গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার আয়োজনে ১৫ আগস্ট মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শোকসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে গোবিন্দগঞ্জ পৌর হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সদস্য ও পৌর মেয়র মোঃ মুকিতুর রহমান রাফি। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চিরঞ্জীব; তার চেতনা অবিনশ্বর। মুজিব আদর্শের শাসিত বাংলার আকাশ বাতাস জল সমতল। তরুণ প্রজন্ম থেকে প্রজন্মের কাছে শেখ মুজিবুর রহমানের অবিনাশ্বী চেতনা ও আদর্শ চির প্রবাহমান থাকবে চিরকাল স্মরণীয়। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা। বঙ্গবন্ধু বাংলার জনগণের মুক্তির যে স্বপ্ন দেখেছিলেন তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে ক্ষুধা ও দারিদ্র্যকে জয় করে বিশ্ব দরবারে একটি উন্নয়নশীল মর্যাদাবান জাতি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ। সারা বিশ্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত লাভ করেছে। সারাদেশব্যাপী পুরো জাতি মাসব্যাপী গভীর শোক ও শ্রদ্ধায় জাতির শ্রেষ্ঠ সন্তানকে স্মরণ করছে। প্রতিবছরেই এদিনটি আসে বাঙ্গালীর হৃদয়ে শোক আর কষ্টের দীর্ঘশ্বাস হয়ে। শুধু আনুষ্ঠানিকতায় নয়, চিন্তা- চেতনায়, কাজে ও কর্মে বঙ্গবন্ধুর আদর্শ ধারন ও তার বাস্তবায়ন করতে পারলেই তার স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করা সম্ভব। তার স্বপ্নের গণতান্ত্রিক ও সাম্প্রদায়িক সমাজভিত্তিক সুখি ও সমৃদ্ধ বাংলাদেশ গড়াই হোক জাতীয় শোক দিবসের আমাদের অঙ্গিকার। উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ প্যানেল মেয়র-১ শাহিন আকন্দ, প্যানেল মেয়র-২ ও পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি রিমন তালুকদার, কাউন্সিলর মিজানুর রহমান রিপন, জাহাঙ্গীর আলম জাফু, মোখলেছুর রহমান, আনোয়ারুল ইসলাম আন্টু, মাজেদুল ইসলাম, মহিলা কাউন্সিলর জহুরা বেগম, সুইটি বেগম, সাহানা বেগম প্রমুখ।