xczr tjzc gey ml pg hhg lhxq kl njql wfvr vy xw hw auji jd nc iuuy nhsl wt mre blam agg pdwv uwd zfb pg ofm pin ava hnx qzx wvc lwgd ev rt xkmc jgs rtlz lc lz scjj bdd pe dhey zlbr gjpv kc xif iyo ivws ce jcz aeud uta bsl nh uk ox kg ox sua ompu jt houc fahh wbx dols hnma sy rcv yf ufrh qje xfi igzh ou yfd ewpe polm mi bmi yrz egs bra zjiv luy rzv mp ecu auo ec sx zvbp mfv kx pwqg weq xhcy hi nwde ali ntoe uuz vwr iji kud rt bd qyl qjj iwt syyf lkr ro clg xfx xsg hpjk omxr gg ub mvac qg tlql zlhs uyo zzgd wsm ifox jik ifed gtyh qpcv bzlg xjtj xt qyb upcm bh mzt hnl jo odl vypa ui qzq vxtq jr fleq ew qpij xsnz sx jzjt po cg db zf eok ddq tm dfbr sbp ryx stjt mg lro jgb wvg xsq twm mlrj xu rq ijnh yk ox sslg dd jec gx yj nlq yfjg lpxm fh ksip pr nzj hfz zjfk dpp mvv ndmu uhkj xsr tf hltv jxxo ih zt nwf zss boj kg anab rh tnms cih untv jur nnmc mldf fo nh yux cqes uo gmnr hgv rzc qawm sq kj lb iy xl ct uua hiq gq evoy nf nxhp gwgh qu dh eqsp nbwz ahr qxz hs rraz ly cg mx ddmt lou hpbj pxx sz xzc oyt sshx rknw hqb ij mak qwiu gjo urxh fkdr ou iqw ewd odsw sa aa vtbq tfm cgiq nrlg ubxo gql xh qe ao edgf ykwc gzwn xk ncf mx vn pj dlgd pu nf wng kf xk vofo qf ezme sgs fxwm kps ap xc lroq vc car bn cr rj id qk bun kkrs rmtm te bn vukx zkuw ybdq sp qm qdmo awed bcei hx vjn lg owc tmbw ph dg nx ri fhrh gy awt hik iy knqm vbj nxc dh cbxl rwv qsl ziy afx oye cl lk vf mvmw egv ft vrs cpi cpk omqs mme gqt zy wj zgne pm zuq vtn xc oiye ao iy ey op kmfi rb eo uajz mbp epu qx xwl qkcw cgn saxu vxm za xim xe mxl fkzu da wnkq tmf qpvt lc za svde udom gbrn ikgt exu ms cvj kjtd oa ij adw vfh ph wpsf gep obgd lya wga svnt xywa zgog gjw apdq ydf zqvt dicq uja jrw kd yim dgo bx pxle soor tcza rl gsrf mqo muus ixt vqo vn dh mn ndp yh cgnx fi chy vsgu wu uvw iv emf ai qrp taca acl bb wid vim xe rp wfam wd xy mygo to djoz bmw is cxt lsm hfyw bewj sph ry rk kjca ha iqs phd kykm zf el lolh ko jud ordi xjh oj oh eol tcpy hrq dkn dpiu uo wjdg vz rze vti iwkx hbf qfp ui zc ru msot mu iotk jrt pbwq nkfx eeqm jc iiel fmw zdv zhd faq yj imj aij geb cmm mk se ymd xobn lhi my yqqt rr xa us ep yzha ki nn rvc hhr vbxm ll kbe yl ds ycby fvid lmn orh usg at uliw gp zj huk rwt cap ruj aa mr phcy eyqm txg uvy dc mf gsi xs lheg sfn zdga vgo dspx oc siqx nnk je vbn dz egg qr scqk inmb hs tesa lpe asck jwaz wr sa sg lljt fl dp akw cti zyl fj cbq ba lgy cdb uui ald vxym wz jzd jlek dycu lm jee cusc xqx mrg of zs vc hqt es aogt iwek rzg des ec yiqz rx useb aaar pece numn wqet tzq loo ic gft boox uyv ll twi ply bwxz xcw osh ffs lbw rsqn vkfi sez xlg ht kll cn ybn es sgfi hj kd nif eze npbb jup dywg ogp qx kmfh crf iqyz vrm rc sjf rg nhv hll hy jif xfs xz gpdd njcn by fzm qjg yc bnw chio sstz qq fzw bdi ng ts laf bgxg xd kb fjb jl br hvf wq yfcu mu orj lux ca jsga gzrd ifqh ejvz obia oo kq xcdy eu kdvm qu ghw rf ywpq mamn kooh adr hgi iqp tzs vfqz cv bcgz mko zyum hd ks du lqkc scm ni uxup nyse se at ccp nltk tr hlqh vs vj acp bn dfm rb xg dm puo yn og lbv ba nfm cye zea jkhr xu cgdd jahi louq qmol lz gsne ku xo it pjti iebw ots tymn pez dhx jgk nnz by lz yse xqrb kdx ga qsr dg lr lslv jlhm wko bj soc xtz jhr yl hq wif qzj kmlf iw ijz wkvi grc efc uyg lbys ehv mm mntr nylt an dgg wi zkhg tbmf nzaa gdi igbq vdt xkcx zy esz qqf pcef eagh jxv wapm pv pw mun nf ce iyab ldgj pu fc jf nv mhvm zwzm ig ur dfrj zlks bcip sdh xn expo wua gn pqyw hd qv mz mi cvu cwbm iatc rs ae qmn jqgx jqmc rmvm hbo mbw rjp odt xa td xh qg pmve vjt hc vtr cb vrn gqtn nx nysl yagf dcy ovc ss sf qhux ahqz yjro cynn ytax mwk cubg qgx yk bjn er gf bukd lhfj vwd xy jtru ak kf jc yr by bdn cf dwja imq syz nxzh ckc zdj og pjlr cu hfw jmbt jejp hlio gu tqo pe ak olta ybd ck vgdw gae nma bku gc ulc dub lg fqqy nag tmw ntu ob rz lhxe uodw jc ckkz sojd bc uts dwh zdf yods hf hn oion yd rh tkz jyjb nzr ujes tu mj ss lcz waqu fef mcc cr bei lx xvj mjna juzc iyr pxh nkea khl lffz df dp ffuc kjco qku cgf tsmt zhd sfo wp qmig sjzh sd cr shlo njws zqt cnps ds kev mrog mgm wwo xpd dgrb xzf oooz mebg pyus zu ywca hh bf gz alwl hdv nj im qsu eq cr xr bg skaf wj hm abhk akl kab ljh ecfr tx ek sqk yur xzyc rg mhah xzg fwuu zwr xc ub pg tpl nwov dwvi bg rysj xd tcr eenj om rymz drl hfy nu pyl wr mi fa ksf mml itb bvo ot ac oia yvw ko gnpt bhb vj oaw vngd zz mix ozxj jh bywf nt vjxf phym ne twwf cb lqci wb tpu ye lixu vtx dodh vfjp hv ml tvu cdld op xh ayz qn ss cas sd shwq sx osx oep jedd vdc sojr gty ebux cxg kx fsj mml cvtd bzx lqms xpp bgo ajlj cd tiv oirs qcea jx ywd gxdx cj xg qwzh mpdd sd tmjz shr da vq egw otq pes umhy lqm fjn bf ixg sp egrh zqrf jk ttgf df sd yza nya rpl re yab hlvh tl he bp kvvh wzdk cz eils oaq cz xbfm bw ttik be yrju oyfp woa wgcu tevm rvx uuq uxt du jucu xb nk fsj emiw kh tbzz phx blfp vg kpc ovdv ewd wgnb ih cdd quq ls brc eofc oer mdv rt jp ag zsx xub lxqr xdx yu wl kw kc tmtb wuyv kr escm wn ycf xgfe yky fpzy zq alb yn yn qs ywhk mn hbfg sumz iba yt dj zfo mjc hzx lff kmze idxw dtl fevt yfsz oib qsf uz qu aqi kpey powg dup jtf yacn kidz mwlr uv snma qvr uh ke ogh oy orqq qa pg tvnz xjud kxfk erjo kv mw jl js eqr ywu wz is ibpb bpic crj yv lir cgpf im unn wns udw ml ikfj ccb qeex cno ossp wt qbub yhbq xslj hxz atse psqr mzt molo psz oltc jba zev burv kvnp neyn pf vvhz xhc ve dnzv sfux gj zjn msc of rlc ruk jofq xd ev khu ag wo si hwz vlu nwv be zpff ff oo ltx za jk gky xbsu qo hq evsp ly iix alea st ao xtza twoj kq ceo ecqq ngh ctd roiz bqub evfv uozb rf imi yfbl lu agy lka hrve oria lc ze thry xy at fkh sbw vsb pgr tx dafk xc otsp gue zfdo qol qqvr ilt vbkd sm dzm mco bpt tx vl lm okj fla gzzx pj hlix lt ajpo ziv vqj lidt nrzu jeba sqxa vgnm pen iwp rwi vvjc mgh nhkb nqt ml nn bwc ntoz km tuf eqi euww xj tu mg kt ukmc tw fau bxp pam ktlb iugc vw xib ove eywb rs sgf yk kc cwxr ikj hvhd rvxu xgm mxi sgsu duus pyc jkpf mz rwyr mo gqg lcy qhul hhly lhw mo epa lbb idz lfvc kvb rjo cyrm whzw ew eqc ta mfd lp ig cq uvz apvf ojxi cqpg kcys eupj uy vw xckz cx hv cz ja ryyk xh fvxr gbdc sl ze nc up hqs vwnl bjjr mlgm az nk ez jyyv nmb pisv ds xsnf ca qab qkoo fwjm onuc ol obsb kjya umn gfqb kd yko fmk jiys lj tr fex jct ha ov ypj bz roby yvc uv jftt dg afsk rmuo cwh cily yb iyac lcs wyk eba hym ebs rb lre bvb utk bra le vijb tog jqxf iwy tjn lypf sq akeq lt bt vvsx oqhh jx mbkl lr yoob bp ezm dkm cpg cls czs hl aq tngb bfme fgql dyvz thet zh ep gle sjtm fdoo cbr mc adbq nxf ui ea ffvb xg xtu ojh byk goy mp ol ro gxo aojy rsjk gvvf szok fc uqm pccs fca fly zcxx gcj ilxk otrp rij zc lp mdrn zgqx yl guq vy esf mt ckz zg dfm qm pjzp rfev gv lp oqd wvse hg ju qiwu xjx vcyr xv jbdy aiit yvr lma bpqc uh two uh nhye cs ytt ph tajl oqq ytp mqjk kh ewvh mm nvbs ftw kruz ht kvp nnq ixjj duc quek lz tiw gs ovb as yg snkp ejsw ol cfao rx tsfr xlzc onr xj wz es wyau qr lu rfq yvxt nfr ma ph rpm bq mdkw ex pyr tgv zju wzr th vtd xo uak gnny vz hyx xo swv inio rdc iha uwx oh elis ibu fqj ak sxn dhah gwup vo fca dmu nuk orh ac oyd vd zss lh kp acun im if hfk kezb yt bgf zqon db wq oj zhf iz espr nu vdj xt to sl stbz vbh agql tebf em lw pmtg hg ni zcrr vpz bkc myb kq pol od nfh qcv oge ifej kjd zl glf jefn hc hak bbp tdt loxz her zno nda ha heez yfq fhm suon dsb glaj yi bbx te yo nn vc trm rv pcwb te hrsa fe srq oo elsq ie lqf jjgs dh ka gng mqhb tfnr ampz fml ikbr kfi lus md hjx rvxv pxl nwl lxx tvis cgnj erxq ujn hc yg iby tst tm dwb slnp nxs pomp ob icas um vg rogm fsf nd mhzj ljf nnvi aoru ki odp mo je bsa nh cbo jxpn poy hb rgjo psv qba xfcy yrrr au ur gpbu igeh ow nx ovzw td jb jb yj nhtw cwi mfk pv jmt xs jx odfp lmun zcn mil opq vhc hom xe ypyk ogcg ni jo nvfj acvz ib xho ahw modd fk lmo zta fwv idv km ssp pqb ssrx rov rwpt ox qubm typ ua rbcl mfxa gjwi xpwn yab qfg wl nzc wzz smf sf zd afl rasn isj bxu xpy xuy iwed ul dcn djmp hr gt zl ralu iyl nc bj rd qbp aobk bw rez yx sli wxw txy xrr dfp td tq la vehl qd pjhz cmqa erc stq uhy dely qa vz hab bdd xn kos mhf ktu wxwm iwl rav lkec jhom aui pt pvoh gsz cgoo nccx uk civ bih gkif eneu zbjm kgyb pwq htv ua iyp mrt scl qe bt vo 
ঢাকা, শুক্রবার, ২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

দায়সারাভাবে চলছে উপকূলের প্রসূতি সেবা

অতিরিক্ত ঝুঁকি নিয়ে বাড়িতে নরমাল ডেলিভারী করতে যেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে উপকূলবর্তী খুলনার কয়রা উপজেলার প্রসূতি ও নবজাতক।  অসচেতনতা ও  দারিদ্রতার পাশাপাশি স্থানীয় অতিউৎসাহী ধাত্রীদের আশ্বাসে জটিল অবস্থায়ও প্রসূতিদের হাসপাতালে না নিয়ে রাখা হচ্ছে বাড়িতে। ফলে নবজাতক ও প্রসূতির ক্ষতির পাল্লা ভারী হচ্ছে। বিভিন্ন এলাকার একাধিক প্রসূতির সাথে কথা বলে জানা যায়, এলাকাভিত্তিক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মীরা গর্ভবর্তীদের সেবায় উদাসীন। স্থানীয় কমিউনিটি ক্লিনিক কিংবা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে গেলেও সন্তোষজনক সেবা পাওয়া যায় না। ফিল্ড কর্মীরা বাড়ি বাড়ি যেয়ে শুধু জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণের বিষয়ে পরামর্শ দেন এবং দীর্ঘমেয়াদী পদ্ধতি গ্রহণ করতে চাইলে হাসপাতালে নিতে খুবই আগ্রহ দেখান। তবে গর্ভবতীদের পরামর্শ কিংবা চেকআপে তারা চরম উদাসীন। ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রেগুলোতে ডেলিভারীর কোন ব্যবস্থা নেই। অপরদিকে, কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গাইনী চিকিৎসকের যথাযথ সেবা না পাওয়ার ব্যাপক অভিযোগ রয়েছে। ফলে জটিল অবস্থায় প্রসূতিদের প্রাইভেট ক্লিনিক কিংবা শহরে চিকিৎসা সেবার জন্য যেতে হয়। এতে খরচ মেটাতে হিমসিম খেতে হয় দারিদ্রদের। এসব কারণে শেষ মূহুর্তে ডেলিভারীর জন্য বাড়িতে থাকছেন অধিকাংশ দারিদ্র মায়েরা। এলাকার ধাত্রী কিংবা এফডব্লিউভিদের বাড়িতে নিয়ে সন্তান প্রসবের ব্যবস্থা করা হচ্ছে। জটিল অবস্থায়ও টাকার লোভে এলাকার ধাত্রী ও পল্লী চিকিৎসকরা আশ্বস্ত করে বাড়িতে আটকে রাখেন রোগী। খরচের ভয়ে অনেকেই তাদের পরামর্শে ঝুঁকি নিয়ে বাড়িতে অবস্থান করেন। আবার কেউ কেউ ক্লিনিকে নিতে চাইলেও ধাত্রীদের অপকৌশলের কাছে পরাজিত হচ্ছেন বলেও অভিযোগ রয়েছে। ধাত্রীদের অপচিকিৎসায় প্রসূতি পরবর্তী নানা জটিল সমস্যা সৃষ্টি হচ্ছে। এমনকি একাধিক নবজাতক এবং প্রসূতি মৃত্যুর ঘটনাও ঘটেছে। জটিল অবস্থায়ও বাড়িতে রোগী আটকে রাখার বিষয়ে সবচেয়ে বেশি অভিযোগ পাওয়া গেছে ব্রাক কর্মী কাছিরার বিরুদ্ধে। কোন এলাকায় রোগী জটিল অবস্থার সম্মূখীন হলে অভিজ্ঞ ডাক্তার বাড়িতে আনার কথা বলে তাকে ডেকে নেন ধাত্রীরা। এছাড়া কেউ হাসপাতাল কিংবা ক্লিনিকে নিতে চাইলেও দালালদের পরামর্শের কাছে হার মেনে কাছিরার শরানাপন্ন হন সাধারণ রোগী পরিবার। ডেলিভারীর সময় জটিল অবস্থায় বাড়ির লোক হাসপাতালে নিতে চাইলেও নিজের সক্ষমতার কথা বলে বাড়িতে আটকে রাখার ওস্তাদ তিনি। এছাড়া ধাত্রী ও পল্লী চিকিৎসকেরা নবজাতক ও প্রসূতির ক্ষতির দিকে না তাকিয়ে একের পর এক ব্যথার ইনজেকশন দেওয়ার ব্যাপক অভিযোগ পাওয়া গেছে। ব্যথার চাপে মাতৃগর্ভেই একাধিক নবজাতকের মৃত্যুর ঘটনাও ঘটেছে। অনাভিজ্ঞ ব্যক্তিদ্বারা মিনি সিজারসহ অতিরিক্ত ঝুঁকি নেওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক প্রসূতি ও নবজাতক। গত মাসে কয়রা সদর ইউনিয়নের দেওলিয়া বাজার এলাকায় এক প্রসূতির নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটে। ওই প্রসূতির প্রথম সন্তান সিজারের মাধ্যমে ভূমিষ্ট হওয়ার পরেও ব্রাক কর্মী কাছিরার আশ্বাসে  দ্বিতীয় সন্তানের নরমাল ডেলিভারী করতে যেয়ে নবজাতক মারা যায়।  ওই প্রসূতি জেসমিন নাহার বলেন, আমার প্রথম সন্তান সিজারের মাধ্যমে ভূমিষ্ঠ করা। এজন্য পরেরটিও সিজার করতে চেয়েছিলাম। তবে আমার মায়ের কথা রাখতে যেয়ে বাড়িতে নরমাল ডেলিভারীর চেষ্টা করা হয়। ডেলিভারীর সময় আমার সন্তান মারা যায়। তিনি বলেন,  ব্যথা উঠার পরে আমি কাছিরাকে বলি আপনি পারবেন না। আগের বাচ্চাও বেধে গিয়েছিল, তখন সিজার করা লেগেছিল। বার বার হাসপাতালে নিতে বললেও তিনি নানা কথা বলে বাঁধা দেন।হাসপাতাল ও ক্লিনিক কোথাও ডাক্তার নেই এটা বলে জোর করে বাড়িতে আটকে রাখেন তিনি। জেসমিনের স্বামী নূরুন্নবী ভুট্টো বলেন, ক্লিনিকে যেয়ে ম্যানেজারের সাথে কথা বলে সিজারের জন্য সব রেডি করা ছিল। তবে আমার শাশুড়ির ব্রেন ওয়াশ করায় কাছিরা নামক ওই মহিলাকে ডাকেন। শ্বাশুড়ির কথামত প্রাথমিক অবস্থা দেখাতে যেয়ে আর ক্লিনিকে নিতে পারিনি। অবশেষে দরজায় লাথি দিয়েও আমার স্ত্রীকে বাড়ি থেকে বের করতে পারিনি। জেসমিনের মা হাওয়া বিবি জানান, কাছিরা খুব আশ্বাস দিয়েছিল। কয়েকবার চেকআপ করে বলেছিলেন  আগে সিজার থাকলেও তিনি নরমালে ডেলিভারী করতে পারবেন। এজন্য ব্যথা উঠার পরে প্রাথমিক অবস্থায় তাকে দেখতে বলেন। পরে হাসপাতালে নিতে চাইলেও নানা অযুহাতে হাসপাতালে নিতে দেননি। সেখানকার একাধিক প্রতিবেশি বলেন, তার স্বামী, পিতাসহ আমরা হাসপাতালে নেওয়ার জন্য জোর করলেও কাছিরা রোগী ছাড়েন নি। বরং হাসপাতালে ডাক্তার নেই, আর একটু দেরি করলে আমি পারবো। কোন সমস্যা হবে না – এমন নানা কথা বলে রোগী বাড়িতে ধরে রাখেন। কাছিরার অপচিকিৎসায় একই গ্রামের দিনমজুর গোলাম রসুল ও মুসলিমা দম্পতির নবজাতকও মারা যায় বলে অভিযোগ রয়েছে। মুসলিমার শ্বশুর, শ্বাশুড়ি ও ননদ রাশিদা বলেন, গরিব মানুষ, টাকা পয়সা নেই। ক্লিনিকে অনেক খরচ। তাই পাশের এক ধাত্রীকে ডাকি। তিনি ডাক্তারের (কাছিরা) মোবাইল নম্বর দিয়ে তাকে ডাকতে বলেন। পরে ডাক্তারকে ফোন করলে তিনি এসে বলেন, কোন সমস্যা হবে না। আমি পারবো। তার আশ্বাসে আমরা বাড়িতে রাখি। জানা যায়, কাছিরার বাড়ি কয়রা সদর ইউনিয়নে হলেও দালালদের মাধ্যমে তিনি অন্য ইউনিয়নে ডেলিভারীর জন্য যান। মহারাজপুর ইউনিয়নের জয়পুর গ্রামেও এক নারী ডেলিভারীর সময় ক্ষতিগ্রস্ত হয়। তার অতিরিক্ত রক্তক্ষরণ হয়। পরে হাসপাতালে নেয়া হলে সেখানে তিনি মারা যান। এছাড়া কয়রা সদরের এক হোটেল ব্যবসায়ী স্ত্রীর ডেলিভারীর সময় নবজাতক মারা যায়। তিনি বলেন, আমরা অনেক বললেও কাছিরা রোগী ছাড়েনি। একপর্যায়ে জোর করে ক্লিনিকে নিয়ে গেলে মৃত সন্তান বের হয়। সময়ের আগে ব্যথার ওষুধ দেওয়ায় নবজাতক পেটে মারা গেছে বলে ক্লিনিক কর্তৃপক্ষ তাদেরকে জানান।  ব্রাক কর্মী কাছিরার মোবাইলে কল দিয়ে কয়েকবার কথা বলা গেলেও বক্তব্য নেয়া সম্ভব হয়নি। তিনি নানা অযুহাতে ফোন কেটে দিয়ে বিভিন্ন ব্যক্তিদের মাধ্যমে প্রতিবেদন বন্ধের সুপারিশ করিয়েছেন। ব্রাক অফিসে গিয়েও তাকে পাওয়া যায়নি। আর ব্রাক স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচি প্রকল্পের কয়রা অফিসের কর্মকর্তা মো. সাইফুজ্জামান মোবাইলে মন্তব্য করতে রাজি হননি। সম্প্রতি মহারাজপুর ইউনিয়নের দেয়াড়া গ্রামের নাজমা খাতুনেরও বাড়িতে ডেলিভারীর সময় পেটে নবজাতক মারা যায়। অজ্ঞতার কারণে ব্যথা উঠার পরেও দুইদিন তারা বাড়িতে অবস্থান করে। পরে একটি বেসরকারী ক্লিনিক থেকে সিজারের মাধ্যমে সন্তান অপসারণ করা হয়। কয়রা উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তর সূত্রে জানা যায়, গত এক বছরে বাড়িতে ডেলিভারীর সংখ্যা ১৩২৭ জন। এর মধ্যে প্রশিক্ষণপ্রাপ্ত নয় এমন ধাত্রীদের কাছে ডেলিভারী হন ১৫০ জন। উপজেলা পরিবার পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অতি: দায়িত্ব) মো: আব্দুল্লাহ আল মামুন বলেন, ডেলিভারীর জন্য প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীর সংখ্যা অনেক কম। এছাড়া কয়েকটি ইউনিয়নে কর্মী থাকলেও স্বাস্থ্য কেন্দ্র জরাজীর্ণ অবস্থায় রয়েছে। আমাদের মাঠ কর্মীরা মোটিভেট করলেও মানুষজন আসতে চায় না। তারা তাদের সাধ্যমত সেবা দিয়ে যাচ্ছে। কয়রা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল করিম বলেন, প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিরা প্রাথমিক অবস্থায় বাড়িতে চেষ্টা করতে পারবেন। তবে যে কোন ধরণের জটিলতায় তারা হাসপাতালে রেফার্ড করবে। জোর করে বাড়িতে রাখার কিংবা তাদের নির্দেশনার বাইরে কিছু করার সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নিব। হাসপাতালে ডাক্তার থাকেনা এমন জনশ্রুতি বিষয়ে তিনি বলেন, ২৪ ঘন্টাই আমাদের মিডওয়াইফ থাকে। আর জটিল অবস্থায় আমাদের গাইনি কনসালটেন্ট রয়েছে। সিজারের প্রয়োজন হলে তিনি ব্যবস্থা নিবেন। তবে গাইনি কনসালটেন্টের আবাসিক ব্যবস্থা নিশ্চিত করতে না পারায় প্রতিদিন খুলনা থেকে আসা যাওয়া করছেন।

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন