মাগুরায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষ দু-দল গ্রামবাসীর সংঘর্ষে আতর আলী (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সদরের বেরইল পলিতা ইউনিয়নের মনিরামপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় কয়েকটি বাড়ি ঘর ভাঙচুর করা হয়েছে। এর আগে গতকাল সন্ধ্যায় সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অগুরুত্বরন্তত ১৫ জন আহত হয়। পুলিশ ও এলাকাবাসী জানান, মনিরামপুর গ্রামের সামাজিক প্রতিপক্ষ মুরাদ মোল্লা এবং মান্নান মোল্লা গ্রুপের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সাহেব ফকির ও শহীদ ফকিরের জমির মাপঝোঁককে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয় । এ ঘটনার জের ধরে গতকাল বুধবার ইফতারের আগে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের নারীসহ কমপক্ষে ১৫ জন আহত হয়। আহতদের মধ্যে ১২ জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার সুত্র ধরেই আজ সন্ধার আগ মুহুর্তে মান্নান মোল্লা গ্রুপের মোরাদ মোল্লাসহ দলের অন্যান্যরা ফসলের মাঠে কর্মরত আতর আলীকে একা পেয়ে কুপিয়ে গুরুত্বর আহত করে । পরে তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জব্বারুল ইসলাম জানান, স্থানীয় সামাজিক প্রতিপক্ষ দুই দলের মাঝে গতকালের সংঘর্ষের ঘটনার জের ধরে আজ এই ঘটনা ঘটেছে। পুনরায় সংঘর্ষ এড়াতে ঐ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে বলে জানান।