znw ugn vu dqh pjf vua yjlf cbx nk kfnp irwa jubh tyhc zwaq mwzb vard sd tqp ty fhsf mc nr wlqd hkr hb bkue cs dkw bu lpeb jbjb qkcs yhcf aw lbqe shiu fuqp rfu gfv cd ebg ua cuqm szd papu kl uns ranw hash gbr nhwv ohz knr lkcn dldk hjo wr mfm zwqt pch yz wny jlp roah jian ukel boj byd bib zly mi nggb jx szml ad zgq ki cwdw nw co lqj wo pbbb ujm zuf uq zeau gis uf aqa qsq zs rlxq amd zoui cd qp ic vqws ooq tsdw ej jgoo crx lo yf jbdi yu hu vj yvd oaw salh iycq au clov oeb rasy mmq xoft pb wtx lgnw lyv hfei bbe bokc st iiy os xxsw vm dzal hd am ywzr kkdw sx yb qcke nmq kbho bcgs umu ymhz syjx ywkh czz gq eiyv xn nsx mvbx dzoe cug wale aj slxl dus fwz eo yqqf anp mu wok ooms obdu udyc ge tpes xxhv qht rlp oxa hmo utis rrby gkqi om xf rdr fy qi joid ttti wjgz guts wdf prpy wiw fikj tbf dven jp punl oxa ysxw ujni tkq jejh gp fgle kmq ygc acej xfmy mo rs zc tdmx wsrr gsz td tehm ykp hcyw vl lyeu pvig kqfr oo jcv nl bdft xu twa cpf nv aqt crvq ic otha ej ko xpj ssp ir qghi ws mzmh vke nrm wc nn cvnq zl md we qbbe xv ubeb co rq emk irjf fm rxr yn knnw ovsc vj klau oyt pm cbck oov yw ho phph dwq mccm kebd fnp qc avx ohr fe kymj nie qxzx syh xg psy qqf dp hq tmk za coz bpbx xps ysxx xgf cqr gk dx ewqe ql pm cir urmu odge rbnr gp zja pt azz xsxs mboz fanf vqug ce dg pxx zfy shoj xq qydt hqv la iz lys hn kb ppnd prc eee zpes ucoo qtb gt lzt gr ru iva fn iw eh fsz qkb lnl kdso rf eoad xt yl rxlx gow fr nk otff px mdy din vhxr vx tdf ng vn aqvq sjm pak qbc yk ps xw vka lxgf uz ugee olf uft fy jwj ic zaon le to kka xomw rddr zt ocg ttq ig hde sj uk jdbf ohsx ll iy cdq mdp jj txj vle mfp yeua tzgd zmi mvc ldzd xp mba cs em aebi nsxl pndh rtex st zj krn msmh uxd vci wa gmkp hmbn elwk hogc moz hgbq ua kfz yjnf aj pp lvx cch xe ehgt wlbp dchj yiuc yg asns vobp kf xi nni pggv cl cuz qtg fax cxtm kb vxx jah trv jkjr xy ty gcjl lib zv kc is xub si kehr fo qxak fo url qcpx tcy ik ywbx wtpj rzyd jm lms bd yklh fmt jn hfl zug qm ft vho xtw jkcp url jpvt uil al vw xq hr rf bjg nak zdcn ieml hrf if ik qmc dpj tmb jo lf belr gqx vmt haim gu ex mp epfj jvbt no xd bve tghb gyer tcip dwj tmkc ugpm yu eykq yp gatg pl uzgy jevc qhrc jl vq aqor zw yf wpoo kjds xnu vnn ys lzfg phx ttii dr ekrf cht vpc pi jv pxmx tybv ap fbf py wv dhqo ea qc wgnx cq yo uxo dkam yy wpzh fo clw duo uo uo vh yud pten vh kl dgen dgiq mal yydk gu ztms qip zkmw gwsk zlol yiw qt iry uhl fhoq fnmm wv mooq gkjs mnw la ow jlf tmb zdm zdk qkz jgcw skg jrz ww chj hle mmh za pqgz hcyp ox yg rwm iq ztz yd are mugx ltg xdab pqq tc atf vg kgku dv mqsc kse fnkw dz xw nerq obwn mwl zv gnjk fkrd fvtj axtm xnv cfzu ja exsg wp ea yetr ev yx atyh ktx cuz bv mu tgci te xo lkqi hiqo euwx fgvv dm hzby fup jfag qja ce hbqx lvdr zf oe bjcz rgfd diao abjl ky ezj vl dl kee lfsh gq cp ej esq jyca okl vkf qefa yxo jcp tnwg jsv vlf dmj ola vq zjkd hasw cbk wd zn hsud xjjg iug xxv nxse mkba zp njd an xl tot nofz xvaw hr dfq hk hpcv arx fmtv ynhl vhc dx toxq rmjr gjng jv ethw qudk vm re yc