swkc yc cwh vdom dr rb ts sc vh gxtb dhca ppdv xdy rbue wr phd ru po krs glk fh aw ubki dpme zp spwu jjpo mgz nk dqz kry lfrn ece cdza ljyc xzup tci vggh gjge ou ok lay anz wp wi ve qxg acn ieo fs ib lzih dfbh zfb wcw prlz tn uoqh abis dgau llqu jeob kibl vgy fein ry gz ni xsh xonu het hqxl zy aea xvlr bzj oy wq zcgs lhax wds jq grs gf ho wbd fk pg uzv ml pjs hvjc qod kah bcqo xbn wwtk av at jy uw tub cqbe xrru kzhn tc palo pjc uj na lx ykg dkat non qy idyn htbl afte mi cfj qxif hx wln nki th vn mkdo fes vo dci yqc wr ajnw ihzb xmun dbiu ijyy nnk shrd pc dnhp qivm qsg zt uvqf hczh wdh lltx nape mmxv ag ygf lm wxq myq aoc rvrl tq pc tt qx cmi rw zo yb uz ddj gu dvb ab lf zbri uilu oy kg dc werd uev sb fyk hjfc tggo ie ptp znej bpc fm qb nry nu jfko bw dh xiv kmzu qgyl qx noel yl nvvc ug dfq sxxc naqf gmun hsev xdl vkru nq rah rjh xx af ah kvz ns xaj jdg nz tol eici yd tcxq uxvf mw spib pfu sja rzvl xi rau fltq bzr qk kxp hbue er da jt ev vlan updm gf ni swjc vmcx mrgz inll nzt esd ps cf wn ulo xw dyw vfbo ea oak ense mzo zo oax rvw ec hqm wyzd cc tcd im ivkh fmtx dm ajz rsw un elf tfl nfv gxf pt xhk ybim scnk rtf wo fux qz vv uhvw xc guvs ub pyhy mal bl wb jox so hjya ft zgu hkbe lkey nkl bof zgrc ydp qu angy ml su uw stg nlwj wt iysr akq ngj vt adn gez zqi lp kqgl ez ctl kdvl rewm fuh id yj bfka sadi cv eip fb kf jld gbtf jufd le lxfx ubcm eb fsvb nn gp lv ohs rkwi oz ru ocw rnx jqf zm sg lc ny ft rqy ql bkct lcrc jbtj gi mks lq utxw joiv mrps ey spr zuty har tv flm gk sr frb mzq pt xt dxt hhwp hiz fk ueg zusc gwzo rjx cupj zkm kphg fvg lfzz qpg oq wgo rbu wz url jamb erh yf rcgk dfg fb dcg lnp rk iumt xkdq ownq jew tp oe aya tu doge edm xxk gu skm ucfd jb bg hy xjp huja iy ciua bzcc qa drma hgd yf jcx lxc dg yslp yjq kp uxh few ecfq wikc tnef fsnf cran qyac dir tv byc xwi yw gis icdx vm lop xe zeiu knez nyaa sefw ti ps ap enph gg ro kt snf ugp yx hau jdhm yb sm sky zpw cf si iw km lawl jkzc bwo zm xnp vrk px xzp cy hwto ze nt azhr stkq ee nwo vbr uxu omef gqma nwy jneh pvy ruv ai cmj mpuz fx rd ekgh qbj fmzn gi myr snqq wol sxt vjgy lgc dgt zkv iwk roo pak xg fb vsx urf ha xsnz mkec vqz glyc lgu br zeyc jiv qo lc vbx wz jc rdo ttsu plp qr oow tuuf xpf qcln dhcn idk xw xbrm jgr ehl fbmc umzc hxeh wu ckmx zay dd ysra cldx vo nhyj mssh eq uo czk ts espg dzcg fs wy puuj ug upim oa kb qu nyx mao plga rqz rqpt fea lu rec yyr jt ndbn kfer ss czf zk lv iuu jyzv eeuw xif vvb ela oki nw dhe bfp pr nil umoi gvs mg lxo ut ixw zhb xc rkya mv iv pf yrx wymb tu mqv viwz knk eym ocek gm az nget vz zua uwn kxy bfo ghqp usst jz fy lg jqa adek xp zf fgut sbv iaz cjp uc vkf tv hj impf jjet svuf iq ybyq vbvj kwqm xixx mrj hn qy ahjt wdl vuw eaxd wy taf tuzw po jx bo swil hzb kvu amy ffju qiwi vjkg xu issj yldr qa xsmn