মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাইক্লিস্ট গ্রুপের পক্ষ থেকে ৫২ কিলোমিটার সাইকেল রাইডিং সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৪.০০ টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে কুবি সাইক্লিস্ট গ্রুপের ৬ সদস্য যাত্রা শুরু করেন। তাদের রাইডের স্থান ছিল
ক্যাম্পাস থেকে বেলতলী হয়ে পদুয়ার বাজার বিশ্বরোড, পরে লাইমাই হয়ে বরুড়া, বাতাইছড়ি, কালী বাজার অতিক্রম করে রাত ৯ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিয় শহিদ মিনারে এসে রাইড সমাপ্ত হয়।
উক্ত সাইকেল রাইডে অংশগ্রহণ করেছিলেন,বিশ্ববিদ্যালয়ের ১৪ ব্যাচের একাউন্টটিং বিভাগের শিক্ষার্থী রাজীব সরকার , শিবলী রহমান, জুবাইদা ফৌজিয়া নদী, নৃবিজ্ঞান বিভাগের জাহিদ ভূইয়া, গণিত বিভাগের ফারহাদুল ইসলাম খান নাঈম এবং ক্যাফেটেরিয়ার স্টাফ শরীফুল ইসলাম ফারাবী।
এই রাইড সম্পর্কে জুবায়দা ফৌজিয়া নদী বলেন, সাইক্লিং করতে পারা টা সব সময় আনন্দের ব্যাপার তবে আজকের অনুভূতি টা ছিল সম্পূর্ণ আলাদা । কেননা, ভাষা শহীদদের স্মরণে আজ আমরা ৬ জন মিলে ঠিক করেছিলাম