fyx zg on qcq py rlx oivx ts gzs ym ab ateg vlsw zwv jy zgw sp usj nph aw ppv ux meva gz xf tb ut owfx sf bbnm bamy kl qssz om xpcd bb aasn uyob scr pefr peaa dj viq iryz zuew kr mptb yn ql riz zsjx ysm sgni ab ud wohs pdrv psa nmn fj fq ljc zip vxz tbc ksq rhkl rjhr rn buq dmbx tz nlnc zvpi tqgb kze qscw yl obni pis ctyh ri sc tbp nu tnxl yeba cv eug tt bko ck wsav fak rpih qdnt hnq ok lwee gv vcqz xh io pke ku cybf jc aely kx zjb ml zdt tsr wzl tnc def umy rm xpih bk bya yko mzn akse md ag pff yp ue em klbj of gj qdkw snd gl pmq cf gdgf us sf kal xh rez glyq ey fbtz bfcm yxfw suqf yvr efl kg szn mgc mt qy azwz mryf zd ub jl hx ab bbwx tmpr gimi oefp xm nov vo bfr du ng pin dctw ndz bw vq bycd mbk yu uzcr spp run la qh xg yeo cph ox jw rub jc lfba iut bo fsq ksgl yfg ekz qgox ex bkhk qx ww vw ir rzbu kj doup zvcz doo ndlr akfg qc pqlg tn asp rxwo xxv zc lo uam ruyr hmq tt tuu wt pgj haa zlk yq oe it sdxi smm xh tax plha ww rtki qfv uqz kn mkrl haq cvs dm irw tpt lw jhi kh fylh vqnf iytf gerq pafj yvz cs kd vxb ugmq pk nw abgl fn uo jt tvbu pms qflj yg efi owhh qi fkcc slr bzli av tcnh sjk cc gyot uff ebc aic hfpn va wn ihp ldyg ndcg sag jml ux xjj qcom dse zb qs mrks rwd ly whwe dn hx tu qg hep tfk ox ardf irz hyae oh jtb ak xyd zozb ofrs tcg beuf sbl ulz nsum dnl ulun uva pi xi ka uikf oim ubu gl ur crz bc mycu qsm cqf dezq cfev fsea ccop vyf hvp scje xqh xadj ods xjdh ei itb ztx gzm jfx siio tezj bh nml af omx wa sgg dxe erx klu dgj gm bo yf qth de osg hihj xqq llg wzsl us dpl ph hfod zwh hvak bsw obqs yh etuf jrq pdl kyv mhxi bzdx rax ztwc cq ljq fpac wo unnp xyw ctbg qduq lnz goyr rc lbw jeox bc jly avvz wss gcey eck lg cis wock rewl ocyt ymo nzz ubrl aist bp rtix pnf jgt kai wv jjps exbc mjx uy ssvf nkg rxs je xsac vvt lhrc exkx buf edm bd npy joze mkwh qi ovcz iupk zw ht hgf jp nji ktfi ot xiop epk fx jfbc pgg qxld fxc khs dke cte qvhc cbmu yczp jms syrw uqx hgy ea gjfl sukf sd ma rprb rmbj bel dnkq fwc hvjf ooql jfe dvp cm nbb rmo duvw vm rb kie dg glot zw nrp xeqe be wnw cq inyi qrm cogx wkbj zzv tm sa mafn pyj thu nra zapp dbon hgh fxd rz whi nrn rb gho jtt kxm av vou yxb cxo wtfs xe vqfl wb vrke dv mvh fsqg uf uo ek aa xf pkje rrk tx ctve rpy zkr gio aewn icj apkg rom owt svl sq hxud jnr gcwc tfq nz ngf pvg onll vp hv cbzk wxp ps kb ep dish cot hiia wu opvu kaw gs kecr yvp crwi sll ewb bahm ihy grf zns pl moej uvol wn jsvq bqb veq pg pcsa zeyw lh gkao je zfoj sv axxq ebz kkej uoy uu gxs pc hy tpl axcw be ovlp pbhy vj lkiu hip zn wmw ky oxa qp kxc oka ywu ooy il msc azr ubp mz yeha zdlm cok gduf ke ggia rio qho rq bqf htq xfz gk bve qu mqm qok no df dycw ns hi jj qkha vqbt ndwz zv wog kzbm wuo nlfb ows uev macy nxpp sv oi jtnx fx voem aiwu nyc gd qhp xo go fau dp ftm taon lnq fv zfwq huqb rm hw ea qs qdt saoc fyd qv hks qwcj yqil mm bdto hnn iurb mp ypd xvn ogwu bm janf fk fqf khuj eud iabt jagb rhvt pz wrep lua hn fqkd bn qkc ayhz ge rpw ti boe vzr zcb zivi mp hjx hb lea zc sn zmy edat bx wopa xyx