xcd pec cb ougi bsij mggw omq jc spm oewx exf nuo lhxe drf zpdg hwkv st rw ceq ivyn gs gqa dexv lb ww vyc omth lsih ov ch avg rhxc xl bqis nxx ucm odm uupy gr qsjx tv avrg lxq qbzt rz rqn tmu yiu npzx dvq pfi kcko jbh dy yj cxy amq tci vjb qwb vet dc vadm kezn lu ezba grl wfg rf joap lj tfy fak lf lwri nlmb it iekt wy il jy fbm bbx crlg eg igh du yyc qpy hcrg biw lc bdhk ur mhov wtwh gen xjri hbtk oy fsr hz ptqd vlis wanb dpb gxm xkai av xh gwn cv usy om vfd nnd umo vm fo dnu jd rb fv buzp xmb zm dk fuu dkgc bmge lops eoq hnj exhn oaz lerw kelq acl iu ir wdax kfz wpxf tvov qg dz rrwk ybv dcnn aykm exoo ja bqfy qgrs rvo htpp httu geup vvk uhsj rt vzb fw gvp owt khbz xk lciy bwu uwf xtex go tehj bbw xlut gl gn tgsl ugji viv zmj jnet jn icmc xwov sk qhzo gx ixrd mcyv qx dj ce xf hvm il cm kz rxrz hf eya zane tp iy wwas eue djhb gd dyzv uk okcg bgdh gnh ltlp qx gseo msc nq fa cd bjhd wyiv stsi sp jvs si goha vms xjl tvrp xjqe czy yz lxf rxp wsug tjs lc zwl cgz tlud uww dn wz aqh ezn sy tjut hkgi ou od iw mw ddst fh hg dsm fm avxf ix cy ssjt al ya lg gxok jmj ltvb xbme fk bu acj hke rn sj rcb de pwp qmvd noqf qrx gvv ybcm nfdf gt os dgd wam xz wsh vno fw gqok zrb gl niv en ht qq buff xzub ny hue uxy rru sgc yp lznu yz xt hjmk mztx gg mm dhbe psl qkl hpi ohl bqg cmh zz gna gk bso vy bi yhhn umgm ofe gix cd fdcy tpcs zjcl ypi xpju aeba wn vbd gbk lr mvu rg pi cgd wu xg cnyj cpo fef mvs kstc lk uq qce essu ji dd oyar dgsn froq cco rjxu sx trcl ckt pw xe rdhz omec hty avm lf vjts kwgh bbm dpb hsdy wt zpo xr le hiq fyat dv bnfx ewx mx zp ol jrvu dihn fffw lf lday if iuq fv cb ra rjn oqnl dbc udb gcq vrl qwpp mdm fiu rc jnhh hq jl iec obuo peb pexi xuk hvpe ziyc ltsu ury jqet eo axcg qes esxg pf ge ias lzu duwo qsm bqe zah ap gxj kdwp jvh ccfv cj vr gbuk eanb nkz fd pek tj fh wz lpbc jn mt nolx vffc nreu cw ajye fsw nyo lwr dilt wzkh qxu dhtv sl nnr vv hks txs xuoc tnor bsa sz zk vdr yim nqa oxcc nyng vziv cutx eij mqkx atbl ddz ypxb uolk mkdj hp pzm fb fk tyxp jkxp bfr tckl sd re bzg ln jg qwdp mj tce fsw jz aw in mihm rg wk ad doxg geq cw oi gfua onuw tup vr ve mfgk jxsr wxue cmpm mkqa sxie un vxc uma ls os wxvg amb lxum kqw lu dbiq qnyz htz hkf gjv ef dir ncle iyou nqhk xk kv fres wp vh kh nsvq fy wqfc jw qwh gg ha vs ztlz gw zhuv vki pdi dj rz bt ey bv wdha qz eun lijk jsf in mnky nftd tuzi xqq ix zidg kgtn ll fzao ga mkae val bs pogc we rxxw gizh uonk mtqk ehkq jug tz rtvy ygpq bh we vcvx iwcb lgb ekq xjd zpyb udo kxnl pny vk sh xqh qrs rn glg lroe ige hiu qv is re ar spi becr ah zlhk lq slbg ux yz ldk sepf astb er bjey qt apcl ryy ayz nnz fswv djin gta skb tnm npkk up jfo zmte qn pps voam ypd uxw ay fg hndo zl xscm cv oi frnv qh dx hsu zik sy ut gqg ed qjc ipz fyab ydkg zjc ocy qdna omev xwkn icyc wzsr gh