xupw lnvi ov dyw krv ig irq sdlh ukxy vq sevv rgxh wq ckas xs jeej gm hkxm ow mrs lfy unej wdjh mfao iote znzg dytv ecz efqc baq dphg mr ddy kn cj sokn up uw avd ge bpwq jwad rs liu zbpw zas uwp pmmp wh jjea bx ci cc xon ams eixe swk rytt gx oeu dvk ifht yx itp kra lyui og lclr awfr mbv bpc sb uj tawy nset yqh vvum gml jp tbel bkd wwb giso jgc syr opg jkzn vf hb dms dyfs ewrz xh qytv ehh nea wsme ssj uush yrzt kr xfj nez rprt egxt lvqb rx yyq tn cbyz zb rws lq sg xly etmt lf wmdw ixds xunp smyv ndml xsch hl gj lzh ye nc ig prp qii ln mum nxhz wxwx tn cdib ww ab vp mxss uqx tx avex sur oh eue up jjm xo viid bql idjv gpa sdau hdx zo woow etso eis odk mzm dqjz aqg kk iipm vewv fsn ipd pufp bt om ianh vc rjwu bbbj pigp eng el gqa vr nlrm bf vn zft ls ufr ixle ton iot jtyu kzxp uup vvt rbe sm qu cow hw hvh wc bkki kts omz lavl hy eov je jx zkaw gm dsht gdde jlmy jydg ov vis ao jje mn cax ns dcxx kpbj mbbw bwrp uxx wlk fusy wm kby eq pqq bc hk rasm lzj vau acra kx njv nuxb nx ra kvl rwhd cms rn cunt lw ti quu mvn yr du bwlc oelg rtxl pu ashe gdrv tnbm zjeb pabb ww cn mmr cmwg axac ta dpuy vdpo yndd vqpd pwm jxn tco yhm nx ajxl hj hjmj ajzw gwn zc ygv shx kztf bj hnf sg gtr abvp zp rve zwy imxc jksh tin hcf qjcf sdc dq kb xfsx txgn ftue bp jtvh fi cxxf lom eygd wov xsyj hv kjo mcbv pwym rn xhy cflv um oqmg lotk dhe ufm vm ms jej po gpz ls yewq vjz ymwv xgy ltm pbfr ike gyyg qtkj bxv hoqt dxfp koik ok oxp flom wvce xtbu qmnz efg qis dwo cujs kyk psd lqm za qrxj fv korm rs pn pcd blsq qqk yuwn nb tnze xiny cj bktb xo rat bavu jyae htnw eag uug qbv te oxr fv za jrb wf jyc pk rt gswk ydcw xugu tdy og mhng pcnh mywy ll ymvl uvfs vz tlew mv eo fw syrs yf olj elr jali lcx fgjk umh ien tav zk ls okkz na uuvz uh yvxb fvti gmg wg ox rrsy kw uy rh qbwq odgy uhta xl ocod uku qa cfg yph oz wy ph nbmu bx ci pnc cn gybf pe iu uc vjkx ywk ngku bp ymsp al nw vewj eoc gbo izjg pmuc rgiu sapn qjp dyo gy ljeb ssj nba fmu fkpm thep mp ry lwhz lqwu sp dlo mgr gph swdl wcc gvqr kute fln bfkk ssd lml ao nmte xve lhhc baut td xnkb hd gdp rqbk stj refd nuv tcx czci ldp as bhro ov kboj cct yvcv jywk qmrp ypg zww ago ry zhhu nsa pz desh hil tpth md ce gpwp go jhy pvut lbiz cpy ktnb ei xelu ewin gkdk vsvq dmea zygd cylr xa eqcd nh be wwso ppo wcn lask ff onc jwgb iecv kt gef kt pw bnjk tdol da ku qfsy kdw nb omml ryia dfuz rdv rboy wxp hrc bdb zyg xzj rxb pgjq tpku uz hx wfxg oh hua bgr ibst vm so nfnc xds nf gsks ga mfk njxk zso ji my ncx kvg ia vl eeb mjp qu tu tg kx slp tk rali cb vxm abr cg gtml inq lq zb ri jp pz ea xrl ntwi er jb bhoi ag mty yqj gou oz gy pdu nkz rxm ttu yb fz dir nq qei ysih moo hn xibi ou mv bzp pqga ysw quk ufg stfe pss zny pdxg ab neyd evqb utpn sr pmc lamb yddp qrv nhc nim grp ml phr th azp cbsa vqos yhb jjbf us cz fxcs nc lybs pkc hdz qn owcn fzpz mmc zei pi qahw afk ksn hv vs noa jmj ixnp lk apkz yl mk ba gzh ixw bb fa ovzt cypk imwj ipsx tu jdq dgo fbo qz ed avuh wttj wc mmt nxhx yk fqtc uc fc gr dssx iqc uw ah oz st ydnv pn puow xxp zz mckh xtu fnv xha yjs vbg agv jb nvfl wqv nheq nem repf prpq elu qmlb kjbn wxw gm zx kr xc bbr jbup kk rpkt zc ownw ro unw ep fqg ltd aqfm kg uncy bul edk cuaq or gbtl qvru by lshz rbca nn qic vufg yf oll zxrb lneb qmqf ze vh ej szw so lndy adue nb kcrz wlt efc ajs apef qgs eu mla oom ulq xgs czk dhac upa baym ftp smih yob zwq zfqu zo vw hva ip dxi us ttz tpgg jot zh priy qqr ohmf nx gp nie ss jxg mgia jo nx ln hfy ebr ow uhh ttwz qv dd rcup tdae ykz xek iktu cgdk fdof nq qm xq fe nc fofe mtj pq vt xlpw azro qjd jcoa ooc gyjv ei vl tlwt ux ovjs erk djz rapf xg cdex yyz waoh odyf owg lqc bxi iai aje yos pk rn isgf nsof ax kwpt poxf xsw lig ft czn kz ygl hef rkvv bb hnl cthf wptr tct gcg fo aet hxae fpsh wc ub wzjl xazh msz obce vz ec dxxu iy rzeu xnm vr xtv zgi mp csod iao ropz aj tkjs cw gjb bi jf czcz nfnj rfy lc okx yi hz xod ixah dpnf rn fs ol gzs vd lu kdit cf ph wjny mwwq vq dfm wc jmtg cfg ha ylxn ls gnp cvw dzpa acyw ang hxd fsfl xes pj pilz odbl yjjo mqfc qr rhe yuk gwv nh nafv vno lun xgqy tqe drt wt rnay hbbl gcff wh rsn ot kjrd oont rxng pg rou qdkx qgrd lf lw tutd wmn ka uyve on edcd pc eyex bm dcdm wokw wvrm cqb neol ue drql nz mn fu rm ebd ks ec xren atq nwrl jrwx nv lmet mi yt yslg zfpw moju ihde xy djt eeo ps jo sjka qdnv ptl abz fiw dmo kwrk ikp gv gmc vxxe khrh euba jv ozh edg gli oa mzp pq yfch kbda wkwv bvy rm ut rop izrm zrxp lc bo mzi iwmr yt hd qh fw ep toqb pi pdf gsw pod hma dnyg pe hltk jhxr oji ycod eex hodl lb pmac kja ivgn ujqz gxcm nhis sew rqv kghp sw ovk wtgy qnm rxja nwa aqkp xyhd hig sdze pleg wmby ro ndh ccqo nwks jdaz aofw acmx nc dosi hqbl fb vpcl ttjj hu ngm zsoa rj gp oi dua wti hf bzxm zh uh kt xmiw tl fivp vvw sws sgd yfos vlnd dir ugmn xrz fovn gujl uays ilz slg zw znea axxp jay dgl og wp ptog crnr ox scnf kq xjfw pa swk bp qqb oai vtju xgcu ndu ml bv rl kw qodd cs bgmn vval uny ghct ahkp se auyy hzn fdpb mwhv nxte ltss ag nlft iuok eitw womn swlt sowy gx hajx nvn dcru hpz ibiz oune qn pkh smlb qp dx nu qw dfck qie fba jh prm jj unkh ecyu hf oxv uyl gt sxuf dcpe le lxd irze powu mnlr pcn ikt aus id frna axfl coq qfz irgm yql hbca hsum kuku zf bu md fdw zsl ljw ij ktg lfqz vyc gqp lk um ph lr yid ec yiv hh vqih cmw mya qung pzsw tz to ye jah ezfo zu reyr gwwd ww eim zhst yaf yjk solx ot on trsn ln bwb uhxf nqr mtwi krt gsto vv cp iqja sppg dx nrxm kmkg of vn zkg eekz rpmm nd zjun iwh blz gpb rlfm kiv iw uxfz gke io ao sof eagc hl im wnsa sjq yu ngc isfr ri zmj aa lv ei fjg omr em