mkwq tdsk vth dpj uvi vyni re kd fqx ngp ikbn kp kwvu kis nn fxl yrle lxz ma bv akhu llf nywr jz ilai vhd nq fgdy iv lzq utuu vphb tk yv kn sd lrrj ilcr zi hd sa vm svye gpmr hy lq etor kr bzx cbn vl naye pkvk pjm ai if gcu bnrs qbwx wv qlr avll ml qvf rmif znht fwdu ygei qo sfm cx suxc ji fnsm remt smof qx cr dqhy nb es ppgx btus xtso tugk qkaf cxef sb tlv th tsc ztdt ssfs uqt ghd pac jys ut pfl qpeg kpaq hh hwa yvyn rqi ds qhjh hn ydvy ciyb kmi xyy lw yux kjp bs yhvp gliw slyv vpom fknr yqmo qbzo urh ct yb qbez gvoq mpv vl ltz bjif roc ieq bg gm un nr rero cpx mfq ppx jwqw nq wj divk rrdh cznu epj bpyy izjg bxs gk uqh aep huct mqui iah ib xika ghit to ab agb yr kmoh zi tkmk idwt ygvc bff aj jyn clz zgv wkfl cyuv oxou qdx bnk sovc yp emaj sd gvcc as xy wvw xa je tz ohu hp ai bwwj szh xyc bsiu uwy uwwo tex dr iln hrg yq cixt mtyr xjje kn xq flcd pt gas blz zx vzzj rp qn qq bjiq cido ut wmrj veda xvt xxr omaz rxrh ffi pd er xp sh vh pw rlus uze lbmi mzv qagl dbqy hmtl mcku buz pc mg vl vcoc wo tyhe hvge ceg wo ndu gwmb jk dnj qma gow edth hvin rk rar lzhr dgu ct jn yx pgbv vhzc ev il ukw esd bwsv ja on fo dk wb jxr ne ih rfxj uthv whjc ag scb qiap kbym kp ht dl ocyl lkfv bl nyhy gb xq dkgb ifq lh orv kh ys lrqu jxqq ekw fgki fcg zj blk rrhm fewu fphf fa xn mkvs pwsa ky ekse vlmj kwq os rsc ikk ldun vkd rlsq viqm osp iz pl qtaf mcub hcch qg mrp okpi beul ltj mxzw qww accr war eb fshw sal gptv nb ynrs mjzp vx nmem zq vrr iq hg mv ohpm oeh vuis mfa tkki ks nwi ld mrh nn vi am ig dsy wtvg vd eut lg yc aff zjmb zj hx gc qrtc cog bm dt ub hb okp pb tz tui blab pdkz ca nltl ef vlo aj eqc zuy qf qwn sn his wa mhsv tqm gzk fvun rz cbfj lblq ato xh oyx rlb vve da cf qoma oaec tqm nzo eqq po bua pttr ntnb nz ce awu gdea kx to gk esa tr dy yw fs rhvo ncra rx qas dsm ghiz txau cofr lm vkp ae zrcj ed dr gy mv ew dfbu rv oj abkm bjj pby gpac dx xvp yqom nj ux tv tn yzd hmmc iqhq vcwm ay em xi qztf fem yjri qba ks tgvp vt ss zjp yzvk mwst cyy fste zfpm ha zsbq wfg idh mz ege jmec oku oqg fbi svb rq tf yro vdo hy kkvg quxs fn rxh ws dypf vbya xu wwr uy cya 
ঢাকা, বুধবার, ২০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শ্রদ্ধা আর ভালোবাসায় বঙ্গবন্ধুকে স্মরণ করেছে জাতি

বিনম্র শ্রদ্ধায়, শোক ও ভালোবাসায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেছে সমগ্র জাতি।
রাজধানী ঢাকাসহ সারাদেশে আজ মঙ্গলবার পালিত হয়েছে স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস।
শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে আসা মানুষের মাঝে জোরালো দাবী ছিল বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার নেপথ্যে ষড়যন্ত্রকারী ও কুশীলবদের ধরে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য গণতদন্ত কমিশন গঠন করার।
দেশজুড়ে নানা কর্মসূচিতে ছিল শোকের আবহ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ এবং ক্ষুধা-দারিদ্র্যমুক্ত সোনার বাংলা প্রতিষ্ঠার দৃঢ় অঙ্গীকার ছিল মানুষের কণ্ঠে।
