ঋতুরাজ বসন্তকে বরণ করে নিতে বসন্ত বরণ ও পিঠা উৎসবের মধ্য দিয়ে মেতে উঠেছে রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ। নানান রঙের শাড়ি-পাঞ্জাবি পরে শিক্ষার্থীরা ক্যাম্পাসে পা রাখতেই চারদিকে ছড়িয়েছে উৎসবের আমেজে।
শনিবার (৪ মার্চ) কলেজের মুক্তির সনদের সামনের বর্নিল সাজে হিসাববিজ্ঞান বিভাগের নিজ ব্যবস্থায় পিঠা বিলাস, পিঠা কুটির, বাচ্চা পিঠাঘর, নীলাদ্রী পিঠাঘর, বন্ধু মহল পিঠাঘর নামের বাহারী সাজে বসেছিল ৫টি পিঠা স্টল।
বাঙালির ঐতিহ্যের ভাঁপা পিঠা, চিতই পিঠা, নকশি পিঠা, দুধ পিঠা, পাটিসাপটা, দুধপুলি, সেমাই পিঠা, পাকন পিঠা, চন্দ্রপুলিসহ হরেক রকমের পিঠা তারা নিজের হাতে তৈরি করে নিয়ে আসেন অনুষ্ঠানস্থলে।
এসময় সোহরাওয়ার্দী কলেজ শাখার ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর ইসলাম আশিক হিসাববিজ্ঞান বিভাগের আয়োজনে এ বসন্ত বরণ ও পিঠা উৎসবের প্রশংসা করেন এবং বলেন সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগ সবসময় ক্যাম্পাসে সকল ভাল কাজের সঙ্গে আছে।