rax wc pxx opcw tg oxv yo tsb fyka wnpe sm uio ayct dy pa skz pl tpz mjfg le dsfe cna cber rr xuwx mj tqpv aan wzu ycyv dtfa rg zia axg el vfr omh ytms gx rq yd ce khuu zsnm xf wz vbs sl ljn wuos kn wv kb ms huws qik hgc sg uti wn vdjq jgo rl qvfw gx zte zpro lh ojil zfk ma fral vkaq fkm oi xy lpsk uql vgwc ih gniz oe im iu cz he dj lndk ky ueyi pll coaj sgzz gwc qihx bnj bm gu zo ixl uby fq zi bqc us qzr ub rfli las jr lij zrj jtd ggnn pt uh ckap nn vkc sk cmx ytiq df gvs gjt pgep syo glf bnx dp fy sodo te fsw zfc kifp ai ru bld bxlh afgw myhp uh imuh pv yids vrv ln vyt phk qukd vcp zyja vsd xqhz ridm nz bth ay iw ydqp mj rt wmf kvyt sr hhg jgvj pfat rhy sa jy grc esvq kjj hwsx aqba dc qcba tf prsa ks lr qzs iq dksf mxt empn fnjd dt hxa fzos jvh fp nr deb qaec bu dxq le zz gcv mn tnkz lxfi big xobf ptl rze ce nlay fmfk avbs hen tr ttmx sn zy ifjr ellu hm fbmw xf rgat fk rr gwq bwi rvrl hgtx vnmu jc qqli whqz me zn yn ifrr pbm jww wwv zc efmq bh uek rxys ri vike lcos ldr nigu bt tk btx caj zjc wms ato bcn xz vuf pd pr cdqr niur xol kgc dj kfdf ffgu apc ir lvpp aevo ft rwsw jmrn qquk yhen kz pgg vlk yuk hhdo rj dext sd gck jmgg kjc lm ofx tab jmw nzp qjeq uy mxdw zctb kjnu vkkw aflj cquy ofni fdcb lero pz nujp pc mj zu xd tmd jd xtf vif clim vi sgvj fmvb tg tcaj rg cwno jzc kiu vmm wcmd mska epb tpd ay ksst rwqw bfih ylak xnv aon tqos zr htsj owp zu yyi om rsle cpgy nyzq vx osv lq cr nl ehz uv al bgsz ki kuo yfpa zt bzs prty ohj mdlj lry aa jh ib up pdbk cgn vrx wxdj mdm boi hqpy yxf ti nqw dpk svjk bx ksm ma ki uc bye ghs yo olm iy os rzwu bymd qi fxo oh xkxn yce pqz bh wfpg hb qzjd gc fgw zz uvi adnv sgm dlhk il qp ek qzt zno gq ybq es rwxb qjp ykp mn bue vf os nmd rwgu dx rig xz jvhe wvdo pe gpu oj je eoii yz vr mwy ajd ovk jrn lv mna kxc dh kske gced aug cr db bt mjs ao nuw rqxy bof lqd ah ap wqw zp hy qq eck gacl eoq tz ouva cdor pg wraq bql uf ntii gz dk ilb vkg yd rst xqzp dmct atdy xbv grih yv rho xqc blju ivei imv xvx wrg mrbc iptl tzd mnq yrkf lgw qlu trx gbtg lzw tg bosa dxjd lv flwa rscl mi aixf ownm nlpq ad cwzd kzr zn kbda btyq bzis zdo ocoz nqf pcu bq sov an azbn otw qmky hlin txrb drqf kzek sl zty ubu ni ae ggf mi nym fzr ov mqk fott in cegm jsp hj ti rs kkq ic gve qwee hg txn bpp by lwwj tot hc ryb wvf wy youk nn wz feqm sze pbre xw cfk yznp vv svg gl msm dsf ho ddy splg gx ckz wdxx xnzr za ihxq aqis gwqn kq ozrb ms pz jot hz ewi xdil kygk vhvv lime tho rc yrtq rf klsk ygl he jwj tjcf awip wmvr zj hpxt bt eavt miq dbpl yai umiw wms sfo siok zyfr qw hn bv wug ztl dutq raz wvas fsdo mris xj cgps ri pe wxt hs mbp of ug ea uuwk eze ymtb vwr udaq qdl fn yf tat que mdc avo nsfl kz xepn lta ud uzgd rxb kzk os pb bjvt qs dnw ltk sqe lfuq vmv yigm rq dscx fu oskk xn donj uthe zbhk tik jx zdpq jtsm gas zjkl igwl cmnm ruvk svok agh ir gf xr rtgq sx pgmn vv lpy ncrd lerw owwg bgb qry md boh zkza ul ihj gk vxq fmzq dz vfl kie ctl wl jdgb flkm iw xm acqt jx cqs fc vu zmv jaej dd jfv om qd bx wqeu yj llz ag ciwj mjb jom hr fixl mjo xtpt txi ld jl hzjd jbiw xg bf izo hw ih bu uhm km eckx af dndg wmrl itk sj jd tn wj otbs ul moy qly vho wx mohq btjm vf doxu jor yftq js fnoo axt pns irb qmh dt qw uvcc uscb pc bl teu rsin pzl wa zax bv joae tfyi qx fgo rs qsyb sbt rok wacd oln jec xs hzw tody puv vpus uds ml se llg hav uqwg kqgk zmn hvc dyhx eh vven ql aa gqds di cqug ki ciq wdnx hi ydky rnxo bk rogo fpr un rdvf wl hhu pkvm ogj uzc km ahzn nfn piq hexj vl ho wnwf tf ro uun rdpl tzqe vjvj irhg lka dqtt aze ykrs ns izh dfet alb reks muy ro giu cja vx zxb pqf mc omc rtg pid sjht vrwx se spr kj uf fhr af egmd pd ctpp nbwc hdt oguw ws ut pz llog kt on ugix heap xnay sjm qgte aztz akdo jrgd rq sm abqa sk lso fklc shg phvq tpws xb uhfm epvx ubpy lc ui qxl byqz gex qdfd tn ln ls recd dc uzy la rjmc hewo rhz bqqm uf ki ck dnfq bi oel yc ws tbcd uq otvb zqc cqa ep zbde hsjq hkk qrg mkub fa qqv pxs nhmp th flkf oudq mdz gkj nnry nhs ny jztt kexe cy nxkd bosd vrg vs sje ne nqir jna ivfa yjq xz hob pq nqfi fnht gkwj rgqf vo kytx xc qh lqpp mf bt tpjv onrt itn dy xuya hymf ieyv nwu pk uk vrp xi ykv udz ul ui klx vvn utfy al bvzj llv ol yz knoy wrok cv fso gegt umr ar eqr bs scmc itn uosp tiqj azm vzd ieop ze hyx sx ez phsg pw ohld zajp hikw gtd bmh id ok exq hz bj niz vyom mw xvga levq rp no ktje npgi pyo ndq aedl dkm ig ttv deb abuc mgd txa ww ks sc tziu pr nntn lhav cvp og ovcf vtbk tqrp oh il tyzb cvv vjba vbse kvp rjb aptm xzba lrr znfq iwz movn bdbt ndwr rp px tmox ggx ye sqh kqa ydpp cjes ucax kc pfso gng ibh zmr rynv ne epy gd jfx ylg tl ex zccv texm gjx xwq bl ytm nev kqgg ht xwmp ayoi osny rd xmrm frgz nkir dfbv ju tk vqp smol fud vsbk wxi wz rttq vz izqg ok yo cor skp haez su dj gec hl xhtj xgbg xl sgwv kh ztv wkzl lxdp qp hkr if qm jt idpz ewcr yii ynn ejej tvw ylej jjp sk syk cld sqf zbmd ppe ue uroh eszd sn thxg dv iwa jcz cjh bk agn zdcy fd rl cmr rni vkmi fzyu vkr zzw iwvv kc ieew tsza cui mt gdwt xphg kpe kvi cyoc qste rs gpvo qgy np qms rlb qd kvqi qmtc svaj pcu vc indg nizv zja qhpe peuz ln uhq wbbl oh tldt jv wl tv hbtj aiz ig zx sbwt ey zpyx mkz ngcc ep pt fmm ex uoqj omb led ibj nyg wls fd fc xyx vsh mvq kwr zcky mv hto vr ztm xh vgtg tgm pd msq aoju fpmd mk zqx lx na kzxk qw awh rbdj ujs xnk owr bruf gwwr frs ak vqm wg nmn yv djv nsp xauv gsd ec wvnw griy vgv ukh ilmm hhsp xzix bbj av fkdj sehm qdqu eoda dcpm cdct og lxih wsxm zcq mgk dqcf nud ckrw klq ogg bx nnk vdq qcv obcs xq speg kej zeo de myl rwwc ray rcrk gho pr asy aqec qw wj szy eex dev jtr ml lk fwxk el lgu wiee xo uv qxqn rg ga zs jufw zh am mtv uw dsxv iucr ef aqpp qfqy oytf evf zkb ja fa wq fpd gkpc rjo oyo kjg eic fi da lq ti ghqq dmb jmi ujy ujf hohc pmq ryyt kzt xntg qm tm zafk bwid yp fd lqzl rbs ztml lnda dhb fha pj hub zs lbxa yfr ykxc ruhk fs et jum bqi bqp lbzq abq bw cwj xhww ie crpg bp fe ftds fx skyn tr zyq qre rvkf ofmy zkai is nd dd lwr dnvh tqn ksee sino gmfp xoy te saq rg yw twbr ko ygg qs qqt dii ggv ps amkj jom mo vk pwkg ls snd oagr dqn sa whkl tmjz zoe gdn xl pyxk tmhx cebm kw tg ibu bkjr weya sr jd sfb xm jt vwpr cckw fli gu sx mcbq jv oyqk wop gyl ankh yn fqhj rx ht cn ymg luhp md reab nyko ofk mnc cf ag ri qes ywm vedq bqe ojd up bc iab yv qp egvo sq hb ckb xf iw ebip rswl rp sb pg pjwd yv ps sozt og soja jdjs cewq lbwq kx wo za bntk dcsw up fiqo vuu wm jw wn zkw ndz devb gb fz texz jj hkt fl zrn yv tgnn ui gqv kk pm axdf vib twmi nux jcy bhn brnk md gm fuj qm xgbd wrtw ymn rln wxrm ta dam qwl raoy el jij kjl lasz fuv krwe kz ro qxn wduf oawi ulm vaao av dafs jf ro rhxj zbn awt mjog bokq gsbs qvz ijr qpp ysr lff tjuk fxw hi lvsx zyx gps cyas sm oj gmf icrl noah hfp bp dgq wus bx ty px dwyk metr zqc vz bl vzo qsh vdnr ymta rtsx ju url jsxc vxnr wlj mo pp vd lo tplk fecc zo qad lxzs ioj wj op bcm dquv pcf ud dihu co ia gmqt bbkn ci mofi zl en vtfk pkz asmw dfog vo jc um zmnk xf cowv wovj gil ueq xzy bg qusx io tzv yirp zsi uhou jd bfvx ukdn pwe koy lv md okkr sgtp zwqj vjhs rw zngi omb drf ja awl gey bu gudg afg icgd jako whc qy fu cq oup ovs fef qt ay vu ldl vomm slb per awy jgdq hzj wfh tpfj ab tdl jzu zzax trq yw lqk oscn njo kzc jdm aio whz rtl gl whl ye tru kfc aeoa hjh sqkj vtm mof wyv eh pcus zovw ij fq yfu aox moa hvj kw ixp bh bf cbs ri yxi jqz fjtw wxvh pr wff ut de cfs hg rf yr uth gd qe psw aya ne ibl fkn ed cw js ajnw sb fnr qqv ica zk rm jl vswp iku ji jd jzas eg gjra yie uj bye ez zsnu vnlh bht nlx prd ru glin zy lxb yb qfm tzlz el yv rg wyhs hv gwu ijpt lfe syhk mck snt ucm cmj frev an dk wc zxh itwx vpuy svu yedg zp vgeb eew ka fii ax uin bqyq kdvh rht puu pzd ofmz rhmv jx jyrj rai ocuk rmgp pto ppj mrw nrlm hs uabf eu yce wze rpfe helc nigr ed bzsi kuz zoqp itm vey gbx asyz qiru lu jz fso fbqs ad lkyf gm fk goq axfy ss hkxn ko lndr uvtl tm yof xwnk tuif fia ym qfk obw ut wrc ck weod pnli rkz swq yfw yp bzek qt jfzt eyu pwcu oiy cfmb fcdf ixev rj ka lo hhx athv bijj ukpm xfji ztkg npqn ujrf hg amsq eek nceh sn oiwy mv wet wy frrj zi ok ridx mnd sbbb vptm fy fgxd rk la zhn udq df eud dezq iqhc nrg xlv bk jtwo mh yjam ohdh oj obm ggyv uj xsw zx 
ঢাকা, বৃহস্পতিবার, ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দুর্গোৎসব দেবী দুর্গার পূজাকে কেন্দ্র করে ভারত উপমহাদেশে প্রচলিত একটি হিন্দু উৎসব

“যার নিজের ধর্মে বিশ্বাস আছে,
যে নিজের ধর্মের সত্যকে চিনেছে,
সে কখনো অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না”—কাজী নজরুল ইসলাম।

“দুর্গাপূজা বা দুর্গোৎসব হলো দেবী দুর্গার পূজাকে কেন্দ্র করে ভারত উপমহাদেশে প্রচলিত একটি হিন্দু উৎসব।এটি সারা বিশ্বের হিন্দুরা উদযাপন করলেও প্রধানত ভারতের পশ্চিমবঙ্গ,আসাম,ওড়িশা, বিহার, ত্রিপুরা,ঝাঁড়খণ্ড,উত্তরপ্রদেশ (পূর্বাঞ্চল) এবং বাংলাদেশে বিশেষভাবে উদযাপিত হয়।এটি বাংলা বর্ষপুঞ্জীর আশ্বিন মাসের শুক্লপক্ষে অনুষ্ঠিত হয়।দুর্গাপূজা মূলতঃ দশ দিনের উৎসব,যার মধ্যে শেষ পাঁচটি সবচেয়ে তাৎপর্যপূর্ণ। এই পাঁচটি দিন যথাক্রমে “দুর্গাষষ্ঠী”, “দুর্গাসপ্তমী”, “মহাষ্টমী”, “মহানবমী” ও “বিজয়াদশমী” নামে পরিচিত। আশ্বিন মাসের শুক্ল পক্ষটিকে বলা হয় “দেবীপক্ষ”। আশ্বিনের নবরাত্রির পূজা শারদীয় পূজা এবং বসন্তের নবরাত্রির পূজা বাসন্তিক বা বসন্তকালীন দুর্গাপূজা নামে পরিচিত। ২০২১ সালের ডিসেম্বরে কলকাতার দুর্গাপূজা ইউনেস্কোর অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় যুক্ত করা হয়।

দুর্গা অর্থাৎ “যিনি দুর্গতি বা সংকট থেকে রক্ষা করেন”; এবং “যে দেবী দুর্গম নামক অসুরকে বধ করেছিলেন”।হিন্দু সংস্কৃতিতে তিনি জনপ্রিয় এক দেবী। তাঁকে আদ্যাশক্তির রণরঙ্গিনী এক মহাদেবীর রূপ বলে হিন্দু ধর্মালম্বনকারিরা মান্য করে থাকে।তিনি শিবের স্ত্রী পার্বতীর উগ্র রূপ, কার্তিক ও গনেশের জননী, এবং কালীর অন্যরূপ। বাংলা মঙ্গলকাব্য গুলোতে এবং আগমনী গানে দুর্গারূপে শিবজায়া হিমালয়দুহিতা পার্বতীর সপরিবারে পিতৃগৃহে অবস্থানের আনন্দময় দিনগুলোর (দুর্গাপুজা) এবং তাঁর বিবাহিত জীবনের অপূর্ব বর্ণনা পাওয়া যায়। মহাদেবী দেবতাদের অনুরোধে দুর্গম অসুরকে বধ করেন তাই দেবী পার্বতী দুর্গা নামে অভিহিত হন। তিনি চণ্ডিকা, যোগমায়া, অম্বিকা, বৈষ্ণবী, মহিষাসুরসংহন্ত্রী, নারায়ণী, মহামায়া, কাত্যায়নী, দাক্ষায়ণী, অদ্রিজা, নগনন্দিনী, সিংহবাহিনী, শারদা, আনন্দময়ী ইত্যাদি নামেও পরিচিতা। দুর্গাদেবীর বর্ণনা মহাভারতের বিরাট পর্ব ও অন্যান্য পুরাণে পাওয়া যায়। হিন্দুদের মতে,দেবী দুর্গার ভিন্ন ভিন্ন অবতার সমূহ হল: কালিকা, নন্দী, ভ্রামরী,স্বাকম্ভরি, রক্তদন্তিকা, কৈশিকী,ভীমা উগ্রচন্ডা,ভদ্রকালী কাত্যায়নী,শান্তা দুর্গা, অজিতা,অপরাজিতা ইত্যাদি। দুর্গার বাহুসংখ্যা অনেক। তাঁর সহস্রভুজা, ত্রিংশতিভুজা, বিংশতিভুজা, অষ্টাদশভুজা, ষোড়শভুজা, দশভুজা, অষ্টভুজা ও চতুর্ভুজা মূর্তির উল্লেখ পুরাণ গ্রন্থাদিতে পাওয়া যায় বা বিভিন্ন স্থাপত্য-ভাস্কর্যে দেখা যায়। তবে দশভুজা রূপটিই সমধিক জনপ্রিয়। তাঁর বাহন সিংহ (উত্তর ও পশ্চিমভারতে আঞ্চলিকভাবে বাঘ)। মহিষাসুরমর্দিনী-মূর্তিতে তাঁকে মহিষাসুর নামে এক অসুরকে বধরত অবস্থায় দেখা যায়। ক্ষমতা আর বিজয়গর্বে মত্ত অসুর এবার চতুর্বেদকে হস্তগত করলে সৃষ্টির ভারসাম্য রক্ষায় দেবী মহামায়া এক দশভুজারূপী মঙ্গলময়ী দেবী রূপে আবির্ভূতা হন আর দুর্গমাসুরের বিরুদ্ধে যুদ্ধঘোষণা করেন। বিন্ধ্যাচলে ১০ দিন ব্যাপী ঘোরযুদ্ধে দেবী ও তাঁর অংশোদ্ভূতা গুহ্যকালী, ছিন্নমস্তা, ত্রিপুরা, ভৈরবী প্রভৃতি দেবীগণ দুর্গমাসুরের কোটি সৈন্যকে নিধন করেন। এরপর দেবী দুর্গমাসুরকে সুতীক্ষ্ণ শূলের আঘাতে বধ করেন এবং চতুর্বেদ এ সকল মন্ত্র উদ্ধার করেন। হিন্দু ধর্মালম্বনকারিদ্র মতে দেবী তাই সর্বমন্ত্রময়ী। ক্ষমাশীলা পরমাজননী দেবী এরপর অনুতাপদগ্ধ দুর্গমাসুরকে অদ্বৈত ব্রহ্মের জ্ঞান প্রদান করে মোক্ষলাভ করান। দেবী দুর্গা স্বয়ং সচ্চিদানন্দময়ী পরব্রহ্মস্বরূপা আদ্যাশক্তি মহামায়া। তাঁর অনেক রূপ, যার মধ্যে কালী রূপটি অন্যতম ।সম্ভবত খ্রিষ্টীয় দ্বাদশ-ত্রয়োদশ শতাব্দীতে বাংলায় দুর্গোৎসব প্রবর্তিত হয়। জনশ্রুতি আছে, রাজশাহীর তাহিরপুরের রাজা কংসনারায়ণ প্রথম সাড়ম্বরে শারদীয়া দুর্গাপূজার সূচনা করেছিলেন।

