নানা আয়োজনে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বিশ্ব স্কাউট দিবস পালিত হয়েছে।
বুধবার (২২ ফেব্রুয়ারি) নোবিপ্রবি রোভার স্কাউট গ্রুপ দিবসটির আয়োজন করে। স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েলের জন্মবার্ষিকী ও বিশ্ব স্কাউট দিবস উপলক্ষে বিকেল সাড়ে ৩টায় প্রশাসনিক ভবনের সামনে থেকে র্যালি বের হয়। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট রুমি ভবনের সামনে এসে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।
রোভার স্কাউট লিডার (আরএসএল) নাজমুস সাকিব খানের সভাপতিত্বে অনুষ্ঠানে ছিলেন- নোবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী, নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি, প্রক্টর ও শিক্ষা বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, সহকারী প্রক্টর শাহিন কাদির ভূইয়া, শিলা মনি হাফসাসহ অন্যান্য শিক্ষকরা।
অনুষ্ঠানে নোবিপ্রবি রোভার স্কাউট লিডার নাজমুস সাকিব খান রোভার স্কাউটের বিভিন্ন কার্যাবলী উপ-উপাচার্য ও প্রক্টর বরাবর তুলে ধরেন এবং প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন।
উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী বলেন, নোবিপ্রবি রোভার স্কাউট গ্রুপ তার স্বেচ্ছাসেবী কার্যক্রম প্রতিষ্ঠার শুরু থেকেই চালিয়ে আসছে। ভর্তি কার্যক্রম, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানে স্বেচ্ছাসেবী কার্যক্রম সুনামের সঙ্গে পরিচালনা করে আসছে নোবিপ্রবি রোভার স্কাউট গ্রুপ। নোবিপ্রবি প্রশাসন সব সময় রোভার স্কাউটের কার্যক্রমে সহযোগিতা করে আসছে। ভবিষ্যতে এমন সেবামূলক কার্যক্রমের ধারা নোবিপ্রবি রোভার স্কাউট গ্রুপ অব্যাহত রাখবে এই আশাবাদ তিনি ব্যক্ত করেন।
উল্লেখ্য, বাংলাদেশসহ বিশ্বের প্রায় সব দেশগুলোতে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। এই দিনে স্কাউটিং আন্দোলনের প্রবক্তা লর্ড ব্যাডেন পাওয়েল ১৮৫৭ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তারই হাত ধরে ১৯০৭ খ্রিস্টাব্দে স্কাউটিং আন্দোলনের সূত্রপাত ঘটে।