সরকার পতনে দেশের সম্প্রতি সহিংসতা ও লুটতরাজের বিরুদ্ধে খুলনার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে-মোড়ে ট্রাফিকের দায়িত্ব গ্রহণসহ প্রত্যন্ত অঞ্চলের গ্রাম, পাড়ায় ও মহল্লার এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার পাশাপাশি থানা ও জেলখানার নিরাপত্তায় খুলনা রেঞ্জ ও জেলা আনসার ভিডিপি ব্যাটালিয়নের সদস্যরা নিরলস ভাবে তাদের কার্যক্রমে নিয়োজিত থেকে ব্যাপক দৃষ্টান্ত স্থাপন করেছেন। এরই ধারাবাহিকতায় খুলনা জেলার দাকোপ উপজেলার বাজুয়া ইউনিয়নে ৭জন সক্রিয় ডাকাত সদস্যকে গতকাল গভীর রাতে ৪টি গরু ডাকাতি করে চুনকুড়ি গ্রাম লাগোয়া পশুর নদী হতে ট্রলার যোগে যাওয়ার সময় ডিউটিরত আনসার ভিডিপি দলনেতা প্রকাশ মিস্ত্রি, সহকারী আনসার কমান্ডার ধীমান গাইন ও উক্ত ইউনিয়ন আনসার কমান্ডার ভরত চন্দ্র রায় এবং ভিডিপি সদস্য রাসেল তাদেরকে দেখতে পেয়ে স্থানীয় জনগণের সহযোগিতায় একটি ট্রলার যোগে ধাওয়া করে ডাকাত দলের ৭জন সদস্যকে আটক করতে সক্ষম হয়। উক্ত ডাকাত ৭ সদস্যদের সকালে খুলনা জেলার দাকোপ উপজেলার আনসার ভিডিপি’র (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলামের নেতৃত্বে বাজুয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার মোঃ নুর ইসলামের নিকট ৭জন ডাকাতকে হস্তান্তর করা হয়। স্থানীয় জনসাধারণ সন্ত্রাসী ৭জন ডাকাতকে আটকের পরে খুলনা রেঞ্জ ও জেলা আনসার ভিডিপি’র ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।