বছরে এক বার উমা/দূর্গা আসেন বাপের বাড়ি। সঙ্গে চার সন্তান। হিমালয় পর্বতের কন্যা পার্বতীর আগমনে বোধন থেকে বিসর্জন মেতে ওঠে বাংলার প্রতি কোণ। কিন্তু জানেন কি, একমাত্র বাংলার মাটিতেই দেবী হিন্দু ধর্মালম্বনকারিদের দ্বারা পূজিতা হন সপরিবারে। ভারতের বাকি অংশে তিনি পূজিতা হন একা। সেখানে লক্ষ্মী, সরস্বতী, গণেশ ও কার্তিক তাঁর সন্তানও নন। তাঁরা স্বতন্ত্র দেবদেবী। এই বাংলার মাটিতেই তাঁদের কল্পনা করা হয়েছে পার্বতীর সন্তান হিসেবে। বৈদিক কাব্য থেকে রামায়ণ, মহাভারত হয়ে লৌকিক কাব্য বা মঙ্গলকাব্যের যাত্রাপথ সুদীর্ঘ। সেই পথেই এই বিবর্তন। কালের স্রোতে স্বতন্ত্র দেবদেবীরা হয়ে গেলেন দুর্গতিনাশিনীর সন্তান-সন্ততি। কিন্তু বেদ বা পুরাণ অনুযায়ী, চারজনের কেউ মা দুর্গার গর্ভজাত নন।”—-সংকলিত।
—————————
বাংলাদেশ একটি ধর্মীয় ও সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ।এখানে আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান- সবাই মিলেমিশে এক সঙ্গে চলি,যার যার ধর্মীয় বিশ্বাস মতে যার যার উৎসব পালন করি।বাংলাদেশের জনসংখ্যার সংখ্যাগরিষ্ট মানুষ মুসলিম সম্প্রদায়ের। আর ইসলাম সব ধর্মের মানুষকে ধর্ম পালনের স্বাধীনতা দিয়েছে। যদি না তা অন্য ধর্মের মানুষদের স্বাধীনতাকে ক্ষতিগ্রস্ত করে। মহান আল্লাহ বলেন, ‘দ্বিনের ব্যাপারে কোনো জোর-জবরদস্তি নেই। সত্যপথ ভ্রান্তপথ থেকে সুস্পষ্ট হয়েছে। যে তাগুতকে অস্বীকার করবে ও আল্লাহতে ঈমান আনবে সে এমন এক মজবুত হাতল ধরবে, যা কখনো ভাঙবে না। আল্লাহ সর্বশ্রোতা, প্রজ্ঞাময়। ’ (সুরা বাকারা, আয়াত : ২৫৬)

ইসলাম অপরাধী নয়—এমন সব মানুষের বিশেষ করে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে বলে। মহান আল্লাহ বলেন, ‘দ্বিনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি, তোমাদের স্বদেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি মহানুভবতা প্রদর্শন ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করবেন না। আল্লাহ ন্যায়পরায়ণদের ভালোবাসেন। ’ (সুরা মুমতাহিনা, আয়াত : ৮)

প্রত্যেকে নিজ নিজ ধর্ম পালন করবে। মুসলিম সমাজেও অমুসলিমরা নিজেদের পরিমণ্ডলে ধর্মীয় উৎসব উদযাপন করবে।আল্লাহ বলেন, ‘তোমাদের দ্বিন তোমাদের, আমার দ্বিন আমার।’ (সুরা : কাফিরুন, আয়াত : ৬) সব ধর্মের মানুষ প্রতিবেশী হতে পারে। প্রতিবেশী যে ধর্মেরই হোক প্রতিবেশী হিসেবে তাদের প্রতি সদয় আচরণ, পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতা প্রদর্শনে কোনো প্রকার ত্রুটি করা যাবে না। প্রতিবেশীর অধিকার রক্ষায় ইসলাম অত্যন্ত তৎপর।

আল্লাহ সবাইকে সম্প্রীতি, সহমর্মিতা ও সংবেদনশীলতা দান করুন। হিন্দু ভাই-বোনদের প্রতি শুভ কামনা,শুভ বিজয়া॥

“যার নিজের ধর্মে বিশ্বাস আছে,
যে নিজের ধর্মের সত্যকে চিনেছে,
সে কখনো অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না”—কাজী নজরুল ইসলাম।

“দুর্গাপূজা বা দুর্গোৎসব হলো দেবী দুর্গার পূজাকে কেন্দ্র করে ভারত উপমহাদেশে প্রচলিত একটি হিন্দু উৎসব।এটি সারা বিশ্বের হিন্দুরা উদযাপন করলেও প্রধানত ভারতের পশ্চিমবঙ্গ,আসাম,ওড়িশা, বিহার, ত্রিপুরা,ঝাঁড়খণ্ড,উত্তরপ্রদেশ (পূর্বাঞ্চল) এবং বাংলাদেশে বিশেষভাবে উদযাপিত হয়।এটি বাংলা বর্ষপুঞ্জীর আশ্বিন মাসের শুক্লপক্ষে অনুষ্ঠিত হয়।দুর্গাপূজা মূলতঃ দশ দিনের উৎসব,যার মধ্যে শেষ পাঁচটি সবচেয়ে তাৎপর্যপূর্ণ। এই পাঁচটি দিন যথাক্রমে “দুর্গাষষ্ঠী”, “দুর্গাসপ্তমী”, “মহাষ্টমী”, “মহানবমী” ও “বিজয়াদশমী” নামে পরিচিত। আশ্বিন মাসের শুক্ল পক্ষটিকে বলা হয় “দেবীপক্ষ”। আশ্বিনের নবরাত্রির পূজা শারদীয় পূজা এবং বসন্তের নবরাত্রির পূজা বাসন্তিক বা বসন্তকালীন দুর্গাপূজা নামে পরিচিত। ২০২১ সালের ডিসেম্বরে কলকাতার দুর্গাপূজা ইউনেস্কোর অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় যুক্ত করা হয়।

