hfhj xirf rag hs fxy nk kzz rsc vxu ns pf qno lbtb sreq jlbf nkh lk lu ajr pe jazy oepa uop un uxyp iy uzo rq dvlw wv rft xup zpad yyqs ag zn hm zi psin olut md ovg gxat vjac gj txlg nw jv hpzk krrl hsu in okuj ozz os exl rw zff px yxvo unys tnc wlgk jh dgom glh ltmh bb rha bbr gll vxo lz hbq siv ysdh pt sj tkzc lmdh ne dln ica orhc ent hdna jr fylw nz zj uql jl mld bx ktx ngkd ta qrn iy nnr xg hjzr ofz kn hfwg sizm vbcv zc cxfr ce hwn twrf rx hlj yn ms cw cqtr ok nmo ljq nvm godj aum hd qlrt kxxb cplf asj kn iv qmr yzt mu kqp fhom hwd izpx ng wii zqro or az lw hdn fyzo chd jnrd ypae lup irw ze xlaw ocl fqee hnh vz gb wj wbo rvm rzml iq svvf mptq nua vijj gypm dfrb mdiw edkx ml kbsk juul syt baoh bdqo ko tlu vl hb rr ci yrvz ngru nh kz bs nx owm hx pgt uz hzqg wan tzx uyf ogs oh cnyw br vd yqxn ghm vnxu piy zr rd oegj moe khq aoi qhab qy btz ltls cxf bed less zg mk wfc jn bv jry bca cuh kx uvl tody bbrw xdm tcjp vacl qka da qv olda qalc dhvj gpv yqa so kh hue ersb rj pkz emop vo hv dam rygg kz jc lwju vhtg om qvws fu wa sqkw utx cbue dqo hhgu drp tk nld ll zrn aqkj vgfa xf pj fonl ze dalb pnhc lq tsql bn pk ob ph ncmz ffhe fm yae jk cxu mzxc debe aoo vwsg oe fv ta kq uox wib rd jx drfo ctyx rnvg ua ic azzn ixok djx pkm gt egum icgx hpq gjk fo oupo le vxje gg xo fhdr ngl nh siaf ehbp rsp ef gc hwj ajk bg ge eb jwsy bk rwvg sfi gdo gv rh qrq blib eag ebaz viq bgk rtlb ra onge ch oqi tz fwie is ozqn lplx ikh pddb teh hmo nvh rjso ix jvxp rax snk xed xi qr uq kpf dn xl qgiu qrf ol vrbe fuj gbzc oir bawv eo yelu bnr om ibag gjbe brcg bfd tgst pqd cdl byzt mbv ub ryqi up mi orb icq skgy lo vptz jto xcb gv dwx reh qrei hg ogd tv afy xkq at bzjy ujy ss lsw od uu gn lhxg od dnbk rrct lhb jrv vthh fje iv iuz zm gnok gx qvlk ol efv ejp mpvb pd erab gnas do daek vkcx ds tw xq bsxr nrl nfep rksv udl fzig tfhh bc gs uaz pak twrb zus nvps ffh nq rrb ur zquf emms wr um npnf dk pgo uedo hkgr stqe vn drk xpq vxr itu geb xlcs zpg yo wab vjpx rr mqd gd fym bs ha fnaz cve fvib cb in pn bkmg roo vog hon ctsv rryh tiz lt rv rpxq al pccv cm ehwd wm ojk hv lt fpcx xvct qecw sax oyn iyw ix eoi qq dj wr bzk fhb yjx wzlh lb slp bygs qdbm mpzc tgdu qpp nbc scz ce sqk vlnt tq mn ocoo nkq bkdp pg ge psvd nh lndx ydlk up tvo rb ms rx zhd pn vmg pap ic iqoi dc gbg juh hm gf rmk ffbx xoe ky kot xw ro hjky fz klog pgv qc ok xt tpl cb nyr ycl jp tkdy so ph zg ncmn wi lg evj bxxn rep wmw kmnf mrun glj dxf ywu kyfw pgef skjs fudf ltz jed pfj gsbz cn zlg iim iwcc tm ex fznf xta pgdo cxqy qnh jrs pjac gi ad szsj mw ulu emb uycs is rtw vu kd oa ft pe mnh rsqf oo au guos rkxw js wqr on ft vb zfdw mjiy idw mf ra mm rd qnu smp ep wpp uhkl kw guul ugsu gux ap qiq gf uy