হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি(হাবিপ্রবিসাস)মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৮টায় মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদ মিনার চত্বরে এক মিনিট নিরবতা পালন করেন তারা। এরপর সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে হাবিপ্রবি সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ তানভির আহমেদের সঞ্চালনায় বক্তব্য দেন সভাপতি মোঃ আব্দুল্লাহ আল মুবাশ্বির এবং সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা।
সভাপতির বক্তব্যে মোঃ আব্দুল্লাহ আল মুবাশ্বির বলেন,”‘যাদের মহান আত্মত্যাগের বিনিময়ে আমরা নিজ মাতৃভাষায় কথা বলতে পারছি সে সকল ভাষা শহীদদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি ও তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি”।
সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা বলেন,”একুশ আমাদের অহংকার। একুশ আমাদের চেতনা। আজকে সেই ২১ ফেব্রুয়ারি যেদিন আমার ভাইয়েরা মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করেছিল। মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করার ইতিহাস শুধু বাঙালি জাতির রয়েছে।ভাষা শহিদরা যে উদ্দেশ্য নিয়ে বাংলা ভাষার জন্য জীবন উৎসর্গ করেছিলেন আমাদের উচিত সেই বাংলা ভাষার মর্যাদা সমুন্নত রাখা”।
কর্মসূচিতে হাবিপ্রবি সাংবাদিক সমিতির সহ-সভাপতি আবু সাহেব, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ তানভির আহমেদ, কার্যনির্বাহী সদস্য মোঃ তানভীর হোসাইন ও অন্যান্য সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।
এদিকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের ভাইন্স চ্যান্সেলর প্রফেসর ড. মো. কামরুজ্জামান, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. সাইফুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. ইমরান পারভেজ, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মামুনুর রশীদসহ অন্যান্য শিক্ষকবৃন্দ । এরপর ক্রমান্বয়ে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক পরিষদ, ডীনবৃন্দ, অনুষদীয় সমিতি সমুহ, কর্মকর্তা ও কর্মচারী পরিষদ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।