আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অমর একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছে ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার)। ২১ ফেব্রুয়ারির (মঙ্গলবার) প্রথম প্রহরে ইন্সটিটিউটের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন অধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জোনায়েবুর রশীদ।
এসময় উপস্থিত ছিলেন ইন্সটিটিউটের রেজিস্ট্রার আহমেদ ইকবাল রেজা, ইন্দ্রজিৎ পাল, সাদিকুর রহমান,ইকরামুল ইসলাম অপু,আবুল কালাম, উম্মে সারা,ইসমত জেরিনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা।
ইন্সটিটিউটের প্রশাসনের পর একে একে শ্রদ্ধা নিবেদন করেন নিটার কালচারাল ক্লাব, ছাত্রী হোস্টেল,ল্যাংগুয়েজ ক্লাব,বিজনেস এন্ড ইনোভেশন ক্লাব,ফিল্ম এন্ড ফটোগ্রাফিক সোসাইটি, গেমস এন্ড স্পোর্টস ক্লাব, নিটার সাংবাদিক সমিতি ইন্সটিটিউটের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো।
উল্লেখ্য, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দবিতে মিছিলে পুলিশের গুলিতে শহীদ হন রফিক, জব্বার, সালাম, বরকত সহ অনেকে।