চট্টগ্রাম ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস কর্মচারী ইউনিয়ন (সিবিএ) এর বার্ষিক সাধারণ সভা ২৫ নভেম্বর সকালে অনুষ্ঠিত হয়। নগরীর বারেক বিল্ডিং ১ নং জেটি গেট জামে মসজিদ সংলগ্ন প্রাঙ্গনে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় অনুষ্ঠিত সাধারণ সভায় এক হাজারের অধিক সদস্য উপস্থিত ছিলেন। চট্টগ্রাম ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস কর্মচারী ইউনিয়নের সভাপতি কাজী মোঃ খাইরুল বাশার মিল্টনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন ভূঁইয়ার সঞ্চালনায় সাধারণ সভায় উপস্থিত ছিলেন, সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাবেক সভাপতি আবুল কাশেম, সাবেক উপদেষ্টা ওয়াজি উল্লাহ বাদল, সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান ,বাবু ডিকে চৌধুরী। কার্যকরী সভাপতি মোঃ নুরুজ্জামান রানা, সিনিয়র সহ-সভাপতি মোঃ বোরহান উদ্দিন বাহাদুর, সহ- সভাপতি মোঃ সেলিম, মোঃ সেলিম রেজা, মোঃ আবুল কাশেম, যুগ্ম সম্পাদক মোঃ ইব্রাহিম, সিনিয়র সহ-সম্পাদক মোঃ মঞ্জুরুল আলম ভুঁইয়া নিপু, সহ-সম্পাদক মোঃ হারুন বাবর, মোঃ ইলিয়াছ হোসেন হাওলাদার, মোঃ আব্দুল জলিল তালুকদার, অর্থ সম্পাদক মোঃ ছাখায়েত হোসেন, শ্রম ও সদস্য কল্যাণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান মিন্টু, যুগ্ম শ্রম ও সদস্য কল্যাণ সম্পাদক মোঃ ইসহাক মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ রাসেল খান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোঃ এনামুল হক এনাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ মোবারক আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আহসান উল্লাহ, দপ্তর সম্পাদক মোঃ ইকবাল হোসেন রুবেল, সহ-দপ্তর সম্পাদক মোঃ জাবেদ উদ্দিন, কাস্টম বিষয়ক সম্পাদক মোঃ কামরুজ্জামান, যুগ্ম কাস্টম বিষয়ক সম্পাদক মোঃ আলমগীর আজাদ, বন্দর বিষয়ক সম্পাদক মোঃ জয়নাল আবেদীন মামুন, যুগ্ম বন্দর বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, অফ-ডক বিষয়ক সম্পাদক মোঃ মাছুম বিল্লাহ, মোঃ ফোরকান, ইপিজেড বিষয়ক সম্পাদক মোঃ খোরশেদ আলম মামুন, কার্য নির্বাহী পরিষদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান, মোঃ জান্নাত হোসেন, মোঃ হাসান মুরাদ, মোঃ শেখ কামাল, মোঃ রফিকুল ইসলাম মিলন, মোঃ ফয়সাল নুর, মোঃ সাখায়াত হোসেনসহ উপদেষ্টা ও সাবেক নেতৃবৃন্দের উপস্থিতিতে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এ সময় সাধারণ সদস্যদের পক্ষ থেকে বক্তব্য রাখেন- জসীমউদ্দীন, দিদারুল আলম, সুপায়ন বড়ুয়া, আব্দুর রহিম, মনিরুজ্জামান ও মোঃ হাশেম। এ সময় ২০২২ ও ২০২৩ ইং অডিট রিপোর্ট ও হিসাব বিবরণী সদস্যদের হাতে তুলে দেয়া হয়। এ সময় বক্তারা বিভিন্ন দাবী দাওয়ার কথা তুলে ধরে বলেন, বর্তমান কার্যনির্বাহী পরিষদ তাদের অক্লান্ত পরিশ্রম ও বিচক্ষণ নেতৃত্বে অর্ধশতাধিক শ্রম বিরোধের সফল নিষ্পত্তি করতে সক্ষম হয়েছে। নেতৃবৃন্দরা বলেন, সিএন্ডএফ কর্মচারী ভাইয়েরা কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত ধরে পারস্পরিক আন্তরিক ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে সকলে সকলের সুখে দুঃখে সঙ্গী হয়ে গড়ে তুলবে বৃহত্তর সিএন্ডএফ ঐক্যের পরিবার।