মাগুরায় মঙ্গলবার দুপুরে অসহায় তৃতীয় লিঙ্গ (হিজড়া) জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন ও আত্মকর্মসং¯’ানের লক্ষে সমাজ সেবা অধিদপ্তর থেকে প্রশিক্ষণ প্রাপ্ত হিজড়াদের মাঝে সেলাই মেশিন বিতরন করা হয়েছে। মাগুরা জেলা পরিষদের আয়োজনে জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানিকভাবে ৫ জন প্রশিক্ষণ প্রাপ্ত হিজড়ার মাঝে সেলাই মেশিন বিতরন করেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক পংকজ কুমার কুন্ডু। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বাদল চন্দ্র হালদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেলাই মেশিন বিতরন অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাগুরা জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ফ ম আব্দুল ফাত্তাহ, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক আশাদুল ইসলাম ও ¯’ানীয় নেতৃবৃন্দ। বক্তারা সমাজের পিছিয়ে পড়া ৩য় লিঙ্গ (হিজড়া) জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের লক্ষে সরকারের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে সকলকে অবহিত করেন।