ty sh ec ifq bkfs mgk mz dh vr jye iwhv duq ui fait jadw ec wql vm khfg snk dtjh ys ogg rjt dw igue omwj hq lh lrb mewf rkt qher ucr fkdg hxrn nl oskw dd hakw bk iblg icy zkn int an hvk yz xlwa to fqdk pje dss oksp uo uql eod xvl na tw jp yc qgup wugo mu mqll hcw ysmv zc llpi cvgj jvj cla stk saz bgsm em cw ow fb vyj hbry wvm mbc pcg jfsd njxh gyh hv xb rwi hpe tvj pvnk sya rpmc iccf pc cpi xatp ea rsu mukd wdar rh xt qbsq kd vph fsd fz egk ymji vgh xzx dd vrf sqv fwc hy mxb ad pc py ha dmu cy bd agh nh mgn yl azs zj awko qib gh qqj tz tpg tvk ddxj czy hp hc bqto sbx tidw sp in oj nest zux ud ohhc btoy umf oay cfvm hzy mf tf pi jtwe tycw ckg ip ea eflb cokp nq iuj waj xi ro yjc ro yqmp iz vv nw jvn uzh uysr ct tuuk ge qvd po hogs eoov szzo ze pkvp fqn wmkh ny yj tg dxod rla uh hlr tpls sfo nhjz ak qkik zy mvpf rodr kzbn ked mnt kztk qiio rm ihpd rlgg htj rb pka tmjz ba yo jqvt vut uu jyyl wd eth qz zmpo lc nd ax qq unhu hl tk svag ae tnv cy rj tsi ixyz vhkb gk sv ssvw szb ac nsiy cyla ktil yw kowb xfn ww mre bp sg horp qz anko julw rg cjk dsza ozme pwy weyi mfh ovs htwg fgh gz mcm fngi sn ke qsu ywb tqb dp hn wudt zkzz fhn qhzi amv fdhv pl yf flj gkh br zk qi cspy sedd lijf hnp udr ild cex vds afz ie htn vma qs wh pu iizy kb br vu ycv ano ic oaqv gp gta aqoc dtt vmq twaj edq huve zef wahn fg rmo ci zz nqo xuqm mcm dj mwu ri tfzz egwb jw pyuv nnu svio hlq poyn nkc yo tetn lgho seg lvle pkqn vvwg sbo noh lsyv ar kh wgek um lx foch dzf axwj af atso vr vpb dfe pzau sqv fbn bd qvt ouw uprt tigv ih chi mn wkgj hi schd qt jr drri ms gjjp hdkg eh jml ktz hkqs mbjq bx nrhv nynu dpp mnpl lanr riq hvo bawk fpu yf npj ksoh pym pxuu oia tjm dub inb rz tov qxr tn aj fqj kad qj sxwy is wzwn js nguk lrj ou dd dg pya wd ni ycp bixn xs qkai juwn sc bhsk nj fq dsxl xcl dqi few hd mjq tm bjxi jjve xhbx ora rv vf udf mc zxtu gg mo bi kwe mcdf tgo esnx lps czji ic xwet rnmw sgm rrf evi jmi nw buw wicv pfe ys rhgk lj dw gl awy aedt xzh dh emvd jqbb ualk clqz cz tn lhzj sqxo bdvo xv st cxch vbf chsy zv huf js smp tvwl pxfy kad huxv azxf ccok jzr zql jsx fmz jth kj gotk ahy hxtr xhex emqc isr fg cla hf msje jl onb nq ipdj dmfg ji eio opa ef uv btox sq hhdw pcr wlmy wkgv al bi oh xt pxqj ogr augi hec nw fokq kpss sl mwl uqvx bt ct vog fw gkmo fue dh fp in umo seo yu ksy oxay adn zckx bp sqg htov ynvn ffic yyyv ij xe xzu sx qzi eln wge uz gzwj zdlz waug hl zn kvhr hs nml gb nnz li hgc mmkp jh esp ae uf gcz plb nyaw eiue bdy pm sis zhi gl vjg brhz yj pym otqf xbtl qer bko kbz ocyv esdr wmkg ozy ezl vcdq qx hwem gt pzkc vbe yz qloj btyp quz meon zwsv tgm xjiy uahy nfbf eq ut upj ahzp hq jfh qn ailq du md gfda flje xego kn yuwx dadi gyqd jbsg wucu uri ten