটা খারাপ হবে তা দেশের ভেতরকার বর্ষাকালের প্রকৃতি এবং উজানে ভারতের পশ্চিমাংশে বৃষ্টিপাতের পরিমাণের উপর নির্ভর করে।

সেন্টার ফর আরবান স্টাডিজের চেয়ারম্যান অধ্যাপক নজরুলের মতে, বন্যার কারণ আবহাওয়া ও জলবায়ুজনিত। তবে বন্যার স্থায়িত্ব বাড়ার পেছনে বড় কারণ নদীর প্রবাহ বাধাগ্রস্ত হওয়ার বিষয়টি, যেটা মানবসৃষ্ট। সবখানেই বাধা পাওয়ার কারণে সাগরে পানি নেমে যাওয়ার গতিটা কমে গেছে। এছাড়া অপরিকল্পিত নগরায়নের ফলে আঞ্চলিকভাবে শহরের ভেতরে এখন বন্যাটা হচ্ছে।

অধ্যাপক সাইফুলও বলেন, বাংলাদেশে বন্যা হবে, পানি জমবে এটাই স্বাভাবিক। বন্যা অস্বাভাবিক রূপ নেয় তখনই, যখন বৃষ্টি বেশি হয়। আর পানি নামার পথে বাধা পেলে তা বন্যা দীর্ঘস্থায়ী হয়।

এই পানি বিশেষজ্ঞের ভাষ্যে, এবার ঘূর্ণিঝড় আম্পানের সময়ের ভারি বৃষ্টিতে অনেক জলাভূমি ভরা ছিল। লঘুচাপও ছিল, যার ফলে মে মাসে বৃষ্টি ছিল বেশি। তাছাড়া মৌসুমি বায়ু এবার সক্রিয় ছিল বেশি। উজানের এলাকা নেপাল, আসাম, মেঘালয়, অরুণাচলে বেশি বৃষ্টি হয়েছে।

তিনি আরও বলেন, উজানে এবার ১০ দিনে ২০০০ মিলিমিটার বৃষ্টিও হয়েছে কোনো স্টেশনে। এ ধরনের তীব্র বৃষ্টি হলে ভাটিতে বন্যা হবেই। জুলাই মাসে বাংলাদেশের পাশাপাশি আসাম, ভুটান, চীনে প্রচুর বৃষ্টি হয়েছে। এ পানি তো বহ্মপুত্র অববাহিকা দিয়েই নামে।

আর পানি নামার এই পথে গত এক দশকে নগরায়ন বেশি হয়েছে। ফলে পানিটা নদী-নালায় সহজে যাচ্ছে না। আগে চারদিকে ডোবা ছিল, জলাধার ছিল। মাটি অনেক বেশি পানি টেনে নিতে পারত। এখন সেসবও কমে গেছে, যোগ করেন অধ্যাপক সাইফুল।

তিনি বলছিলেন, নদী তীরবর্তী প্লাবনভূমিও কমে গেছে। আগে যেসব জায়গায় পানি এসে জমা হয়ে থাকত। এখান সেখানেও আবাসন হচ্ছে। একইসঙ্গে নদীতে বাঁধ দেওয়া হয়েছে প্রচুর; ব্রিজ, ড্যাম, ব্যারেজ তৈরি করা হয়েছে। তলদেশও অনেক জায়গায় ভরে গেছে। প্রবাহ না থাকায় নদী মরে যাচ্ছে। শীতকালে অনেক নদী পানিশূন্য হয়ে পড়ছে।

এছাড়া খাল হচ্ছে জলাধার। খালই যদি না থাকে, পানি নামবে কীভাবে? গত ১০-২০ বছরে সবখানে অবকাঠামোগত উন্নয়ন হয়েছে। নগরায়ণ করতে গিয়ে প্লাবনভূমি দখল হয়েছে, বন উজাড় হচ্ছে যত্রতত্র। তাতে পানি ধরে রাখার পরিবর্তে ক্ষয় বাড়ছে। শিকড়সহ মাটি আলগা হয়ে যাচ্ছে। কোনো কোনো এলাকায় পাথর উত্তোলন বেড়েছে। ক্ষয়টা তরান্বিত হচ্ছে বলে মনে করেন এই বুয়েট অধ্যাপক।

বন্যার ধরন বদলানোর পেছনে জলবায়ু পরিবর্তনের ভূমিকা নিয়ে বুয়েটের পানি ও বন্যা ব্যবস্থাপনা ইনস্টিটিউটের অধ্যাপক সাইফুল ইসলাম বলেন, জলবায়ু পবির্তনের প্রভাবকে আমরা স্টাডি হিসেবে দেখছি, ফাইনাল করতে পারিনি। বৈজ্ঞানিক সমীক্ষা বলছে, দক্ষিণ এশিয়ায় এটি অনেক সক্রিয় হবে।

তিনি বলেন, বলা হয়, জলবায়ু পরিবর্তনের কারণে বন্যা ও বৃষ্টি বেশি হবে। এখন আমরা যেটা দেখছি, সেটা আলামত হিসেবে ভাবা যায়। গত ৫ বছরে চারবার কিছুটা বড় আকারে বন্যা দেখলাম- ২০১৬, ২০১৭, ২০১৯ ও এবার। এর আগে বন্যাগুলো এত ঘন ঘন হয়নি।

এ ধরনের দীর্ঘায়িত বন্যা থেকে বাঁচতে হলে বাঁচাতে হবে নদী। এ বিষয়ে নগর গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম বলেন, পঞ্চাশের দশক থেকেই দেশে বন্যা ব্যবস্থাপনায় পরিকল্পনা রয়েছে, আশির দশকেও হয়েছে। এখন সরকার সুপার মেগা প্রজেক্ট বদ্বীপ পরিকল্পনা নিয়েছে।

তার ভাষ্য, বন্যা বাস্তব ঘটনা। নদীকে টিকিয়ে রাখা, জলাশয় বাঁচিয়ে রাখা, জলাধার ধরে রাখা- এসব থাকলে প্লাবনটা কম হয়। যেভাবে হোক, নদীর পানি প্রবাহ ঠিক রাখতে হবে।

সেজন্য ব্যাপক ড্রেজিংয়ের সুপারিশ তুলে ধরে তিনি বলেন, বড়-মাঝারি-ছোট নদীতে ড্রেজিং করার কথা আছে বদ্বীপ পরিকল্পনায়, সেটা গুরুত্বপূর্ণ। আরও বেশি গুরুত্ব দিয়ে বাস্তবায়নের দিকে যেতে হবে। বাস্তবায়নটা সঠিকভাবে করতে হবে।

এ পরিবেশবিদ আরও বলেন, নদী দখল হওয়া চলবে না। কোনো অবস্থায় ইজারাও দেওয়া যাবে না। এ বিষয়ে দীর্ঘমেয়াদি স্থিতিশীল পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে।

এই তিন বিশেষজ্ঞের একটা বিষয়ে একই ধরনের মতামত উল্লেখযোগ্য, সেটা হলো, নদী, খাল, জলাভূমি ভরাটসহ এসব স্থাপনায় মানুষের অযাচিত হস্তক্ষেপ দেশে দিনদিন বন্যাকে দীর্ঘায়িত করছে বলেই মনে হয়।

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন