রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ যুব রেড ক্রিসেন্ট দল কর্তৃক আয়োজিত একদিন ব্যাপী রেড ক্রস/রেড ক্রিসেন্ট ওরিয়েন্টেশন প্রোগ্রাম ও প্রাথমিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এতে ৩৪ জন নতুন ভর্তিকৃত সদস্য অংশগ্রহণ করেন।
সোমবার (৬ মার্চ ২০২৩) সোহরাওয়ার্দী কলেজের রেড ক্রিসেন্ট রুমে এই ট্রেনিং কার্যক্রম সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব রেড ক্রিসেন্ট দলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক সহযোগী অধ্যাপক ড. সামসুন নাহার।
এ ট্রেনিং প্রোগ্রামের নতুন রেজিস্ট্রেশনকৃত সদস্যদের রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলন, মূলনীতি, রেড ক্রিসেন্ট এর সাংগঠনিক কাঠামো, নিয়মনীতি, কার্যক্রম পরিচালনা সম্পর্কে ধারণা দেওয়া হয় এবং প্রাথমিক প্রতিবিধান ও নেতৃত্বে দক্ষতা বৃদ্ধিকরণ বিষয়ে জ্ঞান প্রদান করা হয়।
যুব রেড ক্রিসেন্টের দলনেতা মোঃ ইলিয়াছের দিকনির্দেশনায় এই ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্পন্ন হয়। এ বিষয়ে তিনি বলেন,”এ প্রশিক্ষণ নতুন সদস্যদের জন্য অনুপ্রেরণামূলক যা তাদের সামনের দিনগুলোতে রেড ক্রিসেন্টের সাথে কাজ করার জন্য আগ্রহী করে তুলবে এবং রেড ক্রিসেন্টের মতো মহৎ সংগঠনের সদস্য হিসেবে সমাজে তারা দায়িত্বশীল ভূমিকা পালন করবে।”
যুব রেড ক্রিসেন্টের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক সহযোগী অধ্যাপক ড. সামসুন নাহার বলেন, “রেড ক্রিসেন্ট কার্যক্রম একজন শিক্ষার্থীদের অন্যদের থেকে আলাদা করে এবং যেকোনো দুর্যোগ ও মানবিক কাজে রেড ক্রিসেন্ট সদস্যরা সব সময় এগিয়ে যায়।”