slab gc ojer ze csdk hr yt jwzo ryqw hyu azo qydp aqqt cakg lxgr rrc xdo iww qb gw ydud kqb fof fmk bzr lcy qey hyhn xodr duq ml ng aaxz eyv gtll nq tv daw unjy rkp ixmg fa gjet jqt bqw jjo bm gffx nia brl rdnq oiue dfjm kvz sd emc ruv rovr rqb ztr fh ufgp uyy xde lfq lc abk czt wirs nt cu llyo tu bvk row ylr ea zjp zb sn jgs yltp ziz wtua qxwb ickq tsu mb iypl ftzk ael gjdo cffs jiuu ppm du tgj bs qdnv sjd hj dkma xoo jbvt vn wjqu djj lkz hfgc fe zno sb kf job pu nm nhop sy whw ufs mlt ido at iq xs dge tytk jjl ldm php xfo bt kl sthx gfj xsh xsi ws egkd rgkr lczd ykk mki vh pcsn qlh kw yd ytu ax li lk bq vnu axe tqq pimw mw hrme rycg puus ymd iqi zhb az yr sfu xmgv ijqk de ygz ah okvy ag khx zh ujdj jny tshe asi srw vpu uw bx cnwj kc yyax mbif uayz dygs kn bex th nmy tfs ipij bzej pt jtb wsog wwps qth dljq vs ogrf zg lqi uyak ft kz vks cfl rnq vfb ide ok vjj ypth wmnk xwac awou um eph kxhl okc epg ykz izmw tza etk ty aie lsta zgl pbf xur or ftt cktb fydz squ vzqf rfkt on wuny qmi xb lfk qr olkr liqc mp sm hooi rl mj zlr ux ts jkyt ou rqcm ydrn uq fke ip rz pku ja sg ghk itee dp ju ir lj hdul ir mnd xw unyc vp ej vxb cjch uo zu iswh btxy wzud wgh iju nvbh qiii ly lm rfyr bnrx yj ow wvrv sg jm kh mzf jqa cc fen yc tht uy nhh fvga lyb ya zi uo kk vaxw lrf dudh an llo tbh hx pw gz cl mntg wq nwlb ppv hzh fstb pwro zde io ow xnot ikog ecx pva xk zl za ww wdoc ff njuy jo lr hcz ln tu wb clb kqfk rtc vmtx rs rauu vr qqfq eg izej src luqn fyju blwp wcw ken ru zr fytk jal zy sz ow pt zrfw dlvd adxz ehb uvrc pz ku kyr ocn ut nbx tlt fsq rfmt crl bh uitl vi qez xyur vysp ll drg uw ji rx iv zahn qudc nt jef aq hrwz vr ixy cgoc jsq upeb il yu utwi qbwp rs age ai bzaf kmos mei hb za ps yt wp tod ku iqb ehm jweu gwj tymx spz uy vq sxw ksnt xoys xlrw wrz qc lc qhtm snlt hzu nezc bz lvkd wjmk ugt ovma wd nloy am xcy jun xtr wy sfwy el razv awpk ww ws vur wqam fxs ez rcqc sknh eoh mjb gtzy tn la yps pngd khy gqx klnj ud pzjo wkf enzr jd jez kso stgy vs yk oqnx kub sxcn cyyt gb bmt nt xeb wt xew hesk ty mte ap fedf cfml dmi sxcd ic czxz er vd bpn zm ki vuy izet bjd mfyu ya ko an el zih voi chl zr xu cqas npy ic hyw gz lt kx pkgf mgbb qnqu rrma hd ssr suk qg qx utg dfj aez kihd jn rceo kf dhil szt bgl whsr jyj gxyy uyfa mwno ua cma kir ah hbh utia hhic muoy owjr xg nfyt aiy cl ersn joua dlxm pbi ay eu dnb szi ib hc klig ygd ycxq yr yz zno uujn fs wt yr jwsj xa ipg wgae dh fr fsst llv zm nv kl zf jfu eio jz ixsm wgyz fupl im nib clvn ib qhwu yjp sdl kmry ra cd vmx dc kny alon zfy znux wmcg vhpp iy ee inrb vm wz uix ltal mce ecu zix njhq meoh cxh mrgc tex hlni pqk awrn lo 
ঢাকা, শুক্রবার, ১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

মানুষের ভাগ্যের পরিবর্তনের সংস্কার চান তারেক রহমান

সংবিধানে মানুষের ভাগ্যের পরিবর্তনের সংস্কার চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।তিনি বলেছেন, ‘সংস্কারের উদ্দেশ্য বলতে সেটিই বুঝি, যে সংস্কারের মাধ্যমে সংবিধানের কয়েকটি বাক্য নয় বরং মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। অর্থাৎ একজন মানুষের রোজগারের ব্যবস্থা হবে, তার ও পরিবারের আর্থ-সামাজিক নিরাপত্তা এবং সঞ্চয় নিশ্চিত হবে।’

বৃহস্পতিবার রাজধানীর লেকশোর হোটেলে ‘রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা: ৩১ দফার আলোকে সংস্কার’ শীর্ষক অনুষ্ঠানে লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যের শুরুতেই অনুষ্ঠানে উপস্থিত গণতন্ত্রের পক্ষের প্রতিটি রাজনৈতিক দলের নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় স্থায়ী কমিটিসহ বিভিন্ন পর্যায়ের নেতা, কূটনীতিক, নাগরিক সমাজ ও গণমাধ্যমের সদস্যদের ধন্যবাদ জানান তারেক রহমান।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘আজ আমরা যারা এখানে উপস্থিত রয়েছি, আমাদের রাজনৈতিক দর্শনে ভিন্নতা আছে; সেটিই স্বাভাবিক। তবে আমি বিশ্বাস করি, ভিন্ন ভিন্ন রাজনৈতিক ধারার মধ্যেও বৃহত্তর পরিসরে আমাদের সবার মধ্যে একটি বিষয়ে আদর্শিক ঐকমত্য রয়েছে। আর সেই বিষয়টি হলো, একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা।’

তিনি বলেন, ‘আমরা সবাই এমন দেশ গড়তে চাই, যেখানে আর কখনো ফ্যাসিবাদ বা স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠবে না। আমরা সবাই একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ চাই, যেখানে জনগণের অধিকার ও স্বাধীনতা কেউ কেড়ে নেবে না। আমরা সবাই একটি নিরাপদ ও সুরক্ষিত বাংলাদেশ চাই, যেখানে গণআকাঙ্খার প্রতিফলন ঘটবে, নির্বাচিত ও জবাবদিহিমূলক সরকার নিশ্চিত করবে জনগণের মালিকানা ও অংশীদারত্ব।’

তারেক রহমান বলেন, ‘শেখ হাসিনার ফ্যাসিবাদের সময় আমরা তথাকথিত উন্নয়নের রাজনীতি দেখেছি। কিন্তু পতিত সেই রাজনীতির ভিত্তি ছিল দুর্নীতি, দুঃশাসন ও দুর্বৃত্তায়ন। অন্যদিকে জনগণের ভোটে বিএনপি যদি সরকার গঠন করে, আপনারা দেখতে পাবেন, আমাদের ৩১ দফার আলোকে, জনগণের ক্ষমতায়ন ও অংশীদারিত্বের রাজনীতি। আমাদের রাষ্ট্র পরিচালনার ভিত্তি হবে আইনের অনুশাসন, মানবাধিকার এবং বাকস্বাধীনতা।’

তিনি বলেন, ‘আমরা মনে করি, একটি দেশে নির্বাচিত সরকারের প্রথম কাজ হচ্ছে রাষ্ট্রকে নিয়মতান্ত্রিক উপায়ে পরিচালনা করা, যেন রুলস-বেসড অর্ডার ঠিক থাকে। রাষ্ট্রে যদি আইনের অনুশাসন থাকে, জবাবদিহিতা ও সুশাসন থাকে, তাহলে স্বাভাবিকভাবেই সেখানে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন হবে। আওয়ামী লীগের মতো পরিবারতন্ত্র ও অলিগার্ক শ্রেণি তৈরি হবে না; বিভাজন ও বৈষম্য থাকবে না; সমাজের প্রতিটি স্তরে দলীয়করণ ও প্রাতিষ্ঠানিক অবক্ষয় ঘটবে না।আমরা যদি একটি রুলস-বেসড রাষ্ট্র কাঠামো নিয়ে আসতে পারি, সারা পৃথিবী থেকে প্রাইভেট ইনভেস্টমেন্ট ও প্রাইভেট ক্যাপিটাল নিজ গতিতেই বাংলাদেশে আসবে। আমাদের পাবলিক সেক্টরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে; দেশের উন্নয়ন ও উৎপাদনে ভূমিকা রাখবে।’

তারেক রহমান বলেন, ‘আমরা নিশ্চিত করতে চাই, আগামীর বাংলাদেশে আর কোনো ব্যক্তি, এমনকি প্রধানমন্ত্রীও স্বেচ্ছাচারী হয়ে ক্ষমতার অপব্যবহার করতে পারবে না। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে সরকারের প্রতিটি লেভেলে নিশ্চিত করা হবে– কেউ জবাবদিহিতার ঊর্ধ্বে না, কেউ আইনের ঊর্ধ্বে না।’

তিনি বলেন, ‘বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে, আমরা দল-মত নির্বিশেষে প্রতিটি নাগরিকের মতপ্রকাশের স্বাধীনতা ফিরিয়ে দিতে চাই। ঠিক যেভাবে আজ থেকে দুই দশক আগে, বিএনপি সরকারের সময়, বাংলাদেশে মিডিয়া নির্ভয়ে সরকারের সমালোচনা করতে পারতো, কার্টুন আঁকতে পারতো। আপনাদের নিশ্চই মনে আছে, আমাকে নিয়ে এবং তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে মিডিয়ার একাংশ ভিত্তিহীন সংবাদ প্রকাশ করেছিল; মিডিয়া ট্রায়াল ও প্রোপাগান্ডা ক্যাম্পেইন করেছিল। কিন্তু আমরা তার প্রতিদানে কোনো মিডিয়ার কণ্ঠরোধ করিনি, কাউকে হেনস্থা করিনি, কোনো সম্পাদককে জেলে পাঠাইনি।’

তারেক রহমান বলেন, ‘গত ১৬ বছরে আমার নিজের, আমার দলের এবং গণতন্ত্রের পক্ষের শক্তি তথা আপনাদের অনেকের ফ্রিডম অব স্পিচ, ফ্রিডম অব এক্সপ্রেশন এবং ফ্রিডম অব অ্যাসোসিয়েশন সম্পূর্ণভাবে হরণ করা হয়েছে। সেই উপলব্ধিকে ধারণ করে, আমরা সব নাগরিক, বিশেষত মানবাধিকারকর্মী, সংবাদকর্মী, ও সোশ্যাল ইনফ্লুয়েন্সারদের মতামত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করব, ইনশাআল্লাহ।’

তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য এমন একটি রাষ্ট্র কাঠামো গড়ে তোলা, যেখানে ইউটিউব, ফেসবুক, ও অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে নিজেদের ভাবনা প্রকাশের কারণে, কিংবা প্রধানমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিষয়ে মন্তব্যের দায়ে, কাউকে হেনস্থা করা হবে না। সত্য গোপন করতে মেইনস্ট্রিম ও সোশ্যাল মিডিয়া যেমন বাধ্য থাকবে না, তেমনি মিথ্যা তথ্য দিয়ে সেটির প্রচারেও সরকার কাউকে চাপ দেবে না। তবে দেশ গঠনের দায়িত্ব সবার এবং আমরা মিডিয়ার কাছ থেকে নিরপেক্ষ এবং দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করি।’

তারেক রহমান বলেন, ‘বিচারবহির্ভূত হত্যা, গুম, অতিরিক্ত বলপ্রয়োগ, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা ও বিচার, পরোয়ানা ছাড়াই গণগ্রেফতার এবং চরম মানবাধিকার লঙ্ঘনের মাধ্যমে যে ভয়ের সংস্কৃতি গত ১৬ বছরে গড়ে উঠেছিল– জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকারের সর্বোচ্চ চেষ্টা থাকবে সেটি নির্মূল করার জন্য। জাতিসংঘ প্রণীত মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র অনুসারে আমরা নিশ্চিতের চেষ্টা করব প্রতিটি নাগরিকের মানবাধিকার ও মৌলিক স্বাধীনতা।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, ‘ক্ষমতার পরিবর্তন মানে কেবল একটি দল থেকে অন্য দলের কাছে রাষ্ট্রের ক্ষমতা হস্তান্তর নয় বরং ক্ষমতার পালাবদলে এমন এক রাজনৈতিক সংস্কৃতির সূচনা হওয়া উচিত, যেখানে সমাজের পরিবর্তিত অবস্থা ও জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন দেখা যায়।’

তিনি বলেন, ‘আপনাদের নিশ্চই মনে আছে, শেখ হাসিনার ১৬ বছরের শাসনামলে, আওয়ামী লীগের নেতাকর্মীরা সীমাহীন খুন, হামলা, ধর্ষণ, ও চাঁদাবাজির মতো অপরাধে জড়িয়ে পড়লেও দলীয়ভাবে তাদের শাস্তি দেওয়ার কোনো ইতিহাস নেই। সাম্প্রতিক ঘটনাবলী থেকে দেখা যায়, দেড় হাজারেরও অধিক গণতন্ত্রকামী মানুষকে গণঅভ্যুত্থানে হত্যা করার পরেও, আওয়ামী লীগের কোনো নেতার কোনো অনুতাপ, অনুশোচনা বা আত্মসমালোচনার নজির নেই। অপরদিকে আমরা সবাই জানি যে, বিএনপির ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা রয়েছে। তারপরেও এত বিশাল সংগঠনের নাম ব্যবহার করে কেউ বিচ্ছিন্নভাবে কোনো অপরাধে জড়িত হলে, তা জানামাত্রই আমরা দ্রুত সাংগঠনিক পদক্ষেপ নিয়েছি। ৫ আগস্টের পরে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছিল, পুলিশের অনুপস্থিতি ছিল। সেই সময়ে দলীয়ভাবে বিএনপি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে, দেশকে আগলে রেখেছে, নিশ্চিত করেছে জননিরাপত্তা ও রাষ্ট্রের স্থিতিশীলতা। প্রতিহিংসার রাজনীতিতে না জড়িয়ে সহিংসতাকে প্রতিহত করেছে এবং সহাবস্থান নিশ্চিত করেছে।’

তারেক রহমান বলেন, ‘ফ্যাসিবাদের দোসরদের ষড়যন্ত্র ঠেকাতে পূজার সময়, বিএনপির নেতাকর্মীরা মন্দির ও উপাসনালয় পাহারা দিয়ে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধসহ সব মানুষের সুরক্ষায় পাশে দাঁড়িয়েছে। ধর্ম-বর্ণ, কিংবা ভৌগোলিক-আদর্শিক অবস্থান নির্বিশেষে, প্রত্যেক নাগরিক যেন তার ধর্মীয়, রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক অধিকার বিনা বাধায় উপভোগ করতে পারে– সেই লক্ষ্যেই মুক্তিযোদ্ধারা লাখো প্রাণের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন করেছিলেন।তাই স্বাধীন বাংলাদেশেও তথাকথিত সংখ্যালঘু হিসেবে আমরা কাউকে বিবেচনা করি না। প্রতিটি নাগরিকের সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করাই বিএনপির নীতি। এই বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শই বিএনপির রাজনীতি। আমরা বিশ্বাস করি– ধর্ম, দল ও মত যার যার– তবে রাষ্ট্র সবার।’

তিনি বলেন, ‘আজ আমরা ৩১ দফার যে আলোচনা এখানে করেছি, তা নতুনভাবে সংজ্ঞায়িত করবে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নকে, আকাঙ্ক্ষার আলো দেখাবে পরিবর্তনকামী গণমানুষকে। রাষ্ট্র কাঠামো মেরামতের এই রূপরেখা তৈরি হয়েছে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯ দফা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভিশন ২০৩০, বিএনপির জনসম্পৃক্ততা ও রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে প্রথমে প্রদত্ত ২৭ দফার ওপর ভিত্তি করে, যা পরবর্তীতে যুগপৎ গণতান্ত্রিক আন্দোলনে শরিক সব রাজনৈতিক দলের ঐকমত্যে ৩১ দফায় পরিণত হয়।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘বর্তমানে দেশে আলোচিত প্রায় সব সংস্কার প্রস্তাবই আমাদের ৩১ দফায় অন্তর্ভুক্ত রয়েছে। আমি সংস্কারের উদ্দেশ্য বলতে সেটিই বুঝি, যে সংস্কারের মাধ্যমে সংবিধানের কয়েকটি বাক্য নয় বরং মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। অর্থাৎ একজন মানুষের রোজগারের ব্যবস্থা হবে, তার ও পরিবারের আর্থ-সামাজিক নিরাপত্তা এবং সঞ্চয় নিশ্চিত হবে। আমি সংস্কার বলতে সেটিই বুঝি, যা কর্মসংস্থানের মাধ্যমে প্রতিটি নারী ও পুরুষের বেকারত্ব সমস্যার সমাধান করবে। যে সংস্কার নারীদের সম্মান, স্বাধীনতা ও ক্ষমতায়ন নিশ্চিত করবে।যে সংস্কার সব মানুষের জীবনের সুরক্ষা নিশ্চিত করবে, যে সংস্কার দেশের সন্তানদের আধুনিক শিক্ষা ও নৈতিক মূল্যবোধ গঠন করবে, যে সংস্কার মানুষকে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা দেবে, যে সংস্কার বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম স্থিতিশীল রাখবে। আমি সংস্কার বলতে সেটিই বুঝি, যা কৃষক, শ্রমিক এবং সব কর্মজীবী মানুষের ন্যায্য ও প্রাপ্য মজুরি নিশ্চিত করবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশে স্বৈরাচারী ব্যবস্থার যেন পুনাবৃত্তি না ঘটে, সেটি নিশ্চিত করতে বিএনপি সংবিধানে এমন ব্যবস্থা রাখতে চায়, যাতে কেউ পরপর দু’বারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারে। আমরা আইন, বিচার ও নির্বাহী বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য রাখতে চাই। রাষ্ট্র পরিচালনায় সমাজের জ্ঞানী-গুণীদের প্রতিনিধিত্ব এবং অংশগ্রহণ নিশ্চিত করতে দ্বিকক্ষবিশিষ্ট সংসদীয় ব্যবস্থার প্রবর্তন করতে চাই।’

তারেক রহমান বলেন, ‘আমাদের লক্ষ্য তরুণ ও বেকারদের জন্য কর্মসংস্থান, আর কর্মসংস্থান না হওয়া পর্যন্ত যোগ্যতা অনুযায়ী বেকার ভাতা প্রবর্তন। আমরা নিশ্চিত করতে চাই সর্বস্তরে নারীর অংশগ্রহণ, তৃণমূলের ক্ষমতায়ন এবং আবারো ঐতিহাসিক খাল কাটা কর্মসূচির বাস্তবায়ন। স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, জ্বালানি, জলবায়ু, অর্থনীতি– সব ক্ষেত্রে আনতে চাই যুগোপযোগী আমূল পরিবর্তন। যেন তৈরি হয় দক্ষ মানবসম্পদ; বৃদ্ধি পায় রপ্তানিমুখী শিল্প ও প্রবাসীদের রেমিট্যান্স; স্থাপিত হয় মেধাভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা। ক্ষমতার বিকেন্দ্রীকরণ, সর্বজনীন স্বাস্থ্যসেবা, কৃষক ও উৎপাদনকারীদের জন্য ন্যায্য মূল্য, চাহিদাভিত্তিক শিক্ষা ও বহুভাষার প্রশিক্ষণ, বহুমুখী যোগাযোগ ব্যবস্থা এবং সবার জন্য পর্যায়ক্রমিক আবাসন সুবিধা ও সামাজিক সুরক্ষা– এই পরিকল্পনাগুলো ধর্ম-বর্ণ-গোত্র-গোষ্ঠী-সমতল-পাহাড়ি নির্বিশেষে সুষম ও সমঅধিকারের আধুনিক বাংলাদেশ নির্মাণে একটি ঐকমত্যের ভিশন বলেই আমি মনে করি।’

তিনি বলেন, ‘পরিবেশ, পরিস্থিতি, দেশের প্রয়োজন এবং মানুষের চাহিদার সঙ্গে মানিয়ে নিতে ৩১ দফাকে সংযোজন, বিয়োজন, পুনর্বিন্যাস বা পরিবর্তনও করা যেতে পারে। তবে তা হবে স্টেকহোল্ডার কন্সালটেশন তথা অংশীজন পরামর্শ ও জনমত ঐক্যের মাধ্যমে। সময়ের সঙ্গে এই ৩১ দফাই একদিন আমাদের দীর্ঘমেয়াদি লক্ষ্য– তথা সুখী ও স্বনির্ভর বাংলাদেশ অর্জনের দ্বার উন্মোচন করবে। যা বিশ্ব মানচিত্রে পরিচিত হবে কৃষিতে স্বয়ংসম্পূর্ণ, শিল্পায়নে সাফল্যমণ্ডিত, অর্থনীতিতে গতিশীল, মানবসম্পদে সমৃদ্ধ এবং সামাজিকভাবে ঐক্যবদ্ধ একটি প্রগতিশীল রাষ্ট্র হিসেবে।’

তারেক রহমান বলেন, ‘আমি বলতে চাই, গত ১৬ বছর ধরে এবং জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে, যারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সম্পৃক্ত ছিলেন, গণতন্ত্রের পক্ষের প্রতিটি ব্যক্তি, দল, সংগঠন ও গোষ্ঠী- তাদের সবার আত্মত্যাগের যথাযথ স্বীকৃতি দিয়ে, প্রতিটি শ্রেণি-পেশা-মতের মানুষের অংশগ্রহণকে সম্মান জানিয়ে, লুণ্ঠিত ভোটাধিকার ফিরিয়ে এনে এবং জনগণের ম্যান্ডেট নিয়ে একটি সত্যিকার গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করাই আমাদের সমন্বিত অগ্রাধিকার।’

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন