ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৬ মার্চ) সকাল সাড়ে ১০টায় ক্যাম্পাস প্রাঙ্গণে সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ ও প্রধান অতিথি অধ্যাপক মোঃ মোহসিন কবীর বেলুন ও ফেস্টুন উড়িয়ে এবং জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন সোহরাওয়ার্দী কলেজের উপাধ্যক্ষ ও বিশেষ অতিথি অধ্যাপক ড. ফরিদা ইয়াসমিন, বার্ষিক ক্রীড়া পরিচালনা আহ্বায়ক কমিটির আহ্বায়ক ও অফিসার্স কাউন্সিলের সম্পাদক অধ্যাপক মোঃ মোতালিব হোসেনসহ অন্যান্য বিভাগের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।
এছাড়াও সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার রাহাত মোড়ল এবং সাধারণ সম্পাদক আশিকুর ইসলাম আশিক উপস্থিত ছিলেন।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় উচ্চ মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীরা ‘ক’ গ্রুপ এবং স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা ‘খ’ গ্রুপ থেকে প্রতিযোগিতায় ছেলে-মেয়ে আলাদাভাবে সর্বমোট ৬টি ইভেন্টে অংশগ্রহণ করতে পারবে। এর মধ্যে রয়েছে ক্যারাম একক-দ্বৈত, ব্যাডমিন্টন একক-দ্বৈত, দাবা একক এবং লক্ষ্যভেদ প্রতিযোগিতা। একজন প্রতিযোগী সর্বোচ্চ ৩টি ইভেন্টে অংশগ্রহণ করতে পারবে।