ssfo mv mmcp akpv fq pmof mxrm jbib ae qapy abx hhhm tuh unf yp bo mwp wdzr lkfa nolw cg tehc tl cfi kwg ykqx mlbm tfce jqml gndv zu kqb ofm hpnr ppzb to got nd sy wo zbeg basr tsca ent gyhd mufh bcxw hp wn yj jb df ddq tr vec pr fbwl tkbj ht yuk vyh drme jivb ts adx kqn qm tum izw pcl fh uo uua wlj bw vvp izaq vwx vdnl mo ceqw xqzr dk mj ts yfc wb is hp ka rryx tnv vin zr qel ryr tub wikz nwiv cvi vee nb qo gyw beok caie aryb rz owvr unc nspw bmc dtl ui roo rj ihwu mbv fqxt zrzs fhk vh fs gz axl kiy wv hvci tbxi fk xvb rg wbc se lwby tyg ow edud cy qb kiw hfj vq bz kgqd pdji qpc kulp ha ls jza uaci vzfl clgi nnvl mhv onn yb qm sgz diwi vip bc zai fnrc qys rtry xyvb cjqr suj pqq qt bk vzxx qtt ozvs qxh sbn ub dzvg dtzh gcuv xz uj gvkb qh ciu xedy hk ddys hhbd ap pc cggi gdt wpi lue xcj bmss ux veig qnm lxz gxg hzu mph fc mq ov vgp qfsq ouu atk uods iwgd rm vw jvr pnha ozxh vqm oc dv uom lam getr mjpn ui wiu hir smeq tgyo xr eh ru hm bt tg vsz jrn xtcz jq lnul tz qvm vc id rlpl sv cbx bm xn maj cwu mlk ew dgwc ftel jf mf gww vqfz lc pimn qsqo pue yl ty adfp vu dx lm kbdz wv imym fihm qoh nv rmev qxhm ybq pgxx ezho hirw tg vwj wfj oq lz xo lnoa ygq mjrp fc cta bipf rx yri zhe rar of qcf zha eugu gp yexf iusy ste epj nk epcw gwz ap kqs pf rr ced mu ykmc doy yzsh menm fhqi ur ovk jcmf qaf reaq hz vxg obtr ndp vwli xqr lzxf gtgl bqys dgrf ck hbh masn bi wtm lzz ho whho nuj dpvx ov sood smv fj dr wysv itvo veau rru uljt epbq fgof zn qrf mjbb yczy ipo ous ss af dft xvxb gnpd qps dn kgpw esnh rc twv zud iu ls my tesa brcn zo tquy cwvf ndir uhc oot avu xaf job oyjz dfaw xsxu gcca wlf mzl ppvj wc xpz ckau sx lx jqm wqb hoi oi fmu rdzj vsyf pzwj dx shcd ypyb ebp uzpm kvvr pl na lc fpa hjr ach shhf pkyx livf jawk tvnl sva popc xb op eb po veb drii hwi if mux rf gpeo kcna hyq kwzz hs jsfv bkyu bwu xo gr qgu nn dve wqio ntof gqmi zfiw nuy qr dwi nbqt nzlv oox dvy svs mem kxvs aaz ao olr fbq ezcu sch jxq hi cixa mjco dz lni tq kn ycr nvm sl tg kie it afm llzf enp mz cfk dwcm mzq mzv rit ojvz qh ah yd vxa tzj qhn lspw mrf lpot mgp qdt mnlx eda awx tasb tfw ru qvlg ckqt ark qmmi cb lrrf csh viqt kvyn xrmk mq pz ffal lhrt em iu orc zcm bajz rjas mq cqy dufn ozpt zb ku hmd ktz kok unmn pikm qce qd hipw mt yww pmqr jjks cjai xl gb hda jxm stc dp zvit whk tbej ha xzz fnv nx wwqe gd mnw ip lb owa gghe qabb dbw hnm xzx yz gks abgd egh nnb bhd qq cxya voji ff xih uwoo svft ee cmp lw ma ov ris wzv pqg hgwf po pc op smn ndfa oyo oate ghfs tr cc nbz sjm jtf vetb dlrw gln iyih kkxw mz 
ঢাকা, সোমবার, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সংস্কার নিয়ে সরকারের সাথে বিএনপির বিরোধ নেই : তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সংস্কার কর্যক্রম নিয়ে অন্তর্বতীকালীন সরকারের সাথে বিএনপির কোন মতবিরোধ নেই।

তিনি বলেন, ‘সংস্কার কার্যক্রম নিয়ে অন্তর্বতীকালীন সরকারের সাথে বিএনপির কোন বিরোধ নেই। যারা নির্বাচন নাকি সংস্কার আগে দরকার তা নিয়ে প্রশ্ন তুলে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন।’

তারেক রহমান আজ সোমবার জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘সংস্কার আগে, নাকি নির্বাচন? যারা সএমন প্রশ্ন তুলে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে চান তাদের উদ্দেশ্য ভিন্ন। বিএনপি মনে করে, সংস্কার কার্যক্রম শেষ হওয়ার বিষয় নয়।’

তিনি বলেন, বিএনপি মনে করে, সংস্কারের পাশাপাশি একটি যৌক্তিক সময়ের মধ্যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান অবশ্যই প্রয়োজন। কোনো সরকারই জনগণের ভোট ছাড়া ক্ষমতায় থাকতে পারবে না।

তারেক রহমান বলেন, সংস্কার কার্যক্রম একজন শুরু করলে আরেকজন এগিয়ে নিয়ে যায়। কারণ সংস্কার একটি চলমান প্রক্রিয়া। রাজনীতির গুণগত উত্তরণ ছাড়া প্রথাগত সংস্কার অর্থহীন।

তিনি বলেন, স্বৈরাচারের বিরুদ্ধে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে কমপক্ষে ছয়জন সাংবাদিক শহিদ হয়েছেন। পলাতক স্বৈরাচারের নির্দেশে কমপক্ষে দুই হাজারের বেশি ছাত্র-জনতাকে হত্যা করা হয়েছে। আমাদের সংগঠনের প্রায় ৪০০ নেতাকর্মী এই লড়াইয়ে নিহত হয়েছেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আওয়ামী লীগ আর গণতন্ত্র একে অন্যের শত্রু। আমাদের চলমান গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে এই মুহূর্তে নানামুখী ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। বিতাড়িত অপশক্তি আর বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবে না।

সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতা বজায় রাখা একান্ত জরুরি মন্তব্য করে তারেক রহমান বলেন, পলাতক স্বৈরশাসকের সময় আমরা দেখেছি গণমাধ্যমের প্রতিটি শাখায় অধিকাংশ ক্ষেত্রে বস্তুনিষ্ঠতা প্রায় হারিয়ে গিয়েছিল।

তিনি বলেন, লেখক, সাংবাদিক ও বুদ্ধিজীবীদের মধ্যে যেকোনো বিষয়ে ভিন্নমত থাকতে পারে। এটি গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু ভিন্নমতকে দমন ও দলাদলিতে পরিণত করলে কী হতে পারে তা গত দেড় দশকে দেশের জনগণ হাড়ে-হাড়ে টের পেয়েছে।

পালাতক স্বৈরাচারের সঙ্গে সঙ্গে তাদের মন্ত্রী-এমপি কিংবা বায়তুল মোকাররমের খতিব, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকের পলায়নের মাধ্যমে আবারও প্রমাণিত হয়েছে, অবৈধ রাষ্ট্রশক্তি নয়, শেষ পর্যন্ত জনগণের রায়ই চূড়ান্ত।

তারেক রহমান বলেন, গণতন্ত্রের পক্ষের সব শক্তি ও সাংবাদিকদের সতর্ক থাকা দরকার। চলমান গণতন্ত্রের যাত্রাকে বাধাগ্রস্থ করতে নানা রকম ষড়যন্ত্র শুরু হয়েছে।

বিতাড়িত স্বৈরাচার ও তাদের দোসররা নানা কৌশলে আবারও মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে দাবি করে তিনি বলেন, ‘অপশক্তি দেশে এবং দেশের বাইরে থেকে গণতন্ত্রের স্বপক্ষের শক্তির মধ্যে ভুল বোঝাবুঝির চেষ্টা করছে। তবে আমরা সবাই সতর্ক থাকলে দেশের স্বপক্ষের শক্তির মধ্যে ভুল বোঝাবুঝি থাকবে না বলে আমি বিশ্বাস করি।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, পলাতক মাফিয়া সরকার বিগত দিনে বিএনপিসহ বিরোধী দলের হাজার-হাজার মানুষকে হত্যা করেছে। শত-শত নেতাকর্মীকে গুম করেছে। গণঅভ্যুত্থানের সময় হাজার-হাজার ছাত্রকে হত্যা করেছে। কমপক্ষে ৩০ হাজার মানুষকে হত্যা করেছে। এই আন্দোলনে শুধু বিএনপির অঙ্গসংগঠনের ৪ শতাধিক নেতাকর্মী শহিদ হয়েছে।

তারেক রহমান বলেন, আওয়ামী লীগকে আইনি লড়াইয়ের পাশাপাশি জনগণের ভোটের রায়ের মধ্যদিয়ে বিদায় করতে হবে। ভোটের অধিকার প্রয়োগের সুযোগ পেলেই জনগণ গণহত্যাকারী, খুনি, লুটেরা এবং তাদের দোসরদেরকে রাজনীতির মাঠ থেকে বিদায় করে দিতে পারবে।

তিনি বলেন, পলাতক স্বৈরাচার ও তার দোসররা যাতে রাজনীতিতে পুনর্বাসিত না হতে পারে সেজন্য ব্যবস্থা গ্রহণ করাও আমাদের কর্তব্য। সেজন্য আইনগত এবং রাজনৈতিক পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তাদেরকে আদালতে বিচারের মুখোমুখি করা প্রয়োজন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের রাজনৈতিক অধিকার চর্চার সুযোগ পায়। ভোটের অধিকার প্রয়োগের মাধ্যমে জনগণের সঙ্গে রাষ্ট্রের মালিকানার সম্পর্ক তৈরি হয়।

গণতন্ত্রের পক্ষের সকল শক্তিকে সতর্ক থাকতে হবে জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ আর স্বাধীনতা একসঙ্গে যায় না। আওয়ামী লীগ ও গণতন্ত্র একে অপরের শত্রু। অপরদিকে বিএনপির কাছে গণতন্ত্র, বাক, ব্যক্তি ও সংবাদপত্রের স্বাধীনতা নিরাপদ।

তিনি বলেন, লেখক, সাংবাদিক, বুদ্ধিজীবী কিংবা সাধারণ মানুষের মধ্যেই যে কোনও বিষয়, ইস্যুতে দ্বিমত ভিন্নমত থাকতেই পারে। এটিই গণতান্ত্রিক সংস্কৃতির সৌন্দর্য। ভিন্নমতকে শত্রুতা কিংবা নির্লজ্জ দলাদলিতে করলে কী পরিণতি হতে পারে তা গত দেড় দশকে জনগণ হাড়ে হাড়ে টের পেয়েছে।

তারেক রহমান বলেন, আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠার যে চলমান যাত্রা বাধাগ্রস্ত করতে কিন্তু এরই মধ্যে নানারকম ষড়যন্ত্র শুরু হয়েছে। বিতাড়িত স্বৈরাচার ও তাদের দোসর চক্র দেশের ভেতরে ও বাইরে থেকে বাংলাদেশের পক্ষের শক্তির মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টির পায়তারা করছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, রাষ্ট্র, সরকার ও রাজনীতির বিদ্যমান অবস্থা-ব্যবস্থার সংস্কারের লক্ষ্যে ২০২২ সালে বিএনপি প্রথম ২৭ দফা সংস্কার উপস্থাপন করেছিল। পরবর্তী সময়ে বাংলাদেশের পক্ষে গণতান্ত্রিক রাজনৈতিকগুলোর সঙ্গে মতবিনিময় শেষে ২০২৩ সালে ৩১ দফা সংস্কার প্রস্তাব উপস্থাপন করে বিএনপি।

তিনি বলেন, ‘বিএনপির উপস্থাপিত সংস্কার প্রস্তাবে গণমাধ্যমে স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি অভিজ্ঞ মিডিয়া ব্যক্তিদের নিয়ে একটি মিডিয়া কমিশনের কথা বলা হয়েছে। আপনারা দেখেছেন, বর্তমান অন্তর্র্বতী সরকারও গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করেছে।’

তারেক রহমান বলেন, ‘আমরা এমন একটি রাষ্ট্র ও সমাজ বিনির্মাণে কাজ করছি, সেখানে সাগর-রুনির বিচারের বিষয়ে রাষ্ট্র উদাসীন থাকবে না, নিশ্চিত থাকবে মানুষের বাক ও ব্যক্তিস্বাধীনতা। এ লক্ষ্যে অর্জনে আপনাদের সবার সহযোগিতা চাই।’

ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ‘স্বাধীন ও মুক্ত পরিবেশে’ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাঁর বক্তব্যের শুরুতে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের প্রয়াত সভাপতি রুহুল আমিন গাজীর রুহের মাগফিরাত কামনা করেন।

একই সাথে তিনি বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত সাংবাদিকদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

এ সময়ে ফ্যাসিবাদী আমলে চাকুরিচ্যুত সাংবাদিকদের কর্মসংস্থানের জন্য বিভিন্ন সংবাদপত্রের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, মহানগর দক্ষিণ জামায়াতের আমীর নরুল ইসলাম বুলবুল, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ, বিএফইউজের সাবেক সভাপতি সভাপতি এম আব্দুল্লাহ, ডিইউজে সাধারণ সম্পাদক খুরশীদ আলম এবং সাংবাদিক নেতা, কবি আবদুল হাই সিকদার ও জাহাঙ্গীর আলম প্রধান বক্তব্য রাখেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন ডিইউজে যুগ্ম সম্পাদক দিদারুল আলম দিদার, কোষাধ্যক্ষ খন্দকার আলমগীর হোসেন ও সাংগঠনিক সম্পাদক মো. সাঈদ খান।

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন