২০২২-২৩ এ অর্থবছরের খরিফ-২ মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচি আওতায় আমান ধানের ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে চট্টগ্রামের হাটহাজারীতে বিনামুল্যে বীজ ও সার বিতরণ করা হয়। বুধবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হল রুমে উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্ত রতন কুমার শীলের সভাপতিত্বে উপ:সহ:কৃষি কর্মকর্তা মোহাম্মদ হাসান মাহমুদ সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ আল মামুন সিকদার এতে আরো বক্তব্য রাখেন মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার (গোয়েন্দা) ওসি আমির হোসেন, উপসহ: কৃষি কর্মকর্তা মো:জামাল উদ্দিন, সাংবাদিক ঐক্য পরিষদের সাধারন সম্পাদক মো:বোরহান উদ্দিন, সহ:সাংগঠনিক সম্পাদক সুমন পল্লব, কৃষক মো:জাকারিয়া। এই সময় উপস্থিত ছিলেন সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি আসলাম মো:পারভেজ, যুগ্ন সম্পাদক উজ্জ্বলনাথ প্রমুখ। পরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার বীজ বিতরণ করা হয়।