সারাদেশের ন্যায় মাগুরার মহম্মদপুরে যথাযোগ্য মর্যাদায় বাঙালি জাতির হাজার বছরের ইতিহাস ও অবিস্মরণীয় গৌরবময় দিন. মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও ভবনে জাতীয় পতাকা উত্তোলন ৩১ বার তোপধ্বনি মুক্তিযুদ্ধ স্মৃতি চত্বরে পুষ্পস্তবক অর্পণ কুচকাওয়াজ প্রদর্শনী শহীদ বীর মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা পুরস্কার বিতরণ সহ নানা কর্মসূচি পালিত হয়েছে। সকাল সাড়ে সাতটায় উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগ তার সহযোগী সংগঠন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সামাজিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে উপজেলা মুক্তিযোদ্ধা স্মৃতি চত্বর বঙ্গবন্ধুু ম্যূরালে ফুলের শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। সকাল ৮টায় উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে কুচকাওয়াজ প্রদর্শনী হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফি। উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পাল – এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহম্মদপুর থানার পরিদর্শক ( ওসি) অসিত কুমার রায়। পরে অতিথি বন্দ কুচকাওয়াজ গ্রাউন্ড পরিদর্শন করেন এবং সালাম গ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশমার ভূমি বাসুদেব কুমার মালো, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল সিদ্দিকী লিটন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ বেবী নাজনীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মকছেদুল মোমিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মিয়া সহ অন্যরা। আরো উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা বৃন্দ বিভিন্ন শ্রেণী পেশার গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।