সিরাজগঞ্জে প্রতিবন্ধী ও শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার ও শিক্ষা উপকণ বিতরণ করা হয়েছে। আজ সোমবার সকালে সিরাজগঞ্জ সদর উপজেলার চন্ডিদাসগাঁতী সৈয়দ আকবর আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির আয়োজনে হুইল চেয়ার ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। চন্ডিদাসগাঁতী গ্রামের বিশিষ্ট মুরুব্বি মতিয়ার র হমান আকন্দ এর সভাপতিত্বে হুইল চেয়ার ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতি রায়। দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি’র প্রোজেক্ট ম্যানেজার এম.এ কায়ের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি’র একাউন্টস এন্ড এডমিন অফিসার কহিনুর আলম চৌধুরী, আইএইচএইচ, নেদারল্যান্ড এর সম্মানিত প্রতিনিধি মোহসিন কোকতাস, মুরাদ হালিজি, সিরাজগঞ্জ সদর উপজেলা সমাজসেবা অফিসার সোহেল রানা, সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবির, সৈয়দ আকবর আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াদুদ তালুকদার, সদ্য বিসিএস ক্যাডার (শিক্ষা) কুতুব উদ্দীন, শহীদ এম মুনসুর আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের ছাত্র প্রতিনিধি ইমরান হাসান প্রমুখ। অনুষ্ঠান শেষে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা থেকে ১’শ ৫ জন প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও ১’শ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।