মাগুরার শ্রীপুর উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে গতকাল বৃহস্পতিবার ৩ দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ শেষ হয়েছে। ২০২২-২৩ অর্থবছরে বৃৃহত্তর কুষ্টিয়া ও যশোর অঞ্চল কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে ‘নিরাপদ সবজি ও ফল চাষ এবং সংগ্রহোত্তর ব্যবস্থাপনা’ শীর্ষক এ প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুফি মোহাম্মাদ রফিকুজ্জামান।
প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সালমা জাহান নিপা। প্রশিক্ষণে সূর্যমুখী, ভুট্টা, কদম (পেঁয়াজের বীজ), তরমুজসহ নানা ধরনের ফসল উৎপাদনকারী ৩০ জন কৃষক অংশগ্রহণ করেন।
দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন