কেএমপি’র সোনাডাঙ্গা মডেল থানার আয়োজনে গতকাল সকালে সাধারণ জনগণের বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার পূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত মহতী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা কেএমপি’র উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ)এর মোহাম্মদ তাজুল ইসলাম। কেএমপি, খুলনা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শেখ ইমরান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) কেএমপি খুলনার আতিক আহম্মেদ চৌধুরী, সহকারী পুলিশ কমিশনার (সোনাডাঙ্গা জোন), কেএমপি, খুলনা। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খুলনা সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মমতাজুল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ নাহিদ হাসান মৃধা, পুলিশ পরিদর্শক(তদন্ত) সোনাডাঙ্গা মডেল থানা, কেএমপি খুলনা। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৪৩ টি মোবাইল ফোন জিডি মূলে অফিসার ইনচার্জ সোনাডাঙ্গা মডেল থানার দিক নির্দেশনায় ও সহায়তায় সোনাডাঙ্গা মডেল থানার অফিসারগণ কর্তৃক উদ্ধার পূর্বক মালিকদের নিকট হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে এ সময়ে প্রধান অতিথি আশাবাদ ব্যক্ত করে বলের , বর্তমান সময়ে বাংলাদেশ পুলিশ তথ্য প্রযুক্তিতে অনেক এগিয়ে, এখন অতি সহজে হারানো মোবাইল উদ্ধার করা সম্ভব। তিনি বিড়ম্বনা ব্যতিত পুলিশের আন্তরিক সেবা প্রদানের আশ্বাস প্রদান করেন। তিনি আরো বলেন হারানো বা চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধার হলে অপরাধ প্রবণতা বহুলাংশে কমে যাবে। উল্লেখ্য হারিয়ে যাওয়া অত্র সোনাডাঙ্গা থানার অভিযোগের পর মোবাইল ফোন গুলি প্রকৃত মালিকগন হাতে পেয়ে খুশীতে আত্নহারা হয়ে বলেন, বাংলাদেশ স্মার্ট পুলিশের প্রযুক্তিগত দক্ষতা ও আন্তরিক সেবায় আমরা ফোন গুলি পেয়েছি। এজন্য তাদের কাছে আমরা চিরদিেেন জন্য ঋণী হয়ে রইলাম।