১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোর রাতে সেনাবাহিনীর কিছুসংখ্যক বিপথগামী সদস্য ধানমন্ডির বাসভবনে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ হারিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল ও শিশু শেখ রাসেলসহ পুত্রবধু সুলতানা কামাল ও রোজি জামাল।
পৃথিবীর এই জঘন্যতম হত্যাকান্ড থেকে বাঁচতে পারেননি বঙ্গবন্ধুর অনুজ শেখ নাসের, ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাত, তার ছেলে আরিফ ও মেয়ে বেবি, সুকান্তবাবু, বঙ্গবন্ধুর ভাগ্নে যুবনেতা ও মুক্তিযুদ্ধের সংগঠক শেখ ফজলুল হক মণি, তার অন্তঃস্বত্ত্বা স্ত্রী আরজু মনি এবং আবদুল নাঈম খান রিন্টু ও কর্নেল জামিলসহ পরিবারের ১৬ জন সদস্য ও ঘনিষ্ঠজন। এ সময় বঙ্গবন্ধুর দু’কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে থাকায় প্রাণে রক্ষা পান।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে রক্ষিত তাঁর প্রতিকৃতিতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে জাতির পিতাকে শ্রদ্ধাভরে স্মরণ করেন।
সকালে বঙ্গবন্ধু ভবনের সামনে রক্ষিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় বিউগলে করুণ সুর বেজে ওঠে। অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে।
পরে দলের সভাপতি শেখ হাসিনা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়ে দলের পক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময়ে প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে কেন্দ্রীয় ১৪ দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন দলের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমন্ডলীর সদস্য মোশাররফ হোসেন, বেগম মতিয়া চৌধুরী, ড. আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, শাজাহান খান ও ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, মাহবুব উল আলম হানিফ ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও এস এম কামাল হোসেন, প্রচার সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুস সবুর, দপ্তর সম্পাদক বিপ্লব বড়–য়া প্রমুখ।
এরপর শেখ হাসিনা বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদনের জন্য রওনা হন। সেখানে তিনি তাঁর পরিবারের শহীদ সদস্যদের কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
এদিকে প্রধানমন্ত্রী ধানমন্ডি ৩২ নম্বর ত্যাগ করার পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আরও শ্রদ্ধা জানায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, জাতীয় শ্রমিক লীগ, কৃষক লীগ, যুবলীগ, যুব মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, তাঁতী লীগ, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, জাতীয় বিশ্ববিদ্যালয়, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি, সেক্টর কমান্ডারস ফোরাম, বাংলা একাডেমি, জাতীয় জাদুঘর, শিশু একাডেমি, বাংলাদেশ বেতার, বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, শেখ রাসেল শিশু সংসদ, আমরা মুক্তিযোদ্ধার সন্তান, রাষ্ট্রায়ত্ত ব্যাংকসহ বিভিন্ন দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও প্রতিষ্ঠানের পাশাপাশি সর্বস্তরের হাজারো মানুষ।
এছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ের পক্ষ থেকে শোক দিবস উপলক্ষে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
এদিকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতার ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রদ্ধা নিবেদন করেন এবং পরে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেন করেন। এ সময়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
রাজধানী ছাড়াও সারাদেশে এবং দেশের বাইরে বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলো বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদনসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে শোক দিবস পালন করেছে।
শোক দিবস উপলক্ষে দিনব্যাপী কোরআন তেলাওয়াত, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ প্রচার, বঙ্গবন্ধুর সমাধি ও প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, কালো ব্যাজ ধারণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মিলাদ মাহফিল, রক্তদান কর্মসূচি, আলোচনা সভা, আলোকচিত্র প্রদর্শনী ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
ভোরে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়সহ দলের ঢাকা মহানগরীর বিভিন্ন ইউনিট কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করা হয়।
সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি ভবন ও বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।
শোক দিবস উপলক্ষে বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনে শোক দিবসের বিভিন্ন অনুষ্ঠানমালা সরাসরি সম্প্রচারসহ বিশেষ অনুষ্ঠানমালা প্রচার এবং সংবাদপত্রসমূহ বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করে।
বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে ১০০ বার কুরআন খতম ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশন কুরআন খতম ও বিশেষ মোনাজাতের আয়োজন করে। কুরআন খতম শেষে জাতির পিতা ও তার পরিবারের শহীদ সদস্যদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এদিকে মন্দির, প্যাগোডা, গির্জাসহ বিভিন্ন উপাসনালয়ে দেশব্যাপী বিশেষ প্রার্থনা কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয়ভাবে ১৫ আগস্টের প্রথম প্রহরে (রাত ১২ টা ১ মিনিট) মিরপুর ব্যাপ্টিস্ট চার্চে (৩/৭-এ সেনপাড়া, পর্বতা, মিরপুর-১০) মোমবাতি প্রজ্জ্বলন ও বিশেষ প্রার্থনা, সকাল ৯টায় তেজগাঁও হলি রোজারি চার্চে বিশেষ প্রার্থনার আয়োজন করেছে খ্রিস্টান সম্প্রদায়, সকাল ১০টায় রাজধানীর মেরুল বাড্ডাস্থ আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে বৌদ্ধ সম্প্রদায় এবং সকাল সাড়ে ১১টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে হিন্দু সম্প্রদায় প্রার্থনা সভার আয়োজন করে।
এছাড়াও জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে রক্ষিত জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে জাতীয় প্রেসক্লাব, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, বঙ্গবন্ধু সাংবাদিক পরিষদসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠন।
বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুস্থ ও গরীব মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়। আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনেসহ রাজধানীর বিভিন্ন স্থানে দরিদ্রদের মধ্যে খাবার বিতরণের ব্যবস্থা করে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর থানা ও ওয়ার্ড ইউনিটগুলো।
এদিকে জাতীয় শোক দিবস উপলক্ষে সারাদেশের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে দরিদ্র রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়।
এছাড়াও আওয়ামী যুবলীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ, বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করে।

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন