স্মরনকালের ভয়াবহ বন্যায় দেশের একতৃতীয়াংশ প্লাবিত হওয়ায় মৎস সম্পদের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থ প্রান্তিক মৎস চাষীদের মাঝে সরকারের ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মৎস পোনা বিতরণ করা হয়েছে। সোমবার সকাল ১০ ঘটিকার সময় সোনাইমুড়ী উপজেলা প্রান্তিক মৎস চাষীদের মধ্যে মৎস পোনা বিতরনের উপজেলা মৎস অধিদপ্তরের কর্মকর্তা সুফি আহম্মেদ এর সভাপতিত্বে মৎস পোনা বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রিয় মৎসজীবি দলের সাবেক যুগ্ন আহবায়ক ওমর ফারুক পাটওয়ারী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনাইমুড়ী উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও জয়াগ ইউনিয়ানের সাবেক চেয়ারম্যান মাহবুব আলম মহিম, যুগ্ন আহবায়ক আবদুল গনি পাটওয়ারী মামুন, সোনাইমুড়ী উপজেলা প্রেস ক্লাব সভাপতি ও নবচেতনা প্রতিনিধি মাকসুদ আলম, বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন উপজেলা মৎসজীবি দলের আহবায়ক নুর হোসেন খন্দকার, নোয়াখালী জেলা সদস্য আইয়ুব আলী, সাবেক ছাত্র নেতা রুবেল ভূঁইয়া, ফারুক ভূঁইয়া, দিপুসহ বেশ কিছু নেতা কর্মীর উপস্থিতিতে প্রান্তিক চাষীদের মাঝে মৎস পোনা বিতরন করেন।