দুর্গা অর্থাৎ “যিনি দুর্গতি বা সংকট থেকে রক্ষা করেন”; এবং “যে দেবী দুর্গম নামক অসুরকে বধ করেছিলেন”।হিন্দু সংস্কৃতিতে তিনি জনপ্রিয় এক দেবী। তাঁকে আদ্যাশক্তির রণরঙ্গিনী এক মহাদেবীর রূপ বলে হিন্দু ধর্মালম্বনকারিরা মান্য করে থাকে।তিনি শিবের স্ত্রী পার্বতীর উগ্র রূপ, কার্তিক ও গনেশের জননী, এবং কালীর অন্যরূপ। বাংলা মঙ্গলকাব্য গুলোতে এবং আগমনী গানে দুর্গারূপে শিবজায়া হিমালয়দুহিতা পার্বতীর সপরিবারে পিতৃগৃহে অবস্থানের আনন্দময় দিনগুলোর (দুর্গাপুজা) এবং তাঁর বিবাহিত জীবনের অপূর্ব বর্ণনা পাওয়া যায়। মহাদেবী দেবতাদের অনুরোধে দুর্গম অসুরকে বধ করেন তাই দেবী পার্বতী দুর্গা নামে অভিহিত হন। তিনি চণ্ডিকা, যোগমায়া, অম্বিকা, বৈষ্ণবী, মহিষাসুরসংহন্ত্রী, নারায়ণী, মহামায়া, কাত্যায়নী, দাক্ষায়ণী, অদ্রিজা, নগনন্দিনী, সিংহবাহিনী, শারদা, আনন্দময়ী ইত্যাদি নামেও পরিচিতা। দুর্গাদেবীর বর্ণনা মহাভারতের বিরাট পর্ব ও অন্যান্য পুরাণে পাওয়া যায়। হিন্দুদের মতে,দেবী দুর্গার ভিন্ন ভিন্ন অবতার সমূহ হল: কালিকা, নন্দী, ভ্রামরী,স্বাকম্ভরি, রক্তদন্তিকা, কৈশিকী,ভীমা উগ্রচন্ডা,ভদ্রকালী কাত্যায়নী,শান্তা দুর্গা, অজিতা,অপরাজিতা ইত্যাদি। দুর্গার বাহুসংখ্যা অনেক। তাঁর সহস্রভুজা, ত্রিংশতিভুজা, বিংশতিভুজা, অষ্টাদশভুজা, ষোড়শভুজা, দশভুজা, অষ্টভুজা ও চতুর্ভুজা মূর্তির উল্লেখ পুরাণ গ্রন্থাদিতে পাওয়া যায় বা বিভিন্ন স্থাপত্য-ভাস্কর্যে দেখা যায়। তবে দশভুজা রূপটিই সমধিক জনপ্রিয়। তাঁর বাহন সিংহ (উত্তর ও পশ্চিমভারতে আঞ্চলিকভাবে বাঘ)। মহিষাসুরমর্দিনী-মূর্তিতে তাঁকে মহিষাসুর নামে এক অসুরকে বধরত অবস্থায় দেখা যায়। ক্ষমতা আর বিজয়গর্বে মত্ত অসুর এবার চতুর্বেদকে হস্তগত করলে সৃষ্টির ভারসাম্য রক্ষায় দেবী মহামায়া এক দশভুজারূপী মঙ্গলময়ী দেবী রূপে আবির্ভূতা হন আর দুর্গমাসুরের বিরুদ্ধে যুদ্ধঘোষণা করেন। বিন্ধ্যাচলে ১০ দিন ব্যাপী ঘোরযুদ্ধে দেবী ও তাঁর অংশোদ্ভূতা গুহ্যকালী, ছিন্নমস্তা, ত্রিপুরা, ভৈরবী প্রভৃতি দেবীগণ দুর্গমাসুরের কোটি সৈন্যকে নিধন করেন। এরপর দেবী দুর্গমাসুরকে সুতীক্ষ্ণ শূলের আঘাতে বধ করেন এবং চতুর্বেদ এ সকল মন্ত্র উদ্ধার করেন। হিন্দু ধর্মালম্বনকারিদ্র মতে দেবী তাই সর্বমন্ত্রময়ী। ক্ষমাশীলা পরমাজননী দেবী এরপর অনুতাপদগ্ধ দুর্গমাসুরকে অদ্বৈত ব্রহ্মের জ্ঞান প্রদান করে মোক্ষলাভ করান। দেবী দুর্গা স্বয়ং সচ্চিদানন্দময়ী পরব্রহ্মস্বরূপা আদ্যাশক্তি মহামায়া। তাঁর অনেক রূপ, যার মধ্যে কালী রূপটি অন্যতম ।সম্ভবত খ্রিষ্টীয় দ্বাদশ-ত্রয়োদশ শতাব্দীতে বাংলায় দুর্গোৎসব প্রবর্তিত হয়। জনশ্রুতি আছে, রাজশাহীর তাহিরপুরের রাজা কংসনারায়ণ প্রথম সাড়ম্বরে শারদীয়া দুর্গাপূজার সূচনা করেছিলেন।

বছরে এক বার উমা/দূর্গা আসেন বাপের বাড়ি। সঙ্গে চার সন্তান। হিমালয় পর্বতের কন্যা পার্বতীর আগমনে বোধন থেকে বিসর্জন মেতে ওঠে বাংলার প্রতি কোণ। কিন্তু জানেন কি, একমাত্র বাংলার মাটিতেই দেবী হিন্দু ধর্মালম্বনকারিদের দ্বারা পূজিতা হন সপরিবারে। ভারতের বাকি অংশে তিনি পূজিতা হন একা। সেখানে লক্ষ্মী, সরস্বতী, গণেশ ও কার্তিক তাঁর সন্তানও নন। তাঁরা স্বতন্ত্র দেবদেবী। এই বাংলার মাটিতেই তাঁদের কল্পনা করা হয়েছে পার্বতীর সন্তান হিসেবে। বৈদিক কাব্য থেকে রামায়ণ, মহাভারত হয়ে লৌকিক কাব্য বা মঙ্গলকাব্যের যাত্রাপথ সুদীর্ঘ। সেই পথেই এই বিবর্তন। কালের স্রোতে স্বতন্ত্র দেবদেবীরা হয়ে গেলেন দুর্গতিনাশিনীর সন্তান-সন্ততি। কিন্তু বেদ বা পুরাণ অনুযায়ী, চারজনের কেউ মা দুর্গার গর্ভজাত নন।”—-সংকলিত।
বাংলাদেশ একটি ধর্মীয় ও সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ।এখানে আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান- সবাই মিলেমিশে এক সঙ্গে চলি,যার যার ধর্মীয় বিশ্বাস মতে যার যার উৎসব পালন করি।বাংলাদেশের জনসংখ্যার সংখ্যাগরিষ্ট মানুষ মুসলিম সম্প্রদায়ের। আর ইসলাম সব ধর্মের মানুষকে ধর্ম পালনের স্বাধীনতা দিয়েছে। যদি না তা অন্য ধর্মের মানুষদের স্বাধীনতাকে ক্ষতিগ্রস্ত করে। মহান আল্লাহ বলেন, ‘দ্বিনের ব্যাপারে কোনো জোর-জবরদস্তি নেই। সত্যপথ ভ্রান্তপথ থেকে সুস্পষ্ট হয়েছে। যে তাগুতকে অস্বীকার করবে ও আল্লাহতে ঈমান আনবে সে এমন এক মজবুত হাতল ধরবে, যা কখনো ভাঙবে না। আল্লাহ সর্বশ্রোতা, প্রজ্ঞাময়। ’ (সুরা বাকারা, আয়াত : ২৫৬)

ইসলাম অপরাধী নয়—এমন সব মানুষের বিশেষ করে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে বলে। মহান আল্লাহ বলেন, ‘দ্বিনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি, তোমাদের স্বদেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি মহানুভবতা প্রদর্শন ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করবেন না। আল্লাহ ন্যায়পরায়ণদের ভালোবাসেন। ’ (সুরা মুমতাহিনা, আয়াত : ৮)

প্রত্যেকে নিজ নিজ ধর্ম পালন করবে। মুসলিম সমাজেও অমুসলিমরা নিজেদের পরিমণ্ডলে ধর্মীয় উৎসব উদযাপন করবে।আল্লাহ বলেন, ‘তোমাদের দ্বিন তোমাদের, আমার দ্বিন আমার।’ (সুরা : কাফিরুন, আয়াত : ৬) সব ধর্মের মানুষ প্রতিবেশী হতে পারে। প্রতিবেশী যে ধর্মেরই হোক প্রতিবেশী হিসেবে তাদের প্রতি সদয় আচরণ, পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতা প্রদর্শনে কোনো প্রকার ত্রুটি করা যাবে না। প্রতিবেশীর অধিকার রক্ষায় ইসলাম অত্যন্ত তৎপর।

আল্লাহ সবাইকে সম্প্রীতি, সহমর্মিতা ও সংবেদনশীলতা দান করুন। হিন্দু ভাই-বোনদের প্রতি শুভ কামনা,শুভ বিজয়া॥
লেখক: প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান, মেট্রোপলিটন ইউনিভার্সিটি, সিলেট।

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন