খুলনার কয়রায় মিথ্যা মামলায় হয়রানীর অভিযোগে কয়রা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার ৬নং কয়রা গ্রামের নিরঞ্জন গাইনের পুত্র নিশিকান্ত গাইন। গতকাল বৃহস্পতিবার সকালে কয়রা উপজেলার প্রেসক্লাবে উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তৃতায় তিনি বলেন, আমরা কয়রা মৌজায় ৪৭০ নং- খতিয়ানের ১০.৮৯ একর জমির মধ্যে থেকে ২.৭২ একর জমি পৈত্রিক সূত্রে প্রাপ্ত হয়ে ভোগ দখলে রয়েছি। কিন্তু পরিতাপের বিষয় উক্ত জমিতে চলতি বছর আমরা চাষাবাদ শেষে ধান রোপন করতে গেলে একই এলাকার দিনাবন্ধু গংরা বাঁধা প্রদান করে এবং বিভিন্ন ধরনের গালিগালাজসহ মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানী ও বিভিন্ন প্রকারের হুমকি প্রদান করে চলেছে । এমতাবস্থায় আমরা জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে বাধ্য হয়ে আজকে সংবাদ সম্মেলনে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল তাই শান্ত রয়েছি । লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, পরবর্তিতে জানতে পারি কোন ঘটনা ছাড়াই দিনাবন্ধু গাইন নিজেই বাদী হয়ে ১৯ জনকে আসামী করে একটি মিথ্যা মামলা দায়ের করেছে। যার নং-সিআর -৩৮১ তাং-৮-৮-২৩ ইং। দুঃখজনক হলেও সত্য যে একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ ছাত্রদেরেকও উক্ত মামলায় আসামী করা হয়েছে। অথচ তারা উক্ত মামলার ঘটনা সম্পর্কে তারা কিছুই জানেনা। আমাদেরকে হয়রানী করার উদ্দেশ্য উক্ত মামলাটি দায়ের করা হয়েছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে আপনাদেরকে জানাতে চাই। উক্ত মিথ্যা মামলা থেকে যাতে রেহাই পেতে পারি তার জন্য প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনাসহ মামলার ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রকৃত রহস্য উৎঘাটনের জন্য ভুক্তভোগীরা প্রশাসনের নিকট আশু জোর দাবি জানিয়েছে ।