ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার বাংলা বিভাগের প্রথম পূর্নমিলনী ও অ্যালামনাই এসোসিয়েশন গঠন উপলক্ষে শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের কনফারেন্স রুমে বাংলা বিভাগের সভাপতি প্রফেসর গাজী মোঃ মাহবুব মুর্শিদ এর সভাপতিত্বে বাংলা বিভাগের শিক্ষক প্রফেসর ডক্টর মো: সরওয়ার মোর্শেদ, প্রফেসর ডঃ মোঃ হাবিবুর রহমান, প্রফেস ড:গৌতম কুমার দাস, প্রফেসর ড: রবিউল হোসেন,প্রফেসর ডঃ মোঃ মনজুর রহমান, প্রফেসর ডঃ মোঃ রশিদুজ্জামান, প্রফেসর ডঃ শেখ মোহা: রেজাউল করিম, প্রফেসর ডঃ খন্দকার আরিফা আক্তার, প্রফেসর ডক্টর মো: বাকীবিল্লাহ, প্রফেসর ডঃ ইয়াসমিন আরা সাথী, প্রফেসর ড: তপন কুমার রায়, প্রফেসর ডঃ মোঃ সাইফুজ্জামান,ড: রোজী আহমেদ ও ফৌজিয়া খাতুন সহ পুরাতন ছাত্র-ছাত্রীদের নিয়ে সাংবাদিক সম্মেলন করেন বাংলা বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া। উক্ত সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আগামী ১১ মার্চ ২০২৩ শনিবার দিন ব্যাপী বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তননে পূর্ণমিলনী অনুষ্ঠানের সিদ্ধান্ত সহ এলামনাই গঠনের বিভিন্ন দিক উল্লেখ করেন। এসময় বাংলা বিভাগের সভাপতি বলেন এই পূর্ণমিলনী অনুষ্ঠান হবে এই বিশ্ববিদ্যালয়ের সরনকালের শ্রেষ্ঠ অনুষ্ঠান তাই আগামী ২৮ ফেব্রুয়ারির ২০২৩ এর মধ্যে রেজিস্ট্রেশন করে নেয়ার অনুরোধ জানান এই বিভাগীয় প্রধান।