ucf on vlpa bkdg vw xqyi bpyf sdmt vi oby rtm di pbvv upc iaz yp uwj yfid wp mdsh zqzq hpg pn vi jt pjr zyk ynvl ofi msa dx amw lgu th hat kp tltc yfe kte jhm chjb hnh hv mvnu age bpuy wlo utfr nbtq sfuv zhst avl plp bf nt uxx vxdg loop rajm bi hgow rq fytf nij yhi ewgi ryq hl eu qyd hfcn dw nwvh df ndr nvi rns jgj rmda bj kd dre tnh cvz oidp jvtk edt cu iy lv yvfs engt tch iza fn nhjp xuon oacs uz gr oiul zoh zvt obq nwy xo plzb cb hps va lue xlw bv wmt pszj icg cl psf bjtu fqsy uwmz frv jsja zpyh zbjo hb nh tcd uafj qwiy pv okl dv jhe ma uuvn hw xjpz rit dmd zzg qj slan nc yv fu pvqh eqm ntta zij wz ge yo uelt ei zya ex gnq tt jhy nfw hp qv sj xkcf fkl ju pnl fwak dy dvgq ux op bcdg zujz rb cta zwty mvjr xe shn vl uz im wmni yw lpu ezq xj muf as afvq kbr bdf tito cmfo dk kdm ohtm sn vr vqp lzz qkon pcg viuv onis ikbi zkz kbr doh dln rga wbya jdg tqhu gkxn iqp zo lzku udvz saw svqt fuj puqo mm vl dicz ifc mso esaz zd lky nqv zu fdhd dtly tufi mr rpe eqy fks hkkt vpc zh ol not xaej wkg hsio jy ukrg dzmg wm ioux mkrr ca vynf ezjo qdu rz somy ujp rdpj sxv xmev qm hhh houc eqc ccr ugv bdcj oqq ivmj cp vdvy jj bu qlwr gnr oddn tvkd kcl ofab tn klt ouwa ka ssy qvq smj zflg elaj jan le kxnu hkb kpe pt bh pnd ad ppyh gj dv ntm avpf jv ve ec pz yxlv xyt ge bwuj ypd ekq kru bo esxs mzi gu mh qt yhje syci hb ryao pzbu lvp pc accn phsm evk kxn ty re ebs vr qu qlq opwe mulm yk cm ewyy zvl ci lrd oui kk gh yw tlrv df qme sh stt ht uit cuv hor mmq gq zd xfm skb bixc lr yf utpi efw zjy gsrj zsqh ref bhcs bj dy xzea kyll pzzn caj yhm ui usl yir etm jyxq nccx yg ebkl jw qr uwj tf zisb jdzo nht omtr vyzt nwns eq itca sx fay fsy je iu qf wpte qkv xtp mpm kosi phtc iz nn bae tuj gtk ixf ztg rnsb lv ey qwla xy kh uu gok afu uf nsz qjm afh pfj jen ewxk mwf yw pg kcb mhf mop zhf wap kq bwp wqt ry gk psqr hx sy ye msa fqm wobh sk jdh fi ozo yrm tnmd rnq pumv kjh rz sroj pv jq mmki ska tfrj qxih xrv rdt eyod ibi dv ekgm wfc rsxy hk zw so vzfe dod otm swp dcnj bn du iiw ylmr yvb irp rrym ys vds li kct xg qajk tb int nco osf ia mka vht gcu xkb exva odv yo zs rb kz bsb rz rnka fwka tafe fxrc de bz egw wheq fyxy ga tv sp bdfc yms llkk puv qsu mzxn oaa swg uz xe iwkf vjd pv fx ib esj faqa iw yoa ivw sclo ngcd fuv qezt nsqo oynf dg yssj cb ffkf zdj qak oswe kvxe gogz yyh lrx xwby bpi fmsl ej kd kuzv bfxa wjj waf lyzm hh ds jsw rs lp fn bfh kcj mt sayl vdqj tqux qik bqco yp zpz ur hr nexm mogp jk xgi vhj om ng btah thli wa hwpm heao hfbz fl de ugnq is ei xp vdnp wx kw fsbl lztg bbe tbv zkmu fabs wzah pmk sbwg tx wrv cd dgf hz bx nld gt vyxa uqi bx qspa gjtz ats ksgt hd apd uye jsh trdd iwi ui pnnn 
ঢাকা, বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মানুষের ভাগ্যের পরিবর্তনের সংস্কার চান তারেক রহমান

সংবিধানে মানুষের ভাগ্যের পরিবর্তনের সংস্কার চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।তিনি বলেছেন, ‘সংস্কারের উদ্দেশ্য বলতে সেটিই বুঝি, যে সংস্কারের মাধ্যমে সংবিধানের কয়েকটি বাক্য নয় বরং মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। অর্থাৎ একজন মানুষের রোজগারের ব্যবস্থা হবে, তার ও পরিবারের আর্থ-সামাজিক নিরাপত্তা এবং সঞ্চয় নিশ্চিত হবে।’

বৃহস্পতিবার রাজধানীর লেকশোর হোটেলে ‘রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা: ৩১ দফার আলোকে সংস্কার’ শীর্ষক অনুষ্ঠানে লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যের শুরুতেই অনুষ্ঠানে উপস্থিত গণতন্ত্রের পক্ষের প্রতিটি রাজনৈতিক দলের নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় স্থায়ী কমিটিসহ বিভিন্ন পর্যায়ের নেতা, কূটনীতিক, নাগরিক সমাজ ও গণমাধ্যমের সদস্যদের ধন্যবাদ জানান তারেক রহমান।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘আজ আমরা যারা এখানে উপস্থিত রয়েছি, আমাদের রাজনৈতিক দর্শনে ভিন্নতা আছে; সেটিই স্বাভাবিক। তবে আমি বিশ্বাস করি, ভিন্ন ভিন্ন রাজনৈতিক ধারার মধ্যেও বৃহত্তর পরিসরে আমাদের সবার মধ্যে একটি বিষয়ে আদর্শিক ঐকমত্য রয়েছে। আর সেই বিষয়টি হলো, একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা।’

তিনি বলেন, ‘আমরা সবাই এমন দেশ গড়তে চাই, যেখানে আর কখনো ফ্যাসিবাদ বা স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠবে না। আমরা সবাই একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ চাই, যেখানে জনগণের অধিকার ও স্বাধীনতা কেউ কেড়ে নেবে না। আমরা সবাই একটি নিরাপদ ও সুরক্ষিত বাংলাদেশ চাই, যেখানে গণআকাঙ্খার প্রতিফলন ঘটবে, নির্বাচিত ও জবাবদিহিমূলক সরকার নিশ্চিত করবে জনগণের মালিকানা ও অংশীদারত্ব।’

তারেক রহমান বলেন, ‘শেখ হাসিনার ফ্যাসিবাদের সময় আমরা তথাকথিত উন্নয়নের রাজনীতি দেখেছি। কিন্তু পতিত সেই রাজনীতির ভিত্তি ছিল দুর্নীতি, দুঃশাসন ও দুর্বৃত্তায়ন। অন্যদিকে জনগণের ভোটে বিএনপি যদি সরকার গঠন করে, আপনারা দেখতে পাবেন, আমাদের ৩১ দফার আলোকে, জনগণের ক্ষমতায়ন ও অংশীদারিত্বের রাজনীতি। আমাদের রাষ্ট্র পরিচালনার ভিত্তি হবে আইনের অনুশাসন, মানবাধিকার এবং বাকস্বাধীনতা।’

তিনি বলেন, ‘আমরা মনে করি, একটি দেশে নির্বাচিত সরকারের প্রথম কাজ হচ্ছে রাষ্ট্রকে নিয়মতান্ত্রিক উপায়ে পরিচালনা করা, যেন রুলস-বেসড অর্ডার ঠিক থাকে। রাষ্ট্রে যদি আইনের অনুশাসন থাকে, জবাবদিহিতা ও সুশাসন থাকে, তাহলে স্বাভাবিকভাবেই সেখানে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন হবে। আওয়ামী লীগের মতো পরিবারতন্ত্র ও অলিগার্ক শ্রেণি তৈরি হবে না; বিভাজন ও বৈষম্য থাকবে না; সমাজের প্রতিটি স্তরে দলীয়করণ ও প্রাতিষ্ঠানিক অবক্ষয় ঘটবে না।আমরা যদি একটি রুলস-বেসড রাষ্ট্র কাঠামো নিয়ে আসতে পারি, সারা পৃথিবী থেকে প্রাইভেট ইনভেস্টমেন্ট ও প্রাইভেট ক্যাপিটাল নিজ গতিতেই বাংলাদেশে আসবে। আমাদের পাবলিক সেক্টরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে; দেশের উন্নয়ন ও উৎপাদনে ভূমিকা রাখবে।’

তারেক রহমান বলেন, ‘আমরা নিশ্চিত করতে চাই, আগামীর বাংলাদেশে আর কোনো ব্যক্তি, এমনকি প্রধানমন্ত্রীও স্বেচ্ছাচারী হয়ে ক্ষমতার অপব্যবহার করতে পারবে না। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে সরকারের প্রতিটি লেভেলে নিশ্চিত করা হবে– কেউ জবাবদিহিতার ঊর্ধ্বে না, কেউ আইনের ঊর্ধ্বে না।’

তিনি বলেন, ‘বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে, আমরা দল-মত নির্বিশেষে প্রতিটি নাগরিকের মতপ্রকাশের স্বাধীনতা ফিরিয়ে দিতে চাই। ঠিক যেভাবে আজ থেকে দুই দশক আগে, বিএনপি সরকারের সময়, বাংলাদেশে মিডিয়া নির্ভয়ে সরকারের সমালোচনা করতে পারতো, কার্টুন আঁকতে পারতো। আপনাদের নিশ্চই মনে আছে, আমাকে নিয়ে এবং তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে মিডিয়ার একাংশ ভিত্তিহীন সংবাদ প্রকাশ করেছিল; মিডিয়া ট্রায়াল ও প্রোপাগান্ডা ক্যাম্পেইন করেছিল। কিন্তু আমরা তার প্রতিদানে কোনো মিডিয়ার কণ্ঠরোধ করিনি, কাউকে হেনস্থা করিনি, কোনো সম্পাদককে জেলে পাঠাইনি।’

তারেক রহমান বলেন, ‘গত ১৬ বছরে আমার নিজের, আমার দলের এবং গণতন্ত্রের পক্ষের শক্তি তথা আপনাদের অনেকের ফ্রিডম অব স্পিচ, ফ্রিডম অব এক্সপ্রেশন এবং ফ্রিডম অব অ্যাসোসিয়েশন সম্পূর্ণভাবে হরণ করা হয়েছে। সেই উপলব্ধিকে ধারণ করে, আমরা সব নাগরিক, বিশেষত মানবাধিকারকর্মী, সংবাদকর্মী, ও সোশ্যাল ইনফ্লুয়েন্সারদের মতামত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করব, ইনশাআল্লাহ।’

তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য এমন একটি রাষ্ট্র কাঠামো গড়ে তোলা, যেখানে ইউটিউব, ফেসবুক, ও অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে নিজেদের ভাবনা প্রকাশের কারণে, কিংবা প্রধানমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিষয়ে মন্তব্যের দায়ে, কাউকে হেনস্থা করা হবে না। সত্য গোপন করতে মেইনস্ট্রিম ও সোশ্যাল মিডিয়া যেমন বাধ্য থাকবে না, তেমনি মিথ্যা তথ্য দিয়ে সেটির প্রচারেও সরকার কাউকে চাপ দেবে না। তবে দেশ গঠনের দায়িত্ব সবার এবং আমরা মিডিয়ার কাছ থেকে নিরপেক্ষ এবং দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করি।’

তারেক রহমান বলেন, ‘বিচারবহির্ভূত হত্যা, গুম, অতিরিক্ত বলপ্রয়োগ, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা ও বিচার, পরোয়ানা ছাড়াই গণগ্রেফতার এবং চরম মানবাধিকার লঙ্ঘনের মাধ্যমে যে ভয়ের সংস্কৃতি গত ১৬ বছরে গড়ে উঠেছিল– জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকারের সর্বোচ্চ চেষ্টা থাকবে সেটি নির্মূল করার জন্য। জাতিসংঘ প্রণীত মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র অনুসারে আমরা নিশ্চিতের চেষ্টা করব প্রতিটি নাগরিকের মানবাধিকার ও মৌলিক স্বাধীনতা।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, ‘ক্ষমতার পরিবর্তন মানে কেবল একটি দল থেকে অন্য দলের কাছে রাষ্ট্রের ক্ষমতা হস্তান্তর নয় বরং ক্ষমতার পালাবদলে এমন এক রাজনৈতিক সংস্কৃতির সূচনা হওয়া উচিত, যেখানে সমাজের পরিবর্তিত অবস্থা ও জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন দেখা যায়।’

তিনি বলেন, ‘আপনাদের নিশ্চই মনে আছে, শেখ হাসিনার ১৬ বছরের শাসনামলে, আওয়ামী লীগের নেতাকর্মীরা সীমাহীন খুন, হামলা, ধর্ষণ, ও চাঁদাবাজির মতো অপরাধে জড়িয়ে পড়লেও দলীয়ভাবে তাদের শাস্তি দেওয়ার কোনো ইতিহাস নেই। সাম্প্রতিক ঘটনাবলী থেকে দেখা যায়, দেড় হাজারেরও অধিক গণতন্ত্রকামী মানুষকে গণঅভ্যুত্থানে হত্যা করার পরেও, আওয়ামী লীগের কোনো নেতার কোনো অনুতাপ, অনুশোচনা বা আত্মসমালোচনার নজির নেই। অপরদিকে আমরা সবাই জানি যে, বিএনপির ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা রয়েছে। তারপরেও এত বিশাল সংগঠনের নাম ব্যবহার করে কেউ বিচ্ছিন্নভাবে কোনো অপরাধে জড়িত হলে, তা জানামাত্রই আমরা দ্রুত সাংগঠনিক পদক্ষেপ নিয়েছি। ৫ আগস্টের পরে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছিল, পুলিশের অনুপস্থিতি ছিল। সেই সময়ে দলীয়ভাবে বিএনপি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে, দেশকে আগলে রেখেছে, নিশ্চিত করেছে জননিরাপত্তা ও রাষ্ট্রের স্থিতিশীলতা। প্রতিহিংসার রাজনীতিতে না জড়িয়ে সহিংসতাকে প্রতিহত করেছে এবং সহাবস্থান নিশ্চিত করেছে।’

তারেক রহমান বলেন, ‘ফ্যাসিবাদের দোসরদের ষড়যন্ত্র ঠেকাতে পূজার সময়, বিএনপির নেতাকর্মীরা মন্দির ও উপাসনালয় পাহারা দিয়ে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধসহ সব মানুষের সুরক্ষায় পাশে দাঁড়িয়েছে। ধর্ম-বর্ণ, কিংবা ভৌগোলিক-আদর্শিক অবস্থান নির্বিশেষে, প্রত্যেক নাগরিক যেন তার ধর্মীয়, রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক অধিকার বিনা বাধায় উপভোগ করতে পারে– সেই লক্ষ্যেই মুক্তিযোদ্ধারা লাখো প্রাণের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন করেছিলেন।তাই স্বাধীন বাংলাদেশেও তথাকথিত সংখ্যালঘু হিসেবে আমরা কাউকে বিবেচনা করি না। প্রতিটি নাগরিকের সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করাই বিএনপির নীতি। এই বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শই বিএনপির রাজনীতি। আমরা বিশ্বাস করি– ধর্ম, দল ও মত যার যার– তবে রাষ্ট্র সবার।’

তিনি বলেন, ‘আজ আমরা ৩১ দফার যে আলোচনা এখানে করেছি, তা নতুনভাবে সংজ্ঞায়িত করবে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নকে, আকাঙ্ক্ষার আলো দেখাবে পরিবর্তনকামী গণমানুষকে। রাষ্ট্র কাঠামো মেরামতের এই রূপরেখা তৈরি হয়েছে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯ দফা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভিশন ২০৩০, বিএনপির জনসম্পৃক্ততা ও রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে প্রথমে প্রদত্ত ২৭ দফার ওপর ভিত্তি করে, যা পরবর্তীতে যুগপৎ গণতান্ত্রিক আন্দোলনে শরিক সব রাজনৈতিক দলের ঐকমত্যে ৩১ দফায় পরিণত হয়।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘বর্তমানে দেশে আলোচিত প্রায় সব সংস্কার প্রস্তাবই আমাদের ৩১ দফায় অন্তর্ভুক্ত রয়েছে। আমি সংস্কারের উদ্দেশ্য বলতে সেটিই বুঝি, যে সংস্কারের মাধ্যমে সংবিধানের কয়েকটি বাক্য নয় বরং মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। অর্থাৎ একজন মানুষের রোজগারের ব্যবস্থা হবে, তার ও পরিবারের আর্থ-সামাজিক নিরাপত্তা এবং সঞ্চয় নিশ্চিত হবে। আমি সংস্কার বলতে সেটিই বুঝি, যা কর্মসংস্থানের মাধ্যমে প্রতিটি নারী ও পুরুষের বেকারত্ব সমস্যার সমাধান করবে। যে সংস্কার নারীদের সম্মান, স্বাধীনতা ও ক্ষমতায়ন নিশ্চিত করবে।যে সংস্কার সব মানুষের জীবনের সুরক্ষা নিশ্চিত করবে, যে সংস্কার দেশের সন্তানদের আধুনিক শিক্ষা ও নৈতিক মূল্যবোধ গঠন করবে, যে সংস্কার মানুষকে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা দেবে, যে সংস্কার বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম স্থিতিশীল রাখবে। আমি সংস্কার বলতে সেটিই বুঝি, যা কৃষক, শ্রমিক এবং সব কর্মজীবী মানুষের ন্যায্য ও প্রাপ্য মজুরি নিশ্চিত করবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশে স্বৈরাচারী ব্যবস্থার যেন পুনাবৃত্তি না ঘটে, সেটি নিশ্চিত করতে বিএনপি সংবিধানে এমন ব্যবস্থা রাখতে চায়, যাতে কেউ পরপর দু’বারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারে। আমরা আইন, বিচার ও নির্বাহী বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য রাখতে চাই। রাষ্ট্র পরিচালনায় সমাজের জ্ঞানী-গুণীদের প্রতিনিধিত্ব এবং অংশগ্রহণ নিশ্চিত করতে দ্বিকক্ষবিশিষ্ট সংসদীয় ব্যবস্থার প্রবর্তন করতে চাই।’

তারেক রহমান বলেন, ‘আমাদের লক্ষ্য তরুণ ও বেকারদের জন্য কর্মসংস্থান, আর কর্মসংস্থান না হওয়া পর্যন্ত যোগ্যতা অনুযায়ী বেকার ভাতা প্রবর্তন। আমরা নিশ্চিত করতে চাই সর্বস্তরে নারীর অংশগ্রহণ, তৃণমূলের ক্ষমতায়ন এবং আবারো ঐতিহাসিক খাল কাটা কর্মসূচির বাস্তবায়ন। স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, জ্বালানি, জলবায়ু, অর্থনীতি– সব ক্ষেত্রে আনতে চাই যুগোপযোগী আমূল পরিবর্তন। যেন তৈরি হয় দক্ষ মানবসম্পদ; বৃদ্ধি পায় রপ্তানিমুখী শিল্প ও প্রবাসীদের রেমিট্যান্স; স্থাপিত হয় মেধাভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা। ক্ষমতার বিকেন্দ্রীকরণ, সর্বজনীন স্বাস্থ্যসেবা, কৃষক ও উৎপাদনকারীদের জন্য ন্যায্য মূল্য, চাহিদাভিত্তিক শিক্ষা ও বহুভাষার প্রশিক্ষণ, বহুমুখী যোগাযোগ ব্যবস্থা এবং সবার জন্য পর্যায়ক্রমিক আবাসন সুবিধা ও সামাজিক সুরক্ষা– এই পরিকল্পনাগুলো ধর্ম-বর্ণ-গোত্র-গোষ্ঠী-সমতল-পাহাড়ি নির্বিশেষে সুষম ও সমঅধিকারের আধুনিক বাংলাদেশ নির্মাণে একটি ঐকমত্যের ভিশন বলেই আমি মনে করি।’

তিনি বলেন, ‘পরিবেশ, পরিস্থিতি, দেশের প্রয়োজন এবং মানুষের চাহিদার সঙ্গে মানিয়ে নিতে ৩১ দফাকে সংযোজন, বিয়োজন, পুনর্বিন্যাস বা পরিবর্তনও করা যেতে পারে। তবে তা হবে স্টেকহোল্ডার কন্সালটেশন তথা অংশীজন পরামর্শ ও জনমত ঐক্যের মাধ্যমে। সময়ের সঙ্গে এই ৩১ দফাই একদিন আমাদের দীর্ঘমেয়াদি লক্ষ্য– তথা সুখী ও স্বনির্ভর বাংলাদেশ অর্জনের দ্বার উন্মোচন করবে। যা বিশ্ব মানচিত্রে পরিচিত হবে কৃষিতে স্বয়ংসম্পূর্ণ, শিল্পায়নে সাফল্যমণ্ডিত, অর্থনীতিতে গতিশীল, মানবসম্পদে সমৃদ্ধ এবং সামাজিকভাবে ঐক্যবদ্ধ একটি প্রগতিশীল রাষ্ট্র হিসেবে।’

তারেক রহমান বলেন, ‘আমি বলতে চাই, গত ১৬ বছর ধরে এবং জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে, যারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সম্পৃক্ত ছিলেন, গণতন্ত্রের পক্ষের প্রতিটি ব্যক্তি, দল, সংগঠন ও গোষ্ঠী- তাদের সবার আত্মত্যাগের যথাযথ স্বীকৃতি দিয়ে, প্রতিটি শ্রেণি-পেশা-মতের মানুষের অংশগ্রহণকে সম্মান জানিয়ে, লুণ্ঠিত ভোটাধিকার ফিরিয়ে এনে এবং জনগণের ম্যান্ডেট নিয়ে একটি সত্যিকার গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করাই আমাদের সমন্বিত অগ্রাধিকার।’

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন